l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের খেলা
কলকাতা নাইট রাইডার্স
বনাম
বেঙ্গালুরু রয়াল চ্যালেঞ্জার্স
বিস্তারিত স্কোর
চেন্নাই সুপার কিংস
বনাম
কিংস ইলেভেন পঞ্জাব
বিস্তারিত স্কোর
আজকের শিরোনাম...
• চার বছরের কারাদণ্ড বঙ্গারু লক্ষ্ণণের
• গোঘাটে প্রধানশিক্ষককে স্কুলে ঢুকতে বাধা, অভিযুক্ত তৃণমূল
• নোনাডাঙায় ফের উত্তেজনা
বিস্তারিত...
‘তালিবানি শাসন চলছে এ
রাজ্যে’, মমতাকে বিঁধলেন মালা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
রাজ্যে তালিবানি শাসন চলছে বলে অভিযোগ করলেন মহিলা কংগ্রেসের নেত্রী তথা কলকাতা পুরসভার কাউন্সিলর মালা রায়। শুক্রবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সংগঠনের রাজনৈতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ওই কথা বলেন মালা দেবী। তিনি বলেন, “রাজ্যে একটা তালিবানি সরকার চলছে। হাফচটি নেতা শঙ্কুদেব পণ্ডাও হুমকি দিচ্ছে কলেজে চাকরি করলে সিপিএম করা যাবে না। তৃণমূল করা যাবে। একের পর এক ঘটনা ঘটছে। মাজদিয়া, রায়গঞ্জে, ভাঙরে। তৃণমূলের কেউ ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকলে বলা হচ্ছে ছোট ছেলেমেয়ে। তিলক চৌধুরীকেও ছোট ছেলে বলা হচ্ছে। এটা মানা যায় না।” তিনি অভিযোগ করেন, রাজ্যের কোথাও মহিলারা নিরাপদ নয়। সর্বত্র মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। পুলিশ অভিযোগ নিতে চাইছে না। তিনি বলেন, “পার্ক স্ট্রিট ঘটনায় মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে সাজানো ঘটনা। পুলিশ বলছে রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। কালিঘাটে এক মহিলার অভিযোগ পুলিশ নিতে চাইনি। কারণ, তাঁর স্বামীর বাড়ির লোকজন তৃণমূল ঘনিষ্ট।
বিস্তারিত...
রেল প্রকল্পের ‘কৃতিত্ব’ কার,
‘লড়াই’ মুকুল-অভিজিতের
সঞ্জয় সিংহ • কলকাতা
পুরভোটের মুখে বীরভূমের নালহাটির একটি রেল প্রকল্প নিয়ে শাসক জোট শিবিরে বিরোধ তুঙ্গে। যুযধান দু’পক্ষের একদিকে নলহাটির কংগ্রেস বিধায়ক ‘প্রণব-পুত্র’ অভিজিৎ মুখোপাধ্যায়। অন্যদিকে ‘মমতা-ঘনিষ্ঠ’ রেলমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। বিধানসভা ভোটের পর নলহাটি পুরসভার কংগ্রেস চেয়ারম্যান বিপ্লব ওঝা-সহ ৯ জন কমিশনার তৃণমূলে যোগ দেওয়ায় কংগ্রেস-তৃণমূলের সম্পর্ক ‘তিক্ত’ হয়েছিলই। রেল প্রকল্পের শিলান্যাস ঘিরে তা আরও বেড়েছে। ফলে আসন্ন পুরভোটে জোট নিয়ে শাসক শিবিরে প্রশ্ন উঠে গিয়েছে। পুরভোটে কোনও পক্ষই নিজেদের ‘রাজনৈতিক জমি’ যে এক ইঞ্চিও ছাড়তে নারাজ, রেলের অনুষ্ঠান নিয়ে ‘বিতর্ক’ থেকেই সে ইঙ্গিত মিলছে। পুরভোটের মুখে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের জেলা বীরভূমের নলহাটিতে অভিজিৎবাবুকে সামনে রেখে কংগ্রেস যেমন জোটের বড় শরিককে ‘শিক্ষা’ দিতে তৈরি হচ্ছে, তেমনই কংগ্রেসকে পাল্টা ‘প্রত্যাঘাত’ করার জন্য তৈরি হচ্ছে তৃণমূলও। নলহাটি ও রামপুরহাটের মধ্যে করিমপুরে রেল লাইনের উপর একটি ‘রোড ওভারব্রিজ (আরওবি)’ এবং সংলগ্ন রাস্তা তৈরির কাজ অনুমোদন করেছে রেল মন্ত্রক।
বিস্তারিত...
