|
|
|
|
পাঁশকুড়া, হলদিয়ায় পুরভোট |
জোট বাঁধা নিয়ে এখনও দোলাচলে কংগ্রেস-তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হচ্ছে আগামী সোমবার, ৩০ এপ্রিল থেকে। কিন্তু এখনও পূর্ব মেদিনীপুরের হলদিয়া ও পাঁশকুড়ার পুর-নির্বাচনে জোট বেঁধে লড়বেন কি না স্থির করে উঠতে পারেননি তৃণমূল ও কংগ্রেস নেতৃত্ব। পাঁশকুড়ায় দু’দলের মধ্যে আসন নিয়ে দরাদরি চলছে। আর হলদিয়ায় তাঁরা একক ভাবেই লড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের জেলা স্তরের নেতারা। ডামাডোলের মাঝে পড়ে চূড়ান্ত প্রার্থী-তালিকা প্রকাশ করতে পারেনি কোনও দলই। উল্টো দিকে জোটের রাজনীতিতে এখনও এগিয়ে বামেরা। দুই পুরসভাতেই শরিক দলগুলির মধ্যে আসন রফা সেরে ফেলেছে তারা।
রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল-কংগ্রেস জোট পূর্ব মেদিনীপুরের দুই পুরসভার ভোটেই যৌথ ভাবে লড়ার ব্যাপারে দোলাচলে রয়েছে। পাঁশকুড়া পুরসভায় গত বার শরিক কংগ্রেসকে চারটি আসন ছাড়লেও এ বার তিনটি আসন ছাড়বে বলেছে তৃণমূল। স্বভাবতই কংগ্রেস নেতৃত্ব এতে রাজি হননি। জেলা কংগ্রেস সভাপতি অসিত পাল বলেন, “গত বার প্রথমে ৫টি আসন ছাড়বে বলে ঠিক করেও তৃণমূল একটি আসন অতিরিক্ত চেয়ে নেয়। আর এ বার ওরা মাত্র তিনটি আসন ছাড়বে বলেছে। এই নিয়ে দলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাই জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।” পাঁশকুড়া পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে প্রথম পর্যায়ে ১০টি আসনের প্রার্থী ঠিক করেছে তৃণমূল। বাকি ৭টি আসনের মধ্যে তিনটি কংগ্রেসকে ছাড়বে বলে ঠিক করলেও অন্য ৪টি আসনে প্রার্থী স্থির করে উঠতে পারেনি নিজেরাই। তাই আনুষ্ঠানিক ভাবে প্রার্থী তালিকা প্রকাশও করেনি তারা।
অন্য দিকে, এ বার সিপিএমকে হারিয়ে হলদিয়া পুরসভার দখল নিতে মরিয়া তৃণমূল। কারণ সিপিএম নেতা লক্ষ্মণ শেঠের ‘শেষ দুর্গ’ হিসাবে এখনও এই পুরসভার চেয়ারম্যান তাঁর স্ত্রী তমালিকা পণ্ডা শেঠ। নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে লক্ষ্মণ শেঠ-সহ জেলার তিন সিপিএম নেতার গ্রেফতার নিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। গত বার হলদিয়ায় কংগ্রেসকে চারটি আসন ছেড়েছিল তৃণমূল। এ বার কংগ্রেস নেতৃত্ব ৮টি আসন চেয়েছেযাতে রাজি হয়নি তৃণমূল। কংগ্রেস কর্মী-সমর্থকদের অধিকাংশ তাঁদের দলে যোগ দিয়েছেন দাবি করে জেলা তৃণমূল সাধারণ সম্পাদক মামুদ হোসেন বলেন, “পাঁশকুড়া ও হলদিয়া পুরসভায় যৌথ ভাবে লড়াইয়ের জন্য আলোচনা চলছে। তবে, হলদিয়া পুরসভায় আমাদের তরফে সমস্ত আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি
নেওয়া হচ্ছে।”
অন্য দিকে, হলদিয়া ও পাঁশকুড়া পুরসভায় বামেদের আসন সমঝোতা হয়ে গিয়েছে। হলদিয়া পুরসভার ২, ৪, ১০, ১৮ নম্বর ওয়ার্ডে সিপিআই প্রার্থী দেবে। বাকি আসনে প্রার্থী দেবে সিপিএম। পাঁশকুড়া পুরসভায় এ বার সিপিএম ১১টি, সিপিআই ৫টি ও একটি আসনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেবে বলে সিদ্ধান্ত হয়েছে। |
|
|
|
|
|