আজকের শিরোনাম
মধ্যপ্রদেশে আইপিএস খুনে সিবিআই তদন্তের নির্দেশ
আইপিএস অফিসার নরেন্দ্র কুমার সিংহের খুনের ঘটনায় আজ সিবিআই তদন্তের নির্দেশ দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। গত ৮ মার্চ অবৈধ খনন রুখতে গিয়ে মাফিয়াদের হাতে ট্রাক্টরে পিষে খুন হন নরেন্দ্র কুমার সিংহ। এই ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় বানমোর থানার আইসি বিভিএস রঘুবংশীকে সরানো হয়েছে। প্রবল সমালোচনার সম্মুখীন হয়ে মুখ্যমন্ত্রী আজ ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে দেওয়ার কথা ঘোষণা করেন।

দিল্লিতে কারাটের সঙ্গে দেখা করলেন অখিলেশ যাদব
আজ সকাল এগারোটা নাগাদ নয়াদিল্লির এ কে গোপালন ভবনে প্রকাশ কারাটের সঙ্গে দেখা করলেন উত্তরপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিংহ যাদব। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠ দল সপা-র দুই কাণ্ডারি ও প্রকাশ কারাটের এই সাক্ষাত্কার ফের এক বার ‘তৃতীয় ফ্রন্ট’-এর সম্ভাবনাকে উসকে দিল বলে মনে করছে রাজনৈতিকমহল। যদিও প্রবীণ সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত এই ‘তৃতীয় বিকল্প’-এর প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘এ বিষয়ে এখনও ভাবার সময় আসেনি।’’ মুলায়ম সিংহ যাদব আগামী ১৫ মার্চ লখনউতে অখিলেশের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার শপথ-অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন কারাটকে। সে কথা স্বীকার করে সাক্ষাত শেষে প্রকাশ কারাট সাংবাদিকদের বলেন, এই দেখা হওয়াটা নেহাতই সৌজন্যমূলক। লখনউতে অখিলেশ যাদবের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি ওই দিন লখনউতে উপস্থিত থাকবেন।

লালগড়ে অস্ত্র উদ্ধার
এত দিন মাওবাদীরা চুপচাপ থাকলেও তাদের কার্যকলাপের হদিস ফের মিলল লালগড়ে। সিআরপিএফ জওয়ানেরা গত কাল সারা রাত তল্লাশি চালিয়ে লালগড়ের টেসাবাঁধ এলাকা থেকে উদ্ধার করল প্রচুর অস্ত্র। যার মধ্যে রয়েছে দু’টো ওয়ান শাটার পিস্তল, একটা ক্ষতিগ্রস্ত এসবিবিএল রাইফেল, ছ’টা ফ্লাশ গান, ছ’টা অ্যালুমিনিয়াম পাউচ, কিছু কাগজপত্র-সহ কয়েকটি চিঠি, দু’টি ল্যান্ডমাইন ও একটি নীল রঙের মোটর বাইক। যার নম্বর ডব্লিউ বি ৬৮ সি ৯৯১১। এটিতে করেই মাওবাদীরা এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত করত বলে পুলিশ প্রাথমিক ভাবে অনুমান করছে। বাইকটির নম্বর দেখে তার মালিকের খোঁজও চলছে। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি এই অভিযান ও উদ্ধারের কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, ওই বিস্ফোরক ও ল্যান্ডমাইনগুলিকে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। টেসাবাঁধ এলাকায় মাওবাদীরা ঘাঁটি গড়ার চেষ্টা করছিল কি না— সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

অবশেষে মুক্ত কলেজ শিক্ষক-শিক্ষিকারা
১৪ ঘন্টা আটক থাকার পর অবশেষে মুক্তি পেলেন ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। গত কাল দুপুর আড়াইটে থেকে তাদের ঘেরাও করে রাখে ওই কলেজের কিছু ছাত্রছাত্রী। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কলেজে ছাত্রছাত্রীদের বছরে চল্লিশ শতাংশ উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসা যাবে না। কিন্তু এই কলেজে কিছু ছাত্রছাত্রীর উপস্থিতির হার চল্লিশ শতাংশেরও কম। নিয়ম অনুযায়ী তাদের অ্যাডমিড কার্ডও আসেনি। পরীক্ষায় বসতে না দেওয়ার কারণে শিক্ষক-শিক্ষিকা-সহ কিছু কলেজকর্মীকে আটক করে রাখে তারা। পুলিশের কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন কলেজের শিক্ষকরা। অবশেষে আজ ভোর পাঁচটায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

সংসদে অসুস্থ শরদ পওয়ার
আজ সংসদে অধিবেশণ চলাকালীন লোকসভায় হঠাত্ই অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী শরদ পওয়ার। বেশ কিছু ক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি কিছুটা সুস্থ বোধ করেন। তবে খানিক বাদেই তিনি সংসদভবন ছেড়ে বেরিয়ে যান।

অগ্নিদগ্ধ দম্পতি
বেহালার বামাচরণ রোড থেকে উদ্ধার হল স্বামী-স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ। ঘটনাস্থলে মৃত্যু হয় স্ত্রী শম্পা ঘোষের এবং স্বামী বাপি ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়। বামাচরণ রোডে একটি ভাড়াবাড়িতে থাকতেন তাঁরা । কেন আত্মঘাতী হলেন সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ওই দম্পত্তির রান্না ঘর থেকে একটি কেরোসিনের জারিকেন পাওয়া গেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.