কর্মবিরতি অগ্রাহ্য, সিউড়িতে
বহিষ্কার ১০ আইনজীবীকে
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি
দাবি ছিল এই গরমে আদালতের কাজ সকালে করার। কিন্তু জেলা বিচারক ‘অনড়’। তাই দাবি পূরণের উদ্দেশ্যে চলছিল কর্মবিরতি। কিন্তু কর্মবিরতিকে অগ্রাহ্য করে আদালতে কাজ করার জন্য সিউড়ি বার অ্যাসোসিয়েশন দশ জনকে বহিষ্কার করল। গত ২৪ এপ্রিল থেকে বার অ্যাসোসিয়েশনের এই কর্মবিরতির জেরে আদালতের কাজ এমনিতেই চূড়ান্ত ভাবে ব্যাহত হচ্ছিল। এ দিনের বহিষ্কারের সিদ্ধান্তের জেরে সিউড়ি আদালতের চলতি অচলাবস্থা আরও জটিল আকার নিল বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষ এবং বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, অন্যান্য বেশ কয়েকটি জেলায় এই গরমে সকালে আদালতের কাজ চললেও এই জেলায় তা চালু করতে কী অসুবিধা? সিউড়ি বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২ তারিখ বৈঠক করে সংগঠনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, জেলা বিচারকের কাছে অনুরোধ জানানো হবে গ্রীষ্মের কারণে এই মাসের ২৪ তারিখ থেকে সকালে আদালতের কাজকর্ম শুরু করা হোক। সেই অনুযায়ী ৪ এপ্রিল বিচারকের কাছে আবেদন করা হয়।
বিস্তারিত...
অর্থ-সঙ্কটে বাম-নালিশ বঞ্চনার, খারিজ মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
আর্থিক অনটন মোকাবিলায় বাম-নিয়ন্ত্রিত ঝাড়গ্রামের পুর-কর্তৃপক্ষ আস্ত একটা বাসস্ট্যান্ডের জমিই বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছেন। ঝাড়গ্রাম পুর-কর্তৃপক্ষের দাবি, অর্থের অভাবে পুর-পরিষেবা ব্যাহত হচ্ছে। রাজ্য সরকারের কাছ থেকে চেয়েও টাকা মিলছে না। তাই ওই ১৭২ কাঠা জমি বিক্রি করেই অর্থ-সংস্থানের পরিকল্পনা হয়েছে। পুর-শহরের ২ নম্বর ওয়ার্ডের বলরামডিহির যে মাঠটি পুরসভা বিক্রি করতে চায় সেটি ‘পুর-ময়দান’ নামেই পরিচিত। এখন সেখানে অস্থায়ী ভাবে বাসস্ট্যান্ড করা হয়েছে। ২০০৪ সালে একটি সমবায় ব্যাঙ্কের মাধ্যমে সাড়ে ৩১ লক্ষ টাকা দামে নিলামে ওই জমি কিনেছিল পুরসভা। ওই জমি বিক্রির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন পুরসভার ৪ বিরোধী কাউন্সিলর। জমিটি বিক্রির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য গত সোমবার পুরভবনে বোর্ড অফ কাউন্সিলরস্-এর বৈঠক ডাকা হয়। সেখানে বিরোধী ৪ কাউন্সিলর (তৃণমূলের ৩ এবং কংগ্রেসের ১) জমি বিক্রির ব্যাপারে তীব্র আপত্তি জানান। পুরপ্রধান সিপিএমের প্রদীপ সরকারের অবশ্য বক্তব্য, “টাকা না পেলে কী করব।
বিস্তারিত...
