ওয়াংখেড়েতে নিষিদ্ধ বাদশা |
শাহরুখ কাণ্ড নিয়ে কড়া পদক্ষেপ নিল এমসিএ ম্যানেজিং কমিটি। আজ সাংবাদিক বৈঠকে এমসিএ সভাপতি বিলাসরাও দেশমুখ জানান ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামী ৫ বছরের জন্য প্রবেশ করতে পারবেন না শাহরুখ। এমনকি দর্শক হিসেবেও মাঠে ঢুকতে পারবেন না কিং খান। বিষয়টি নিয়ে বিসিসিআইকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। নাইট-মুম্বই খেলার শেষে বাগবিতন্ডায় জড়ান তিনি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমসিআই আধিকারিকেরাও। তাদের বয়ান অনুযায়ী খারাপ ভাষা ব্যবহার করেছিলেন মদ্যপ নাইটকর্তা। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই, জানালেন রাজীব শুক্লা। এই প্রসঙ্গে মহাকরণে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শাহরুখের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন।
|
শ্লীলতাহানির অভিযোগ, জামিনে মুক্ত অভিযুক্ত ক্রিকেটার |
বেটিং, শাহরুখ কাণ্ডের পর আবার বিতর্কে আইপিএল। এবার ইভটিজিংয়ের অভিযোগ উঠল অস্ট্রেলিয়ার ক্রিকেটার লুক পমার্সব্যাচের বিরুদ্ধে। গতরাতে খেলার পর দিল্লির একটি পাঁচতারা হোটেলে বেঙ্গালুরু রয়াল চ্যালেঞ্জার্সের পার্টি চলছিল বলে জানা গেছে। সেই সময় তিনি এক মার্কিন মহিলার উদ্দেশ্যে কটূক্তি করেন এবং জোর করে তার ঘরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। এরপরেই চাণক্যপুরী থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ঘটনার তদন্ত শুরু করে লুকের বিরুদ্ধে ৩৫৪, ৩২৩, ৪৫৪ ও ৫১১ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। লুককে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। দিল্লির এক হাসপাতালে চিকিত্সা চলছে ওই মহিলার। পাতিয়ালা হাউস কোর্টে অন্তর্বতীকালীন জামিন পেলেন লুক পমার্সব্যাচ। আদালতে মামলা চলাকালীন অজ্ঞান হয়ে যান তিনি। কাল এই মামলার ফের শুনানি হবে বলে জানা গিয়েছে।
|
গ্রেফতারী পরোয়ানা ৩ টলিউড তারকার বিরুদ্ধে |
একটি জনস্বার্থ মামলায় গরহাজিরার জেরে গ্রেফতারী পরোয়ানা জারি হল তিন টলিউড তারকার বিরুদ্ধে। গত ফেব্রুয়ারিতে শিলিগুড়ির একটি ক্লাব চিত্র তারকাদের নিয়ে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করে। ক্লাবের দাবি প্রত্যেক তারকাকে তারা আগাম অর্থ দিয়ে চুক্তিবদ্ধ করেন। কিন্তু ওই ক্রিকেট ম্যাচে অনুপস্থিত ছিলেন যীশু সেনগুপ্ত, হিরণ ও কাঞ্চন মল্লিক। হতাশ ও ক্ষুব্ধ ক্লাব কর্তারা শিলিগুড়ি মহকুমা আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন এই তিন তারকার বিরুদ্ধে। আজ সেই মামলায় গরহাজিরার জেরে এই তিন টলিউড তারকার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করল শিলিগুড়ি মহকুমা আদালত।
|
রিজেন্ট পার্ক এলাকায় খুন |
আজ সকালে রিজেন্ট পার্ক এলাকায় এক নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার করে পুলিশ। বাড়িওয়ালা-ভাড়াটিয়া বিবাদের জেরেই এই খুন হয়েছে প্রাথমিক অনুমান পুলিশের। দীর্ঘদিন ধরে বাড়ি দখলকে কেন্দ্র করে এই বিবাদ চলছিল বলে জানা গিয়েছে। বাড়িওয়ালা বাড়ির একাংশ প্রোমোটারকে বিক্রি করে দিলে সংঘাত চরমে পৌঁছায়। এরপর ওই প্রোমোটারেরই নিযুক্ত নিরাপত্তারক্ষীকে খুন করে ভাড়াটিয়াদের এক আত্মীয়। ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করা হলে গুরুতর জখম হন দীনেশ ঝা নামে ওই নিরাপত্তারক্ষী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আক্রমনকারীকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ।
|
পানিহাটিতে গ্রেফতার ঝাড়খন্ডের দুষ্কৃতি |
আজ পানিহাটিতে গ্রেফতার হয় ঝাড়খন্ডের কুখ্যাত দুষ্কৃতি রঞ্জিত্ সিংহ। খুন, ডাকাতি, তোলাবাজি প্রভৃতি নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই ঝাড়খন্ড পুলিশ খুঁজছিল তাকে। খড়দহ, ব্যারাকপুর ও ঝাড়খন্ড পুলিশের যৌথ অভিযানে আজ সকালে পানিহাটির সুখচর এলাকা থেকে গ্রেফতার করা হয় রঞ্জিত সিংহকে। পানিহাটিতে রামলক্ষ্মী নামে এক মহিলার বাড়িতে আত্মগোপন করেছিল বলে পুলিশ সূত্রের খবর। সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। রামলক্ষ্মীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
|