মালদহে জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকের কাজিয়া-পর্ব আরও ঘোরালো হল। তাঁর কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশ বন্ধের ‘নির্দেশ’ দেওয়ার দায় যাঁর উপরে জেলাশাসক শ্রীমতী অর্চনা চাপিয়েছেন, সেই অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) নুরুল ইসলামের ‘পাশে’ দাঁড়াল ডব্লিউবিসিএস (এগ্জিকিউটিভ) অফিসার্স অ্যাসোসিয়েশনের মালদহ শাখা। বৃহস্পতিবার সংগঠনের রাজ্য সম্পাদকের কাছে জেলাশাসকের বিরুদ্ধে ‘অসহযোগিতা’ ও ‘দুর্ব্যবহারের’ অভিযোগ তুলে চিঠি পাঠিয়েছে মালদহ শাখা।
পাশাপাশি, তৃণমূল প্রভাবিত সরকারি কমর্চারী সংগঠন ‘ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন’-এর জেলা সংগঠনের মালদহ শাখাও জেলাশাসকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত দাবি করে এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফ্যাক্স পাঠিয়েছে। সংগঠনের জেলা শাখার আহ্বায়ক বিকাশ সরকার বলেন, “জেলাশাসকের বিরুদ্ধে এক মহিলা এনভিএফ কর্মীকে সাড়ে তিন ঘণ্টা শৌচাগারে আটকে রাখার অভিযোগ উঠেছে। জেলাশাসকের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে ফ্যাক্স পাঠিয়েছি।” শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু ও সংগঠনের সভাপতি শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও তাঁরা সব জানিয়েছেন বলে বিকাশবাবুর দাবি। |
জেলাশাসক বলেন, “বিষয়গুলি জানা নেই। বুধবারই জেলার বেশির ভাগ ডব্লিউবিসিএস অফিসারের সঙ্গে আমার কথা হয়েছে। কই তাঁরা তো কেউ আমার বিরুদ্ধে অভিযোগ করেননি?” প্রশাসনিক সূত্রের খবর, গোটা ঘটনা নিয়ে বিতর্ক বাড়তে থাকায় আলোচনার মাধ্যমে সমস্যার নিষ্পত্তির চেষ্টা করছেন জেলাশাসক। তাঁর বাংলোয় অতিরিক্ত জেলাশাসক-সহ একাধিক অফিসারকে ডেকে বিকেলে আলোচনাও করেছেন ডিএম। কিন্তু, রাত পর্যন্ত সমাধানসূত্র মেলেনি বলে ডব্লিউবিসিএস অফিসারদের সংগঠন সূত্রের খবর। এ দিন জেলাশাসক বেলা সাড়ে ১১টা নাগাদ নিজের অফিসে সাংবাদিক বৈঠকে তাঁর বিরুদ্ধে জেলার ডব্লিউবিসিএস অফিসারদের সংগঠনের তোলা অভিযোগ অস্বীকার করেন। আবার বিকেল ৩ টে নাগাদ অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) তথা ওই সংগঠনের জেলা সভাপতি নুরুল ইসলামকে পাশে বসিয়ে সংগঠনের জেলা সম্পাদক সুদীপ মুখোপাধ্যায় বলেন, “জেলায় ডব্লুবিসিএস অফিসারদের কাজ করতে কী ধরনের অসুবিধা ও সমস্যা হচ্ছে, তা সংগঠনের রাজ্য সম্পাদককে লিখিতভাবে জানানো হয়েছে। নেতৃত্ব যা নির্দেশ দেবেন, সেই মতো আমরা কাজ করব।” অ্যসোসিয়েশনের রাজ্য সম্পাদক সৌরভ চাকী বলেন, “জেলা শাখা থেকে একটা অভিযোগ পেয়েছি। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি। যথা সময়ে উপযুক্ত পদক্ষেপ করা হবে।” গোটা ঘটনা নিয়ে রাজ্য সরকার তদন্তের নির্দেশ দিয়েছে বলে এ দিন মহাকরণে জানিয়েছেন মুখ্যসচিব সমর ঘোষ। |