|
|
|
|
শোনপুর বাজারি |
নিয়োগ নিয়ে বিবাদ দুই সংগঠনে |
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
তৃণমূল প্রভাবিত দু’টি শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে অশান্তি হল পাণ্ডবেশ্বরে। বৃহস্পতিবার শোনপুর বাজারি প্রকল্পের টেন হুইলার ইউনিটের এই ঘটনায় দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে কার্যালয় ভাঙচুর ও মারধরের অভিযোগ করেছে পাণ্ডবেশ্বর থানায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ইউনিটে মঙ্গলবার ৯টি নতুন ডাম্পার নিয়ে এসেছেন এক ঠিকাদার। এই ডাম্পারগুলিতে কর্মী নিয়োগ নিয়েই বুধবার থেকে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। বৃহস্পতিবার তা চরমে পৌঁছয়। ‘অল ইসিএল কন্ট্রাক্টরর্স শ্রমিক কর্মচারী ইউনিয়ন’-এর সাধারণ সম্পাদক সোমনাথ চট্টোপাধ্যায়ের দাবি, মালিকপক্ষ এবং দুই ইউনিয়নের মধ্যে বুধবার কর্মী নিয়োগ নিয়ে ঐকমত্য হয়। সেখানে ঠিক হয়, নরেন চক্রবর্তী পরিচালিত ইউনিয়ন ৯ জন, মালিকপক্ষ ৯ জন এবং সোমনাথবাবুদের ইউনিয়ন ৯ জন করে কর্মী নিয়োগ করতে পারবে।
সোমনাথবাবুর দাবি, “এর পরে নরেনবাবু এ দিন সকালে ফোন করে আমাদের সাত জন কর্মী নিয়োগ করতে অনুরোধ করেন। আমরা তা মেনেও নিই। কিন্তু এর পরেই বেলা সাড়ে ১১টা নাগাদ ওদের কয়েক জন আমাদের কার্যালয়ে হামলা চালান।” সোমনাথবাবুদের সংগঠনের ইউনিট সম্পাদক শিবনাথ ঘোষ অভিযোগ করেন, হামলার সময়ে তিনি কার্যালয়ে ছিলেন। এক দল লোক এসে ভাঙচুর শুরু করে। তাঁকেও মারধর করা হয়। তাঁদের সংগঠনের নেতা বরুণ শর্মা তাঁকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা দু’রাউন্ড গুলি ছোঁড়ে বলে অভিযোগ। দৌড়ে পালানোর সময়ে পড়ে গিয়ে গুরুতর জখম হন বরুণবাবু। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বরুণবাবু পাণ্ডবেশ্বর থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন। ‘আসানসোল সাবডিভিশনাল মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের’ সাধারণ সম্পাদক তথা তৃণমূলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন চক্রবর্তী অবশ্য তাঁদের সংগঠনের বিরুদ্ধে ওঠা হামলার অভিযোগ মানতে চাননি। তাঁর পাল্টা দাবি, ‘নকশাল প্রভাবিত’ একটি শ্রমিক সংগঠন কর্মী নিয়োগ নিয়ে গণ্ডগোল পাকাচ্ছে। নরেনবাবু অভিযোগ করেন, এ দিনও ওই সংগঠনের লোকজনই তাঁদের কর্মীদের উপরে আক্রমণ করেছে। তাদের হাতে আক্রান্ত হয়েছেন তাঁদের ইউনিয়নের টেন হুইলার ইউনিট সভাপতি নরোত্তম মণ্ডল। নরোত্তমবাবু অভিযোগ করেন, এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ সোমনাথ চট্টোপাধ্যায়, বরুণ শর্মাদের নেতৃত্বে কিছু লোক তাঁদের কার্যালয় ভাঙচুর করে। বাধা দিতে গিয়ে তিনি এবং মিন্টু পাত্র নামে তাঁদের এক কর্মী প্রহৃত হন। আশপাশের বাসিন্দারা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায় বলে তাঁর দাবি। মিন্টুবাবুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাণ্ডবেশ্বর থানায় হামলার অভিযোগ করেছেন নরোত্তমবাবুরাও।পুলিশ জানায়, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। |
|
|
|
|
|