l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• দিল্লিতে কারাটের সঙ্গে দেখা করলেন অখিলেশ যাদব
• মধ্যপ্রদেশে আইপিএস খুনে সিবিআই তদন্তের নির্দেশ
বিস্তারিত...
ধারা নিয়ে আইনমন্ত্রীর মন্তব্যে বিতর্ক
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
দুই সিপিএম নেতা হত্যার ঘটনায় পুলিশের ‘অনিচ্ছাকৃত খুনের’ মামলা দায়ের করা উচিত ছিল বলে মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। প্রত্যাশিত ভাবেই আইনমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বর্ধমান জেলা সিপিএম নেতৃত্ব। তাঁদের অভিযোগ, তদন্তকে ‘প্রভাবিত’ করতেই আইনমন্ত্রী এমন মন্তব্য করেছেন। গত ২২ ফেব্রুয়ারি সকালে বর্ধমানের উপকণ্ঠে দেওয়ানদিঘিতে খুন হন প্রাক্তন সিপিএম বিধায়ক প্রদীপ তা এবং দলের জেলা কমিটির সদস্য কমল গায়েন। রবিবার রাতে বর্ধমান স্টেশন থেকে মন্টু ঘোষ ও নবকুমার রায় নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে সিআইডি। এই নিয়ে জোড়া খুনে গ্রেফতার হলেন ৬ জন। ঘটনার পরে নিহত প্রদীপবাবুর ভাই যে ২২ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন, ধৃত মন্টু ও নবকুমার তাঁদের অন্যতম।
বিস্তারিত...
নিহত বধূ কাদের সমর্থক,
চাপান-উতোর তিন দলের
নিজস্ব সংবাদদাতা • মালদহ
মোবাইল চুরি নিয়ে বিবাদের জেরে পেটে গরম লোহার রড ঢুকিয়ে এক বধূকে খুন করার অভিযোগ উঠেছে মালদহের চাঁচলে। ঘটনায় জড়িত অভিযোগে এক সিপিএম নেতা এবং তাঁর দাদাকে ধরেছে পুলিশ। আর তার পরেই নিহত বধূর পরিবার কাদের সমর্থক তা নিয়ে চাপান-উতোর বেধেছে কংগ্রেস, তৃণমূল এবং সিপিএমে। যদিও কাঞ্চন মালো নামে ওই বধূর স্বামী তপন মালোর বক্তব্য, তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। এমনকী, খুনটিও রাজনৈতিক কারণে হয়নি। মোবাইল চুরি নিয়ে বিবাদের জেরে শুক্রবার রাতে চাঁচলের গোবিন্দপাড়া গ্রামে পড়শি এক যুবক শুভ মালো কাঞ্চনদেবীর (৪৫) পেটে গরম লোহার রড ঢুকিয়ে দেন বলে অভিযোগ। রবিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান বধূটি। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুভর কাকা তথা সিপিএমের মালতীপুর লোকাল কমিটির সদস্য বিজয় মালো এবং শুভর বাবা সাকরাতু মালোকে রবিবারই গ্রেফতার করে পুলিশ।
বিস্তারিত...
