স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ‘পাইলট কার’-এর ধাক্কায় এক প্রৌঢ়া জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে শিলিগুড়ির মাটিগাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। শিবমন্দির এলাকায় দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে কথা বলে শিলিগুড়ি জেলা হাসপাতাল পরিদর্শনে যাচ্ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সে সময় ঘটনাটি ঘটেছে। এর পরেই কাল বিলম্ব না করে ওই পাইলট কারেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মহিলাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চন্দ্রিমাদেবী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জখম মহিলার নাম তুলোরানি বর্মন। ষাটোর্ধ্ব ওই মহিলার বাড়ি মাটিগাড়ার চামটা বস্তিতে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মহিলা এক হাতে ছাতা অন্য হাতে আইসক্রিম নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সে সময় দুর্ঘটনা ঘটে। জখম হয়ে তিনি পাইলট কারের সামনে পড়ে যান। উল্টো দিক থেকে আসা অন্য একটি গাড়ি ধাক্কাতেই তিনি জখম হন। যাওয়ার পথে তা দেখে পাইলট কারকে থামতে বলা হয়। জখম মহিলাকে পাইলট কারের করে হাসপাতালে পাঠাই।” প্রত্যক্ষদর্শীদের কয়েকজন অবশ্য জানিয়েছেন, মন্ত্রীর কনভয়ে থাকা পাইলট কারের ধাক্কাতেই ওই মহিলা জখম হয়েছেন। মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে পরিবারের লোককে খবর দেওয়া হয়। মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁর মাথায় এবং বুকে গুরুতর চোট রয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। সিটি স্ক্যান করানো হয়েছে। নার্ভের চিকিৎসকও দেখে গিয়েছেন। আইটিইউতে তাঁকে ভর্তি করানো হয়েছে। এ দিন ওই মহিলার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “জখম মহিলার চিকিৎসা চলছে। প্রয়োজনে বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনার কথাও হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে।” দলীয় কার্যালয় থেকে ফেরার সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সঙ্গে তৃণমূল মহিলা কংগ্রেসের স্থানীয় নেত্রীদের কয়েকজন ছিলেন। তাঁদের দাবি, মন্ত্রীর কনভয়ের কোনও গাড়ি মহিলাকে ধাক্কা দেয়নি। খাপরাইলমোড় পেরিয়ে শিলিগুড়ির যাওয়ার পথে মাটিগাড়য় রাস্তায় মহিলাকে পড়ে থাকতে দেখে মন্ত্রী গাড়ি দাঁড় করান। |