l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের খেলা
ডেকান চার্জার্স
বনাম
রাজস্থান রয়্যালস
বিস্তারিত স্কোর
আজকের শিরোনাম...
• ওয়াংখেড়েতে নিষিদ্ধ বাদশা
•
শ্লীলতাহানির অভিযোগ,গ্রেফতার ক্রিকেটার
•
গ্রেফতারী পরোয়ানা ৩ টলিউড তারকার বিরুদ্ধে
বিস্তারিত...
গরমে ঠান্ডা পানীয়ের মতো আরামদায়ক আর কিছুই নেই। আর তা যদি হয় পুষ্টিকর তবে তো উপরি পাওনা! এ বারের
‘স্বাদবদল’
দেবে তারই সন্ধান। সঙ্গে নানা রূপে পনির
‘আপনার রান্নাঘরে’
। আর অবশ্যই দেশি-বিদেশি খবর নিয়ে
‘সংবাদের হাওয়াবদল’
।
ডাকাতির সময় এক দুষ্কৃতীকে
চিনে ফেলায় খুন সিপিএম নেতা
নিজস্ব সংবাদদাতা • মালদহ
বাড়িতে ডাকাতির সময়ে দুষ্কৃতীদের এক জনকে চিনে ফেলেছিলেন পরিবারের কর্তা। চিৎকার করে সে কথা বলেও উঠেছিলেন। তারপরেই তাঁকে ঠান্ডা মাথায় গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। ক্ষীরোদ চৌধুরী (৪৬) নামে ওই ব্যক্তি সিপিএমের গাজল লোকাল কমিটির সদস্য। মালদহের গাজল ১ গ্রাম পঞ্চায়েতেরও সিপিএম সদস্য ছিলেন স্থানীয় কদুবাড়ি এলাকার বাসিন্দা ক্ষীরোদবাবু। বুধবার রাত দেড়টা নাগাদ ওই ডাকাত দল তাঁর বাড়ি থেকে নগদ টাকা ছাড়াও লক্ষাধিক টাকার সোনার গয়না, বাসন লুঠ করে পালিয়েছে।এই ঘটনার পরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে সিপিএম। দলের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, “জেলায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আমাদের লোকাল কমিটির সদস্যকে বাড়িতে ঢুকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। জেলায় কারও নিরাপত্তা নেই। দুষ্কৃতীরা যে কাউকে বাড়িতে ঢুকে খুন করে যেতে পারে বলে মনে হচ্ছে।”
বিস্তারিত...
অযোধ্যা পাহাড়ে এ বার দ্বিতীয় জলবিদ্যুৎ প্রকল্প
পিনাকী বন্দ্যোপাধ্যায় • কলকাতা
ভবিষ্যতে পশ্চিমবঙ্গে শিল্প আসতে পারে, এমনটা ধরে নিয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আরও একটা জলবিদ্যুৎ কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। হাজার মেগাওয়াটের ওই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাবটি সম্প্রতি রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার পরিচালন পর্ষদের বৈঠকে অনুমোদিত হয়েছে। এর জন্য সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ হবে বলে বণ্টন সংস্থা-সূত্রের খবর। কিন্তু যেখানে জমি-জটের ফাঁসে কাটোয়ায় এনটিপিসি-র তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ আটকে রয়েছে, একলপ্তে জমি না-পাওয়ায় এলঅ্যান্ডটি’র প্রস্তাবিত বিদ্যুৎ প্রকল্পও আপাতত হিমঘরে, সেখানে নতুন বিদ্যুৎকেন্দ্র গড়তে গিয়ে জমি কোনও সমস্যা হবে না?রাজ্য সরকারের অবশ্য দাবি: পুরুলিয়ার ওই প্রকল্প রূপায়ণে জমি কোনও বাধা হয়ে দাঁড়াবে না। সরকারি সূত্রের বক্তব্য, বিদ্যুৎকেন্দ্রটি গড়ে তুলতে যে ৪০-৪৫ একর জমি লাগবে, তা বন দফতরের হাতেই রয়েছে।
বিস্তারিত...