বাড়ি ফিরেও ঘুমের মধ্যে চিৎকার করছে দীপঙ্কর
নিজস্ব সংবাদদাতা • হাবরা
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পুরো সময়টাই হাসপাতালে শুয়ে কেটেছে দীপঙ্করের। বাড়ি ফিরেও দিন কাটছে না স্বস্তিতে। ওই ছাত্রের উপরে হামলায় জড়িত অভিযোগে রবিবার রাতেও গ্রেফতার হয়েছে এক জন। কিন্তু আতঙ্ক কাটেনি দীপঙ্করের। বাড়ির বাইরে বেরোলে দীপঙ্করের উপরে ফের হামলা হতে পারে বলে আশঙ্কা করছে তার পরিবারও। গত ২৬ ফেব্রুয়ারি হাবরা স্টেশনে দীপঙ্কর মিস্ত্রিকে মারধর করে কয়েকজন তোলাবাজ। পরে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে রেলকলোনির একটি ক্লাবে আটকে রেখে ফের মারধর করা হয় ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে। পরীক্ষা দেওয়া হয়নি তার। সপ্তাহ দু’য়েক হাসপাতালে কাটিয়ে গত বুধবার বাড়ি ফিরেছে দীপঙ্কর। এখনও প্রায় সর্বক্ষণই শুয়ে বিছানায়। মাথায় যন্ত্রণা কমেনি। পায়ের ব্যথাও সারেনি। দীপঙ্করের মাসি পুতুল মালঙ্গী বললেন, “ঘুমের মধ্যে মাঝে মাঝেই আতঙ্কে চিৎকার করে উঠে বসছে বিছানায়। ভাল ছেলেটার কী যে হয়ে গেল! পরীক্ষাটাও দিতে পারল না।”
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
পঞ্চায়েত ভোটে প্রার্থী
বাছাই শুরুর নির্দেশ তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
আগামী বছর পঞ্চায়েত ভোটে হাওড়া জেলায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ‘কঠোর’ হচ্ছে তৃণমূল। দলের তরফ থেকে ইতিমধ্যেই কারা প্রার্থী হতে পারবেন সে বিষয়ে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশিকা মোতাবেক, দুর্নীতির অভিযোগ উঠেছে এমন কাউকে প্রার্থী করা যাবে না। তা ছাড়া, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ নেই বা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন, এমন কেউও প্রার্থী হতে পারবেন না। ঠিক সময়ে অনুষ্ঠিত হলে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে দেরি আছে অন্তত এক বছর। কিন্তু এখন থেকেই হাওড়া জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। তারই প্রস্তুতি হিসাবে জেলার ১৫৭টি পঞ্চায়েতের প্রতিটি সংসদে প্রার্থী নির্বাচনের কাজ সেরে ফেলার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে রাজ্য চালালেও প্রতিটি সংসদে প্রার্থী বাছাই করার কথা ভাবছে কেন তৃণমূল? তবে কি পঞ্চায়েত ভোটে কংগ্রেসের সঙ্গে জোট হবে না ধরে নিয়েই এগোচ্ছে তৃণমূল শিবির? হাওড়া জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায় বলেন, “কংগ্রেসের সঙ্গে যদি জোট অটুট থাকে, তা হলে দলীয় নির্দেশ মেনে প্রার্থী তুলে নেওয়া হবে। কিন্তু জোট না-হলেও যাতে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে সমস্যা না-হয় সেই জন্যই আমরা আগাম প্রস্তুতি নিয়ে রাখছি।”
বিস্তারিত...
তৃণমূল নেতা খুনে সিআইডি তদন্তের দাবি
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম
নিহত তৃণমূল নেতা কৃপাসিন্ধু সাহা খুনের ঘটনায় জড়িতদের এখনও ধরতে পারেনি পুলিশ। তাই ওই ঘটনার তদন্তের দায়িত্ব সিআইডি-র হাতে তুলে দেওয়ার দাবি জানালেন কেতুগ্রামের কান্দরার কিছু বাসিন্দা। এই দাবিতে কেতুগ্রাম ১ ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন তাঁরা। গ্রামবাসীর সঙ্গে সোমবার উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি রত্নাকর দে-ও। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কৃপাসিন্ধু সাহা রত্নাকরবাবুর ‘অনুগামী’ ছিলেন। অন্য দিকে, ওই খুনের মামলায় অভিযুক্ত হারা শেখ এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। তাই বিডিও-র সঙ্গে এ দিনের বৈঠকে রত্নাকরবাবুর উপস্থিতি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল বলে মনে করছে রাজনৈতিক মহল। গত ৩১ ডিসেম্বর কান্দরার কাছে একটি গ্রামে সেচখালের ধারে পিটিয়ে, গুলি করে খুন করা হয় তৃণমূলের কেতুগ্রাম ১ ব্লকের নেতা কৃপাসিন্ধুবাবুকে। ঘটনার প্রত্যক্ষদর্শী তারাশঙ্কর পণ্ডিত দলেরই কার্যকরী সভাপতি হারা শেখ ছাড়াও আসাদুল্লা শেখ ও চাঁদ শেখের নামে অভিযোগ দায়ের করেন।
বিস্তারিত...