কেশিয়াড়িতে থমকে মার্কেট কমপ্লেক্সের কাজ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
ব্লক সদরে একটি মার্কেট কমপ্লেক্স তৈরির পরিকল্পনা করা হয়েছিল। কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির উদ্যোগে শুরুও হয়েছিল কাজ। কিন্তু তা সম্পূর্ণ হয়নি। যে-ক’টি দোকানঘর তৈরি হয়েছিল, তার বেশিরভাগই এখন বেহাল। দেওয়াল থেকে পলেস্তারা খসছে। অথচ পরিকল্পনা মাফিক কাজ হলে অনেক বেকার যুবকের রোজগারের বন্দোবস্ত হত। যাঁদের অস্থায়ী দোকান রয়েছে, তাঁদের একাংশও স্থায়ী দোকান পেতে পারতেন। কেশিয়াড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি তপন দাস বলেন, “মার্কেট কমপ্লেক্স হলে ভালই হত। যাঁদের অস্থায়ী দোকান রয়েছে, তাঁদের একাংশ স্থায়ী দোকান পেতে পেতেন। তা আর হল কই!” তাঁর কথায়, “বিষয়টি নিয়ে আগে বহুবার বিডিও অফিসে দরবার করেছি। কাজ শুরুর দাবি জানিয়েছি। প্রতিবারই কর্তৃপক্ষের তরফে শুধু আশ্বাসই মিলেছে।” কেন মাঝপথে কাজ বন্ধ হয়েছে, সেই সম্পর্কে খোঁজখবর নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য।
বিস্তারিত...
অন্ডালে বিমাননগরীর কাজে বাধা বাসিন্দাদের
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল
নির্মীয়মাণ বিমাননগরীর কাজে ফের বাধা দিলেন কিছু স্থানীয় বাসিন্দা। শুক্রবার সকালে অন্ডালের তামলা মৌজায় একটি ‘সাইট অফিস’ তৈরির কাজ বন্ধ হয়ে যায় এলাকার শ’খানেক বাসিন্দার বিক্ষোভে। বর্ধমানের অন্ডালে প্রায় ২২০০ একর জমিতে গড়ে উঠছে এই বিমাননগরী। নির্মাণের দায়িত্বে রয়েছে বেঙ্গল এরোট্রোপলিস সংস্থা। এই প্রকল্পের নির্মাণ সহযোগী সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল। এর আগেও নানা দাবিতে বিমাননগরীর কাজে বাধা দিয়েছেন স্থানীয় জমি মালিকেরা। প্রকল্পের সিংহভাগ কাজ অবশ্য হয়ে গিয়েছে। তামলায় বিমাননগরীর ‘সাইট অফিস’ তৈরির কাজ চলছে। এ দিন সকাল ৯টা নাগাদ স্থানীয় কিছু বাসিন্দা তাতে বাধা দেন। শেষে সাইট অফিস তৈরির কাজ বন্ধ করে দিতে বাধ্য হন কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, প্রকল্পের জন্য জমি দেওয়ার সময়ে নির্মাণকারী সংস্থার তরফে তাঁদের বলা হয়েছিল, জমির দামের পাশাপাশি এক থেকে ছয় একর জমির মালিকদের পুনর্বাসন বাবদ প্রকল্প এলাকার আশপাশেই একর পিছু এক কাঠা করে বিকল্প জমি দেওয়া হবে।
বিস্তারিত...
