উত্তরবঙ্গ |
মারধরের
প্রতিবাদে ধর্মঘট |
নিজস্ব সংবাদদাতা, মেখলিগঞ্জ: ভাড়া নিয়ে বিবাদের জেরে ছাত্র ব্লকের নেতারা সংগঠনের তিন সদস্যকে মারধর করেছেন বলে অভিযোগ তুলে মেখলিগঞ্জে পরিবহণ ধমর্ঘট করল ইনটাক। শুক্রবার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মেখলিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়। দিনভর নাকাল হন এলাকার বাসিন্দা ও নিত্যযাত্রীরা। দুর্ভোগে পড়েন স্নাতক স্তরের পরীক্ষার্থীরাও। |
|
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: দল বিরোধী কাজের অভিযোগে তুফানগঞ্জের নাটাবাড়ি অঞ্চল কমিটির এক নেতাকে বহিস্কার করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার তুফানগঞ্জ ব্লক তৃণমূল নেতৃত্ব ওই বহিস্কারের সিদ্ধান্ত ঘোষণা করেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, ওই নেতার নাম হেমেন সরকার। তাঁর বিরুদ্ধে তোলাবাজিতে মদত দেওয়া, বেআইনি ভাবে রাস্তার ধারের গাছ কাটা। |
বহিষ্কৃত
তৃণমূল নেতা |
|
পুলিশ-কর্মীর নামে নালিশ |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
‘তালিবানি শাসন চলছে এ রাজ্যে’ |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: রাজ্যে তালিবানি শাসন চলছে বলে অভিযোগ করলেন মহিলা কংগ্রেসের নেত্রী তথা কলকাতা পুরসভার কাউন্সিলর মালা রায়। শুক্রবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সংগঠনের রাজনৈতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ওই কথা বলেন মালা দেবী। তিনি বলেন, “রাজ্যে একটা তালিবানি সরকার চলছে। হাফচটি নেতা শঙ্কুদেব পণ্ডাও হুমকি দিচ্ছে কলেজে চাকরি করলে সিপিএম করা যাবে না। |
|
রাজা বন্দ্যোপাধ্যায়, মানিকগঞ্জ: জওয়ানদের বিরুদ্ধে অভিযোগের তদন্তে নেমে অভিযোগকারীর বক্তব্যে অসঙ্গতি পেলেন তদন্তকারী অফিসারেরা। বিএসএফের উচ্চ পর্যায়ের অফিসাররা তো বটেই, পুলিশের তদন্তকারী দলেরও সন্দেহ, কোনও বিশেষ উদ্দেশ্য নিয়েই ভিত্তিহীন অভিযোগ তুলে বিএসএফের এক জওয়ান ও সিপাইয়ের নামে অভিযোগ তোলা হয়েছে। |
অত্যাচারের
অভিযোগ অসত্য |
|
রাজীব আবাসের অধীন শিলিগুড়ি-জলপাইগুড়ি |
|
মিরিকে আগুনে পুড়ে
মৃত্যু হল ৬ ভাইবোনের |
হিন্দিভাষী দুঃস্থদের
জন্য কমিটি |
|
পাইলট কারে জখম, নালিশ |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|