টুকরো খবর |
নির্দেশ সত্ত্বেও খোলা স্কুল |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সরকারি নির্দেশ ছিল, মঙ্গলবার থেকে সরকারি ও সরকার পোষিত সমস্ত স্কুলে গ্রীষ্মের ছুটি পড়বে। কিন্তু দুর্গাপুরের বহু স্কুল মঙ্গলবার খোলা ছিল। কারণ স্কুলগুলিতে পরীক্ষা চলছিল। তবে বুধবার থেকে সব স্কুলই ছুটি দিয়ে দেওয়া হয়। ব্যতিক্রম বীরভানপুর হাইস্কুল। বুধবার যথারীতি ক্লাস নেওয়া হয়। বৃহস্পতিবারও স্কুল খোলা ছিল। আজ, শুক্রবার থেকে ওই স্কুলে গরমের ছুটি শুরু হল। স্কুলের প্রধান শিক্ষক উৎপল পাঠক জানান, এক শিক্ষিকা মার্চ মাসে অবসর নেন। তাঁর বিদায় অনুষ্ঠান বহু আগে থেকেই বৃহস্পতিবার করা হবে বলে ঠিক ছিল। তাই স্কুল খোলা রাখা হয়।
|
পুকুর কাটা নিয়ে গোলমাল |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
একশো দিনের প্রকল্পে পুকুর কাটাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বারাবনি থানার নুনি গ্রামের বাসিন্দাদের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। বারাবনি ব্লক সূত্রে জানা গিয়েছে, পুকুরটি নুনি পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে পুকুর কাটা হচ্ছিল। নুনি পঞ্চায়েত প্রধান সুনীল বাউরি এ দিন অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালে নুনি গ্রামের দু’দল যুবক দেরিতে পুকুর কাটার অভিযোগ তুলে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন। অবস্থা চরমে পৌঁছয়। পরে পুলিশ গিয়ে অবস্থা সামাল দেয়। কোনও পক্ষই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেনি।
|
মন্দিরে লুঠপাট |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
নিজস্ব চিত্র। |
মন্দিরের তালা ভেঙে লুঠপাট হল আসানসোল দক্ষিণ থানার রামবন্ধু তলাও এলাকায়। বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা দেখেন, মন্দিরের তালা ভাঙা। তাঁরাই পুলিশে খবর দেন। মন্দিরের পুরোহিত ফটিক ভট্টাচার্য পুলিশকে জানান, গয়না, টাকা, বাসন-সহ বহু টাকার সামগ্রী লুঠ হয়েছে।
|
যুবকের ঝুলন্ত দেহ |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর থানার মহিস্কাপুর রোডে একটি বাড়িতে তাঁর দেহ মেলে। পুলিশ জানায়, মৃতের নাম শান্তনু কোনার (২৪)। তিনি একটি বেসরকারি কারখানায় কাজ করতেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কোনও কারণে মানসিক অবসাদ থেকেই বুধবার রাতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন।
|
কোলিয়ারিতে ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
|
খনিতে সুরক্ষার দাবিতে অন্ডালের ছোড়ায় বিক্ষোভ দেখাল আইএনটিটিইউসি। |
ছোড়া ১০ নম্বর কোলিয়ারিতে প্রায় তিন ঘণ্টা পরিবহণ বন্ধ রেখে আইএনটিটিইউসি-র নেতৃত্বে বিক্ষোভ দেখালেন খনিকর্মীরা। তাঁদের দাবি, খনিগর্ভে মুক্ত বায়ু চলাচলের ব্যবস্থা নেই, দুর্বল কয়লার চালে ‘সাপোর্ট’ দেওয়া হচ্ছে না। আগে বছরে এক বার অন্তত জুতো, সুরক্ষাবাতি দেওয়া হত। শেষ ১৮ মাসে তাও মলেনি। ফলে কাজ করা বিপজ্জনক হয়ে উঠেছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
|
বিদ্যুৎ নেই, ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
তিন দিন ধরে বিদ্যুৎ নেই জামুড়িয়ার এবিপীঠ, মিশিরডাঙা, নিউডাঙা এলাকায়। প্রতিকারের দাবিতে শ্রীপুর এরিয়া কার্যালয়ে বেশ কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখান বাসিন্দারা। এরিয়া কর্তৃপক্ষ জানান, যান্ত্রিক গোলমালের কারণেই এমন বিপত্তি। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
|
জয়ী টিএফএ |
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
ভাতৃসঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জয়ী হল টিএফএ। আমবাগান তারকাঁটা মাঠে তারা চেলিডাঙা পল্স ক্লাবকে ৬-১ গোলে হারায়।
|
হারল হোয়াইট |
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
দোমহানি একাদশ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জয়ী হল দোমহানি গ্রিন ক্লাব। তারা দোমহানি হোয়াটকে ২৭ রানে হারায়।
|
কোথায় কী |
বর্ধমান
সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় হোস্টেল চত্বর। সন্ধ্যা ৭ টা।
দুর্গাপুর
চব্বিশ প্রহর উপলক্ষে কীর্তন। ভিড়িঙ্গী গ্রাম। রাত্রি ১০ টা।
স্মার্ট ক্লাসের উদ্বোধন। স্কুল চত্বর। সকাল ১১ টা। উদ্যোগ: নির্জর ডে বোর্ডিং স্কুল।
আসানসোল
যুগনায়ক বিবেকানন্দ পাঠ ও আলোচনা: স্বামী স্বামী বলভদ্রানন্দ। সন্ধ্যা পৌনে সাতটা। রামকৃষ্ণ মিশন আশ্রম।
বারাবনি
দোমহানি প্রিমিয়ার ক্রিকেট লিগ। সকাল ৬ টা। দোমহানি মাঠ। উদ্যোগ: দোমহানি একাদশ। |
|