জননী ইটভাটা কাণ্ডে চার্জশিট সিবিআইয়ের
নিজস্ব সংবাদদাতা • কাঁথি
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে লক্ষ্মণ শেঠ-সহ ১২ সিপিএম নেতা-কর্মী এখনও জেলবন্দি। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ৭ সমর্থককে খুন করে দেহ লোপাটের সেই মামলায় ওই ১২ জন-সহ ৮৮ জন সিপিএম নেতা-কর্মীর নামে চার্জশিট দিয়েছে সিআইডি। পাঁচ বছর আগের সেই নন্দীগ্রাম-পর্বের বহু-চর্চিত জননী ইটভাটা-কাণ্ডেও এ বার আরও ১২ সিপিএম নেতা-কর্মীর নামে চার্জশিট দিল সিবিআই।মঙ্গলবার কাঁথি এসিজেএম আদালতে এই মামলায় আগে ধৃত, আপাতত জামিনে মুক্ত ১০ জনের সঙ্গেই পটাশপুরের মথুরা গ্রামের সিপিএম কর্মী প্রশান্ত বেরা ও ফাজিলপুর গ্রামের তাপস সামন্তকে ‘ফেরার’ ঘোষণা করে মোট ১২ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৫৩ ও ৪৫৪ ধারায় অপরাধের উদ্দেশ্যে সমবেত হওয়া এবং অস্ত্র-আইনের ২৫, ২৭ ও ২৯ নম্বর ধারায় বেআইনি অস্ত্র মজুতের অভিযোগে চার্জশিট পেশ করেছে সিবিআই।
বিস্তারিত...
সর্বদল বৈঠকের পরে উচ্ছ্বাস আলিপুরদুয়ারে
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা গঠনের প্রক্রিয়া আরও এক ধাপ এগোল। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে সর্বদল বৈঠকে আলিপুরদুয়ারকে পৃথক জেলা হিসেবে করার প্রস্তাব সর্বসম্মত ভাবে গৃহীত হয়েছে। নতুন জেলার ভৌগোলিক সীমা নিয়ে তিনটি প্রস্তাবও পেশ করেছে প্রশাসন। এদিন বৈঠকের পরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “আলিপুরদুয়ারকে পৃথক জেলা হিসেবে স্বীকৃতির দেওয়ার যে প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করেছে তাতে সব দলের প্রতিনিধিরাই খুশি। সকলেই রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানান। জেলা ভাগের সিদ্ধান্ত সমর্থন করে এদিন সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন জেলার ভৌগোলিক বিন্যাস নিয়ে মতামত দিতে বামদলগুলি কিছুটা সময় চান।তবে কংগ্রেস-তৃণমূল সহ অন্যদলগুলি বলেছে, এ দিনের বৈঠকেই সবকিছু চূড়ান্ত হয়ে যেতে পারত। তবে আমরা সব দিক বিবেচনা করতে ফের ২৮ মে বৈঠক হবে।”
বিস্তারিত...
টাকা আত্মসাতের অভিযোগ
উঠল সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে
প্রকাশ পাল • তারকেশ্বর
ঋণ পাইয়ে দেওয়ার ‘মিথ্যা প্রতিশ্রুতি’ দিয়ে গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তারকেশ্বরের একটি সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে। ‘প্রতারিত’ গ্রাহকেরা ঋণ তো পানইনি, উপরন্তু জমা টাকাও ফের পাচ্ছেন না বলে অভিযোগ। লিখিত নালিশ জমা পড়েছে পুলিশ-প্রশাসনের কাছে। ইতিমধ্যে বিনা নোটিসে ব্যাঙ্কের কয়েকটি শাখা বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ। ফলে, টাকা আদৌ ফেরত পাবেন কিনা, তা নিয়ে চিন্তিত ‘প্রতারিত’ গ্রাহকেরা। ‘তারকেশ্বর কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড’ নামে ওই ব্যাঙ্কের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে সমবায় দফতরেও। সংশ্লিষ্ট দফতরের হুগলি জেলার ডেপুটি রেজিস্ট্রার বিজয় হালদার বলেন, “তদন্ত করে দেখা হচ্ছে। অনিয়ম প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।”
বিস্তারিত...
