|
|
|
|
আন্দোলন, ধর্মঘটের হুমকি বাস মালিকদের |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
পথ দুর্ঘটনার পরে বাস চালকদের বিরুদ্ধে পুলিশ খুনের মামলা রুজু করছে এই অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে উত্তর দিনাজপুর জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। গত ৫ মার্চ সংগঠনের তরফে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়। ৭ মার্চ একই অভিযোগ জানানো হয়েছে পরিবহণ মন্ত্রীকে। বাস মালিকদের অভিযোগ, পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করায় চালকরা বাস চালাতে রাজি হচ্ছেন না। আগামী বৃহস্পতিবারের মধ্যে সমস্যা সমাধানে প্রশাসন উদ্যোগী না-হলে জেলা জুড়ে বেসরকারি পরিবহণ ধর্মঘটের হুমকি দিয়েছেন তাঁরা। উত্তর দিনাজপুরের জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “বাস মালিকদের দাবি ও অভিযোগ খতিয়ে দেখে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।” বাস মালিকরা জানান, জেলার জুড়ে জাতীয় এবং রাজ্য সড়ক বেহাল হয়ে পড়েছে। বেআইনি ভাবে ফুটপাত দখল করে দোকান গড়ে ওঠায় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পথচারীরা রাস্তার দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছে। শহর এলাকায় বাইক, অটো এবং পঞ্চায়েত এলাকায় মোটর চালিত ভ্যান রিকশার দৌরাত্ম্য বেড়ে চলেছে। ফলে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। অথচ পুলিশ-প্রশাসন সমস্যার সমাধান না করে দুর্ঘটনার পরে চালকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু দায়ের করছে। বেসরকারি বাস চালকদের অভিযোগ, এতদিন বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু হলে পুলিশ তাঁদের বিরুদ্ধে জামিনযোগ্য ৩০৪(এ) ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করত। গ্রেফতারের পরে চালক আদালত থেকে জামিন পেয়ে যেত। কিন্তু গত ২২ ফ্রেব্রুয়ারি ইটাহারের মির্জাদিঘি এলাকার জাতীয় সড়কে মালদহ-রায়গঞ্জগামী একটি বেসরকারি বাস থেকে নামার সময় পড়ে গিয়ে এক মহিলার মৃত্যুর পরে পুলিশ বাস চালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ৩০৪ ধারায় খুনের মামলা দায়ের করে। ওই ঘটনার পর থেকে চালক পলাতক। বাসটিও পুলিশ আটক করেছে। বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের কর্তাদের দাবি, কলকাতায় রেষারেষির কারণে বাস দুর্ঘটনা ঠেকাতে রাজ্য সরকার চালকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করার সিদ্ধান্ত নেয়। কিন্তু উত্তর দিনাজপুর জেলায় বাসের রেষারেষি হয় না। এখানে দুর্ঘটনার প্রধান কারণ বেহাল রাস্তা। তাঁদের প্রশ্ন, কেন রাস্তা মেরামতের ব্যবস্থা না করে এখানেও দুর্ঘটনার পরে চালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হবে? সংগঠনের জেলা সম্পাদক অশোক চন্দ বলেন, “বিষয়টি জেলা পুলিশ ও প্রশাসনের কর্তা এবং পরিবহণ মন্ত্রীকে জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে জেলাজুড়ে বেসরকারি পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হবে।” |
|
|
|
|
|