৬ শুচিতা বা নির্মলতা।
৭ সাতটি জল-ভরা বাটিতে কাঠির
আঘাতে সুর তোলা হয় এমন বাদ্যযন্ত্র।
৯ পুরাণে বর্ণিত সপ্তপাতালের নিম্নতমটি।
১০ পরের হাতে যাওয়া।
১১ জ্যোতির্বিজ্ঞানের গ্রন্থ।
১২ এটি বাঁধা মানে দৃঢ় সংকল্প করা।
১৩ নাটক ইত্যাদি অভিনয়ের জায়গা।
১৪ আসা-যাওয়া।
১৬ প্রতিবাদীর সাক্ষী।
১৮ শারদীয় দুর্গাপূজার অব্যবহিত
পূর্ববর্তী অমাবস্যাতিথি।
২০ পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ।
২১ অজ্ঞানজনিত ভ্রান্তি।
২৩ মঙ্গল ও অমঙ্গল।
২৫ শ্রাদ্ধের জন্য তিল ও
যৎসামান্য সোনা।
২৭ ক্ষত্রিয়ের পালনীয় কর্ম।
২৯ কোনও কারণবিহীন।
৩১ মেরুদণ্ড, শিরদাঁড়া।
৩২ নিজেই অভিভূত।
৩৪ মুদ্রাদির বিশুদ্ধতা পরীক্ষক।
৩৫ কলুষ, পাপের অভাব।
৩৬ কর্তব্যে সচেতনতা।
৩৭ জমিদারের কার্যালয়। |
|
১ আখ বা খেজুরের জ্বাল
দেওয়া গরম ঘন রস।
২ মানুষের দাঁতের উপরে দাঁত।
৩ রামায়ণের গুহকচণ্ডালের নগর।
৪ দক্ষিণ ভারতের সুবিখ্যাত
ধ্রুপদী নৃত্যশৈলী।
৫ ক্লান্তি দূর হয়েছে এমন।
৬ আশাজনক আরম্ভ।
৮ গাছের গায়ের গর্ত।
১৫ জাতকের কাহিনি অবলম্বনে
অবনীন্দ্রনাথের ছোটদের জন্য লেখা।
১৬ অন্তর উদারময়।
১৭ ক্ষীর ও ছানার তৈরি চ্যাপ্টা
আকারের রসপূর্ণ মিষ্টান্ন।
১৯ ঢেউ বা প্রবাহ।
২০ লাল আভা যুক্ত।
২২ ক্ষমা, সহিষ্ণুতা।
২৪ অন্নবস্ত্রাদি জুগিয়ে প্রতিপালন।
২৬ যুদ্ধে জিততে সর্বাগ্রে যা
বিসর্জন দিতে হবে।
২৮ কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক
যেখানে বৌদ্ধমন্দির নির্মাণ করান।
৩০ শিল্পনৈপুণ্য, নকশা।
৩১ রাজস্ব প্রদানকারী।
৩২ উপাসনা, পূজা।
৩৩ অপকার বা ক্ষতি। |