খনি অঞ্চলে বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাব প্রশ্নের মুখে
নিজস্ব প্রতিবেদন
আসানসোল-রানিগঞ্জে অব্যবহৃত খনির কয়লা দিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র চালানোর প্রস্তাব এলেও তার বাস্তবায়নের সম্ভাবনা ঘিরে ইতিমধ্যে প্রশ্ন উঠে গিয়েছে। এর মূলে রয়েছে জমি-সমস্যা। পাশাপাশি ‘পদ্ধতিগত’ কারণেও প্রস্তাবটির ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা সংশয়ের সৃষ্টি হয়েছে বলে কয়লা সংস্থা-সূত্রের খবর। রাজ্যের খনি অঞ্চলে ১৩০০ মেগাওয়াটের ওই ‘সুপার ক্রিটিক্যাল’ তাপবিদ্যুৎ কেন্দ্রটি গড়ার প্রস্তাব দিয়েছে প্রমোদকুমার মিত্তলের সংস্থা। মুখ্যমন্ত্রী তাতে ‘বিশেষ উৎসাহ’ দেখিয়েছেন। কিন্তু জমি পাওয়ার অসুবিধেই যেখানে শিল্পায়নের পথে মূল বাধা, যেখানে এনটিপিসি বা লারসেন অ্যান্ড টুবরো (এলঅ্যান্ডটি)-র প্রকল্প-প্রস্তাবও জমির ফাঁসে আটকে, সেখানে প্রমোদকুমারের প্রকল্পে জমি কী ভাবে মিলবে, শিল্প দফতরের অনেক অফিসার তা বুঝতে পারছেন না।
বিস্তারিত...
ডিএমের বিরুদ্ধেই নালিশ জানালেন অফিসারেরা
নিজস্ব সংবাদদাতা • মালদহ
মালদহে জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকের কাজিয়া-পর্ব আরও ঘোরালো হল। তাঁর কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশ বন্ধের ‘নির্দেশ’ দেওয়ার দায় যাঁর উপরে জেলাশাসক শ্রীমতী অর্চনা চাপিয়েছেন, সেই অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) নুরুল ইসলামের ‘পাশে’ দাঁড়াল ডব্লিউবিসিএস (এগ্জিকিউটিভ) অফিসার্স অ্যাসোসিয়েশনের মালদহ শাখা। বৃহস্পতিবার সংগঠনের রাজ্য সম্পাদকের কাছে জেলাশাসকের বিরুদ্ধে ‘অসহযোগিতা’ ও ‘দুর্ব্যবহারের’ অভিযোগ তুলে চিঠি পাঠিয়েছে মালদহ শাখা। পাশাপাশি, তৃণমূল প্রভাবিত সরকারি কমর্চারী সংগঠন ‘ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন’-এর জেলা সংগঠনের মালদহ শাখাও জেলাশাসকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত দাবি করে এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফ্যাক্স পাঠিয়েছে।
বিস্তারিত...
এক নজরে
• জয়েন্ট-ফলে উজ্জ্বল উত্তর
• এত ভাল হবে ভাবতেই পারেনি প্রীতম
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
নেতা-খুনে আতঙ্ক গাজলে নালিশ পুলিশি নিষ্ক্রিয়তার
আলিপুরদুয়ার জেলার
প্রস্তাব গৃহীত সর্বদলে
দক্ষিণবঙ্গ
সংস্কারের দাবি মেটেনি,
রাস্তা খুঁড়ে অবরোধ
নতুন আলোয় সাজল
চন্দননগর স্ট্র্যান্ড
বর্ধমান
ইঞ্জিনিয়ারিং ডাক্তারিতে
৩-৩
নিয়োগ নিয়ে
বিবাদ দুই সংগঠনে
পুরুলিয়া
জয়েন্টে জোড়া সাফল্য
পরিষেবা নিয়ে তারাদের
লড়াই জমেছে নলহাটিতে
মুর্শিদাবাদ
দিনভর খরতাপে শূন্য
পথে স্বস্তি সন্ধ্যার বর্ষণে
ঘুমকাতুরে সুমনের পড়ার
সময় ছিল রাতে
মেদিনীপুর
তৃণমূলের ‘শান্তি’র দাবির
পাল্টা ‘রক্তাক্ত স্মৃতি’ই
অস্ত্র সিপিএমের
‘খুনিদের দেখতে চাই,
বলছেন ছেলেহারা বাবা
কলকাতা
৩৮.১/২৯.৪
আজকের দিনে
•
বিশ্ব এডস প্রতিষেধক দিবস।
মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের উদ্যোগে ১৯৯৮ সালে দিনটি প্রথম পালন করা হয়।
সাপ্তাহিক ক্রোড়পত্র
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.