|
|
|
|
কাল নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগামিকাল, বুধবার নন্দীগ্রামে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন ১৪ মার্চ, নন্দীগ্রাম-কাণ্ডের বর্ষপূর্তি। ২০০৭ সালের এই দিনেই নন্দীগ্রামে পুলিশের গুলিচালনার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। তাঁদের স্মৃতিতে প্রতি ১৪ মার্চ শ্রদ্ধাজ্ঞাপন করে তৃণমূল। বিরোধী নেত্রী হিসেবে বরাবর ‘নন্দীগ্রাম-দিবস’ পালন করেছেন মমতা। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম নন্দীগ্রামে যাচ্ছেন তিনি। সেখানে শহিদদের শ্রদ্ধা জানাবেন। সরকারি ভাবেও এ বছর থেকে প্রতি ব্লকে এই দিনে ‘কৃষক-দিবস’ পালিত হবে বলে সোমবার জানান মুখ্যমন্ত্রী।
তবে সোমবার সকাল পর্যন্ত ঠিক ছিল, মমতা নন্দীগ্রামে যাচ্ছেন না। রবিবার দলের তরফেও জানানো হয়, ‘পূর্বনির্ধারিত ব্যক্তিগত কাজ’ থাকায় মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে যাবেন না। বদলে সেখানে যাবেন দলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ কথা জানার পরে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়, উত্তরপ্রদেশ ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যই কি মমতা নন্দীগ্রামে যাচ্ছেন না? তৃণমূল নেতাদের একাংশও দলনেত্রীকে বোঝাতে চেষ্টা করেন, গত ডিসেম্বরে মাতৃবিয়োগের জন্য সিঙ্গুরে তাপসী মালিকের মৃত্যুবার্ষিকীতে তিনি উপস্থিত থাকতে পারেননি। সিঙ্গুরের পরে এ বার নন্দীগ্রামেও তিনি না গেলে তা ভাল ‘বার্তা’ দেবে না। কারণ সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন দিয়েই মমতার ‘রাজনৈতিক পুনরুত্থান’ ঘটেছিল।
এ দিন বিকেলে মমতা মহাকরণে বলেন, “মা মারা যাওয়ায় গত ১৮ ডিসেম্বর সিঙ্গুরে তাপসী মালিকের মৃত্যুদিনে যেতে পারিনি। ১৪ মার্চ নন্দীগ্রামে যাব। দলগত ভাবে ওই দিন শহিদদের শ্রদ্ধা জানানো হবে। এ বার থেকে সরকারি ভাবেও ব্লকে ব্লকে দিনটাকে কৃষক দিবস হিসেবে পালন করব। কারণ, কৃষকরা আমাদের গৌরব। কৃষি আমাদের সম্পদ।” নন্দীগ্রামের মানুষের কাছে তাঁর প্রতিশ্রুতি, “এ বছর ছোট করে দিনটা পালন করব। আগামী বছর থেকে আরও বড় করে পালন হবে।” কাল শুরু উচ্চ মাধ্যমিক। পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয়, তা মাথায় রেখে ‘কৃষক দিবস’ পালনের নির্দেশ দেন মমতা। বলেন, “মাঠে ত্রিপল-খাটিয়ে কৃষক দিবস পালন হবে। পরীক্ষা শেষ হলে স্মরণসভা শুরু হবে। মাইক বাজবে না।” বুধবার বিধানসভাতেও শহিদ তর্পণের ব্যবস্থা হচ্ছে। সে জন্য কাল বেলা সাড়ে ১১টার মধ্যে দলীয় বিধায়কদের বিধানসভায় উপস্থিত হতে অনুরোধ করেছেন দলের মহাসচিব পার্থবাবু। |
|
|
|
|
|