জরিমানা হল প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতির
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে ২৫ হাজার টাকা জরিমানা করল রাজ্য তথ্য কমিশন। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্ট এবং তথ্য কমিশনারের নির্দেশ সত্ত্বেও চাকরি প্রার্থীর আবেদনের ভিত্তিতে তথ্য না দেওয়াতেই এই নির্দেশ। রাজ্য তথ্য কমিশনার কে জন কোশি সম্প্রতি এক নির্দেশে জানিয়েছেন, জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের সভাপতিকে প্রতি মাসের সাত তারিখের মধ্যে ট্রেজারিতে ৫০০০ টাকা করে জমা দিতে হবে। শিক্ষা সংসদের সভাপতি স্বপনকুমার ঘোষ এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ করার জন্য ২০০৬ সালে বিজ্ঞপ্তি বের করে বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সেই পরীক্ষা হয় ২০০৯ সালে। ফল বেরোয় ২০১০-এর ২৫ জানুয়ারি। তথ্য জানার অধিকার আইনে ওই বছরেরই ১৩ মার্চ কেতুগ্রাম থানার আমগোড়িয়ার বাসিন্দা উত্তমকুমার রায় জেলা সংসদ সভাপতির কাছে কিছু প্রশ্ন রেখে আবেদন করেন। আইন অনুযায়ী ১৫ দিনের মধ্যে উত্তর না পেয়ে ফের ওই বছরের ১৩ এপ্রিল আবেদন করেন উত্তমবাবু।
বিস্তারিত...
টাকা না-দিলে খুন করবে,
পরিবারকে ফোন ইঞ্জিনিয়ারের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও হলদিয়া
বারাসতে ব্যবসায়ীর স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণ। আর হাওড়ায় অপহৃত এক ব্যবসায়ী-ইঞ্জিনিয়ার নিজেই। মুক্তিপণ দিয়ে মেয়েকে ফিরিয়ে এনেছে বারাসতের ব্যবসায়ী পরিবার। কিন্তু হাওড়া থেকে তরুণ ইঞ্জিনিয়ারকে ‘অপহরণ’ করা হয়েছে বলে অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টা পরেও পুলিশ কার্যত অন্ধকারে। তবে অপহরণকারীরা মুক্তিপণ চায় বলে ওই ইঞ্জিনিয়ারই তাঁর পরিবারকে ফোনে জানিয়েছেন। এবং বলেছেন, টাকা না-দিলে অপহরণকারীরা তাঁকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। পুলিশ জানায়, অপহৃত ইঞ্জিনিয়ারের নাম অমরেশ মান্না। আদতে হলদিয়ার বাসিন্দা অমরেশ দীর্ঘদিন ধরে হাওড়া চ্যাটার্জিহাট থানার ঠাকুর রামকৃষ্ণ লেনে একটি বাড়িতে ‘পেয়িং গেস্ট’ হিসেবে থাকতেন। বছর দুয়েক আগে অমিত পাণ্ডে নামে এক যুবকের সঙ্গে ‘ফিউচার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট’ নামে একটি সংস্থা খোলেন তিনি। অমিতের বাড়ি বাঁকুড়ায়। তিনিও শিবপুরের মন্দিরতলায় একটি ভাড়াবাড়িতে থাকতেন।
বিস্তারিত...
এক নজরে
পুলিশের মোটরবাইকে চেপে বর এলেন ছাদনাতলায়
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
রাজীব আবাসের অধীন
শিলিগুড়ি-জলপাইগুড়ি
হিন্দিভাষী দুঃস্থদের
জন্য কমিটি
দক্ষিণবঙ্গ
বারাসতে মুক্তিপণ দিয়েই
মেয়েকে পেলেন বাবা-মা
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে
অচলাবস্থা আমতার স্কুলে
বর্ধমান
জরিমানা হল প্রাথমিক
শিক্ষা সংসদ সভাপতির
‘তালিকা ধরে’ কাজ
হয়েছে, নিশ্চিন্ত নেতা
পুরুলিয়া
কম মজুরি মেলার
অভিযোগ শ্রমিকদের
গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে
৩৮ লক্ষ টাকা লুঠ
মুর্শিদাবাদ
আয় বাড়াতে ফি
বাড়ল, ক্ষোভ
নাবালিকার কান্নায়
ফেরানো হল হোমে
মেদিনীপুর
জোট বাঁধা নিয়ে এখনও
দোলাচলে কংগ্রেস-তৃণমূল
রেলের জমিতে আশ্রম
ভাঙতে নোটিস খড়্গপুরে
কলকাতা
৩৫.৬/২৭.০
আজকের দিনে
আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবস।
•
১৯৯৮:
ক্রিকেটার
রমাকান্ত দেশাইয়ের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.