উত্তরবঙ্গ |
ডাকাতির সময় এক দুষ্কৃতীকে চিনে ফেলায় খুন সিপিএম নেতা |
|
নিজস্ব সংবাদদাতা, মালদহ: বাড়িতে ডাকাতির সময়ে দুষ্কৃতীদের এক জনকে চিনে ফেলেছিলেন পরিবারের কর্তা। চিৎকার করে সে কথা বলেও উঠেছিলেন। তারপরেই তাঁকে ঠান্ডা মাথায় গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। ক্ষীরোদ চৌধুরী (৪৬) নামে ওই ব্যক্তি সিপিএমের গাজল লোকাল কমিটির সদস্য। মালদহের গাজল ১ গ্রাম পঞ্চায়েতেরও সিপিএম সদস্য ছিলেন স্থানীয় কদুবাড়ি এলাকার বাসিন্দা ক্ষীরোদবাবু। |
|
নেতা-খুনে আতঙ্ক গাজলে নালিশ পুলিশি নিষ্ক্রিয়তার |
পীযূষ সাহা, গাজল: খুন, ডাকাতি, ছিনতাইয়ে জেরবার গাজল। একের পর এক ঘটনায় গোটা গাজলের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ অপরাধের কোনও কিনারা করতে না পারায় অসন্তোষ বাড়ছিল বাসিন্দাদের পাশাপাশি রাজনৈতিক দলগুলির মধ্যেও। তার উপরে ডাকাতদের হাতে সিপিএম নেতা ক্ষিরোদ চৌধুরীর খুনের পর মানুষের মধ্যে ক্ষোভ আরও তীব্র হয়েছে। |
|
|
|
দুই জেলায় মাটিতে মিশল
দু’হাজার কাঁচাবাড়ি, লন্ডভন্ড
কয়েকশো বিঘা জমি |
|
|
|
জয়েন্ট-ফলে
উজ্জ্বল উত্তর |
|
|
দিদির নাম ভাঁড়িয়ে চাকরি, বন্ধ বেতন |
|
বৃষ্টির দেখা নেই,
গুমোট দুই জেলা |
মারে অভিযুক্ত
ছাত্র গ্রেফতার |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
সর্বদল বৈঠকের পরে উচ্ছ্বাস আলিপুরদুয়ারে |
|
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা গঠনের প্রক্রিয়া আরও এক ধাপ এগোল। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে সর্বদল বৈঠকে আলিপুরদুয়ারকে পৃথক জেলা হিসেবে করার প্রস্তাব সর্বসম্মত ভাবে গৃহীত হয়েছে। নতুন জেলার ভৌগোলিক সীমা নিয়ে তিনটি প্রস্তাবও পেশ করেছে প্রশাসন। এদিন বৈঠকের পরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “আলিপুরদুয়ারকে পৃথক জেলা হিসেবে স্বীকৃতির দেওয়ার যে প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করেছে তাতে সব দলের প্রতিনিধিরাই খুশি।” |
|
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারকে পৃথক জেলা করার প্রস্তাব সর্বসম্মত ভাবে গৃহীত হল সর্বদল বৈঠকে। জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে বৃহস্পতিবার সেই বৈঠকে প্রস্তাবিত নতুন জেলার ভৌগোলিক সীমা কী হবে, তা নিয়ে তিনটি প্রস্তাবও দিয়েছে প্রশাসন। প্রশাসনিক সূত্রের খবর, প্রথম প্রস্তাবটি হল, বর্তমান আলিপুরদুয়ার মহকুমার অর্ন্তগত যে ছটি ব্লক রয়েছে, সেগুলি নিয়েই নতুন জেলা গঠিত হোক। |
আলিপুরদুয়ার জেলার
প্রস্তাব গৃহীত সর্বদলে |
|
নোট শিট ঘিরে বিতর্ক |
|
সৌর আলো
পেল সেবক |
|
|
টুকরো খবর |
|
|