|
|
|
|
পার্ক তৈরি নিয়ে কাজিয়া দুই মেয়র পারিষদে |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পার্ক তৈরিকে কেন্দ্র করে কাজিয়ায় জড়ালেন আসানসোল পুরসভার দুই কংগ্রেস মেয়র পারিষদ গোলাম সরোবর ও রবিউল ইসলাম। পার্কের কাজ বন্ধ করার আর্জি জানিয়ে মেয়রকে চিঠি দিয়েছেন শিক্ষা দফতরের মেয়র পারিষদ গোলাম সরোবর। অন্য দিকে, যে কোন পরিস্থিতিতে পার্ক তৈরি করবেন বলে জানিয়ে দিয়েছেন সংস্কৃতি দফতরের মেয়র পারিষদ রবিউল ইসলাম। |
|
নির্মীয়মাণ এই পার্ক নিয়েই চাপান-উতোর। নিজস্ব চিত্র। |
আসানসোল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের আশ্রম মোড় এলাকায় জিটি রোডের পাশে একটি পার্ক তৈরি করতে উদ্যোগী হন রবিউল ইসলাম। তিনি জানান, জায়গাটি বহু দিন ধরেই অব্যবহৃত, অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে। মাঝেমধ্যে কিছু অস্থায়ী দোকানপাট বসে। রিকশা, ঠেলা রিকশা ভিড় করে দাঁড়িয়ে থাকে। শহরের এই অঞ্চলটিকে দৃষ্টিনন্দন করে তোলার জন্য বহু দিন আগে থেকেই এলাকার বাসিন্দারা তাঁর কাছে দাবি জানাচ্ছিলেন। সে জন্যই পার্ক তৈরির উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, “একটি বেসরকারি কলেজের সঙ্গে যৌথ উদ্যোগে কাজি নজরুল ইসলামের নামাঙ্কিত পার্কটি তৈরি করতে উদ্যোগী হয়েছি।”
এ দিকে, ওই জায়গায় এখানে পার্ক তৈরির বিরোধিতা করছেন কংগ্রেসের অপর এক মেয়র পারিষদ গোলাম সরোবর। তাঁর দাবি, “পার্ক তৈরির জন্য এই এলাকাটি ঠিক নয়। ভবিষ্যতে জিটি রোড চওড়া করার প্রয়োজন হলে পার্কটি সেখান থেকে তুলে দিতে হবে।” তিনি বলেন, “ওখানে পার্ক তৈরি মানেই সরকারি টাকার অপব্যবহার। আমি পার্ক নির্মাণ বন্ধ করার জন্য মেয়রকে চিঠি লিখেছি।”আসানসোল পুরসভা সূত্রে জানা গিয়েছে, দিন দু’য়েক আগে মেয়র পারিষদের অধিবেশনে প্রসঙ্গটি উঠলে দুই মেয়র পারিষদের মধ্যে বিবাদ বাধে। সংস্কৃতি দফতরের মেয়র পারিষদ রবিউল ইসলামের কথায়, “যাই বাধা আসুক, পার্ক ওখানে হবেই।” দুই মেয়র পারিষদের কাজিয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি। |
|
|
|
|
|