জলের পাইপ লাইনের উপর রাস্তা তৈরি
মহেন্দ্র জেনা • বোলপুর
পানীয় জলের পাইপ লাইনের উপর দিয়ে জাতীয় সড়ক তৈরির কাজ না করার আর্জি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন বোলপুরের বাসিন্দারা। বর্ধমান জেলার গুসকরা স্কুল মোড় থেকে বীরভূমের শ্রীনিকেতন মোড় পর্যন্ত জাতীয় সড়ক (২বি) তৈরির কাজ চলছে। বোলপুর এলাকায় জল সরবরাহের ৭০০ মিটার পাইপ লাইনের উপর দিয়ে ওই সড়ক তৈরি হওয়ার কথা। এর ফলে পাইপলাইনের জল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। সম্প্রতি বর্ধমান জেলার গুসকরা স্কুল মোড় থেকে বীরভূমের শ্রীনিকেতন মোড় পর্যন্ত জাতীয় সড়কের কাজ চলছে। এ জন্য বোলপুরের রাইপুর-সুপুর গ্রাম পঞ্চায়েতের সুপুর গ্রামের কাছে জলের পাইপ লাইনের একটা অংশ জাতীয় সড়কের নীচে চলে যাচ্ছে। ফলে কোনও সময়ে জলের পাইপ লাইনে ত্রুটি দেখা গেলে তা প্রথমত চিহ্নিত করা ও পরে মেরামত করা সমস্যা হয়ে পড়বে। ফলে বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বিঘ্নিত হবে।
বিস্তারিত...
কাল নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
আগামিকাল, বুধবার নন্দীগ্রামে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন ১৪ মার্চ, নন্দীগ্রাম-কাণ্ডের বর্ষপূর্তি। ২০০৭ সালের এই দিনেই নন্দীগ্রামে পুলিশের গুলিচালনার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। তাঁদের স্মৃতিতে প্রতি ১৪ মার্চ শ্রদ্ধাজ্ঞাপন করে তৃণমূল। বিরোধী নেত্রী হিসেবে বরাবর ‘নন্দীগ্রাম-দিবস’ পালন করেছেন মমতা। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম নন্দীগ্রামে যাচ্ছেন তিনি। সেখানে শহিদদের শ্রদ্ধা জানাবেন। সরকারি ভাবেও এ বছর থেকে প্রতি ব্লকে এই দিনে ‘কৃষক-দিবস’ পালিত হবে বলে সোমবার জানান মুখ্যমন্ত্রী। তবে সোমবার সকাল পর্যন্ত ঠিক ছিল, মমতা নন্দীগ্রামে যাচ্ছেন না। রবিবার দলের তরফেও জানানো হয়, ‘পূর্বনির্ধারিত ব্যক্তিগত কাজ’ থাকায় মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে যাবেন না। বদলে সেখানে যাবেন দলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ কথা জানার পরে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়, উত্তরপ্রদেশ ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যই কি মমতা নন্দীগ্রামে যাচ্ছেন না? তৃণমূল নেতাদের একাংশও দলনেত্রীকে বোঝাতে চেষ্টা করেন, গত ডিসেম্বরে মাতৃবিয়োগের জন্য সিঙ্গুরে তাপসী মালিকের মৃত্যুবার্ষিকীতে তিনি উপস্থিত থাকতে পারেননি।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
আন্দোলন, ধর্মঘটের
হুমকি বাস মালিকদের
তিস্তা খালে জল
নেই, সঙ্কট বোরোয়
দক্ষিণবঙ্গ
বনগাঁর দীনবন্ধু কলেজে
জিতল টিএমসিপি
লুকিয়ে দ্বিতীয় বার
বিয়ে, ধৃত আইনজীবী
বর্ধমান
গলসিতে তৃণমূল কর্মীদের
‘মার’, অভিযুক্ত সিপিএম
ধান কিনতে
শিবির বারাবনিতে
পুরুলিয়া
ব্যবসায়ীর বাড়িতে
হামলা, মারধর
দিনেদুপুরে ডাকাতি
বাঁকুড়া শহরে
মুর্শিদাবাদ
মাদক ব্যবসায় জড়িত
সন্দেহে ধৃত সিপিএম নেতা
রাতভর আবির খেলা,
উৎসবে মেতেছে হিলোড়া
মেদিনীপুর
ছাত্র সংসদে ভোট
হবে ৬৫টি আসনে
দাঁতনে আক্রান্ত এ
বার কংগ্রেসকর্মী
কলকাতা
৩৪.৩/২০.২
আজকের দিনে
• ১৯৯৭:
মাদার টেরিজার পরভারতে ‘মিশনারিজ অফ চ্যারিটিজ’-এর দায়িত্ব পেলেন সিস্টার নির্মলা।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না।
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.