l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
•
অশালীন মন্তব্যের জেরে গণ্ডগোল, আহত ১৮ জওয়ান
• মুখ্যমন্ত্রীর ছবির সামনে অশালীন নাচ রবীন্দ্রভারতীতে
• বিসি রায়ে শিশুমৃত্যু, উত্তেজনা
বিস্তারিত...
•
অতীতের তাঁরায় অঙ্কনশিল্পী এবং আধুনিক পাপেটের জনক শৈল চক্রবর্তী।
•
এই শহরের উপলব্ধি নিয়ে তারাদের চোখে গায়িকা হৈমন্তী শুক্ল।
•
স্বামী বিবেকানন্দের জন্মভিটের ইতিহাস মনীষালয়ে।
•
কলকাতার রূপ সাগরে ডুব দিয়ে ক্যামেরা-বন্দি নানা মুহূর্ত।
চন্দ্রকেতুগড়ে বাংলার প্রাচীন মুখের আশায় অমর্ত্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
আবিষ্কারের পরে মহাসমারোহে একচোট উৎখনন চলেছিল। তার পরে বহু বছর ধরে ফের প্রায় ঘুমিয়েই আছে চন্দ্রকেতুগড়। সম্প্রতি তাকে নিয়ে নতুন করে আগ্রহ দেখা যাচ্ছে রাজ্য হেরিটেজ কাউন্সিলের। সেই আগ্রহে সামিল হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও। তিনি শুক্রবার বলেন, “চন্দ্রকেতুগড়কে নিছক একটা গড় হিসেবে দেখলে চলবে না। চন্দ্রকেতুগড় ঘিরে একটা বড় সভ্যতা গড়ে উঠেছিল।” অমর্ত্যবাবুর আশা, চন্দ্রকেতুগড়ে নতুন করে উৎখনন হলে সেখানে বাংলার ইতিহাস পুনর্নির্মাণের বহু মূল্যবান উপাদান মিলতে পারে। সেই কাজ যাতে ফের শুরু করা যায়, সেই ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজ্য হেরিটেজ কাউন্সিল। চন্দ্রকেতুগড়ে একটি পূর্ণাঙ্গ সংগ্রহশালা গড়ে তুলবে তারা। কিন্তু খনন বা সংগ্রহশালা সব কিছুতেই মূল বাধা জবরদখল।
বিস্তারিত...
নিহত প্রদীপের বাড়িতে দুর্ব্যবহার, অভিযুক্ত আইসি
রানা সেনগুপ্ত ও সৌমেন দত্ত • বর্ধমান
বর্ধমানে নিহত সিপিএম নেতা প্রদীপ তা-র বাড়িতে তদন্তে গিয়ে দুর্ব্যবহারের অভিযোগ উঠল বর্ধমান থানার আইসি স্বপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। জেলা সিপিএম তাঁর বিরুদ্ধে ‘আইনি ব্যবস্থা’ নেওয়ার কথাও ভাবছে। শুক্রবার দুপুরে বর্ধমান শহরের উপকণ্ঠে দেওয়ানদিঘিতে প্রদীপবাবুর বাড়িতে যান আইসি। নেতার স্ত্রী চিত্রলেখা তা এবং মেয়ে পৃথা ছাড়াও বেশ কিছু আত্মীয়স্বজন তখন সেখানে উপস্থিত ছিলেন। চিত্রলেখাদেবীর অভিযোগ, “কী ভাবে সে দিন বাড়ির সামনে অবরোধ করা হয়, ফোনের তার ছিঁড়ে দেওয়া হয়, তা ওঁকে বলার চেষ্টা করছিলাম। যে কয়েক জনকে চিনতে পেরেছি, তাদের নামধাম বলতে চাইছিলাম। কিন্তু সব কথাতেই উনি ‘জানি জানি’ বলে অন্য প্রসঙ্গ তুলতে থাকেন। তার পরেও আমি বলতে চাইলে ঝাঁঝের সঙ্গে বলেন, যা জানতে চাইছি, তারই উত্তর দিন।”
বিস্তারিত...
দেওয়ানদিঘির দরজায় দরজায় যাবে সিপিএম
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
নিহত নেতা প্রদীপ তা-র বিরুদ্ধে পুরনো কিছু খুনের মামলা নিয়ে জলঘোলা আটকাতে দেওয়ানদিঘির ‘ঘরে-ঘরে’ প্রচার চালানোর রাস্তা নিচ্ছে সিপিএম। শুক্রবার দলের বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পরে সিপিএম এমনিতেই ‘কোণঠাসা’। তার উপর নিহত নেতার বিরুদ্ধে পুরনো কিছু খুনের মামলার বিষয় ফের প্রকাশ্যে এসে পড়ায় তারা ‘অস্বস্তিতে’ পড়েছে। বিশেষত আশির দশকে কংগ্রেস বিধায়ক কাশীনাথ তা খুনে প্রদীপবাবুর সরাসরি জড়িত থাকার অভিযোগ (যদিও পরে তিনি ওই মামলায় বেকসুর খালাস হয়েছিলেন) ফের ওঠায় ‘আন্তরিক রাজনৈতিক মোকাবিলা’র প্রয়োজন বোধ করছে প্রাক্তন শাসকদল। সেই জন্যই এলাকার দরজায় দরজায় যাওয়া।
বিস্তারিত...
সুপ্রিম কোর্টে নন্দীগ্রাম মামলা
প্রত্যাহার, খুলল তদন্তের পথ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সুপ্রিম কোর্ট থেকে শুক্রবার নন্দীগ্রাম মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। ফলে চার বছর আগে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, তাই মেনে নন্দীগ্রামে গুলিচালনায় ‘অভিযুক্ত’ পুলিশকর্মী ও অফিসারদের বিরুদ্ধে এ বার নিম্ন আদালতে ফৌজদারি মামলা দায়ের করতে পারবে সিবিআই। তদন্তও এগিয়ে নিয়েও যেতে পারবে তারা। রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, এই তদন্তে তারা ‘নাক গলাবে না’। সরকারের জোট শরিক কংগ্রেস ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে অবশ্য রাজনৈতিক-প্রশাসনিক মহলে একটি আশঙ্কাও তৈরি হয়েছে। বর্তমান রাজ্য সরকার যদি শেষ পর্যন্ত ওই ঘটনায় ‘দোষী’ পুলিশকর্মী ও অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তা হলে ভবিষ্যতে আইনশৃঙ্খলা জনিত কোনও পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে পুলিশ-প্রশাসন ‘শঙ্কিত’ হবে বলেই প্রশাসনিক মহলের একাংশের আশঙ্কা।
বিস্তারিত...
কিষেণজির মৃত্যুর জনশুনানি জনশূন্য
কিংশুক গুপ্ত • গিধনি (জামবনি)
মাওবাদী শীর্ষনেতা কিষেণজির মৃত্যু নিয়ে প্রশাসনিক তদন্তের জনশুনানিতে এলেন না কেউই। শুক্রবার জামবনি ব্লক অফিসে জনশুনানি করতে যান বর্ধমানের ডিভিশনাল কমিশনার কাশীনাথ বেহেরা। তবে কেউ তাঁর কাছে জবানবন্দি দিতে আসেননি। প্রায় চার ঘণ্টা অপেক্ষা করার পর বিকেল ৩টে নাগাদ ফিরে যান তিনি। পরে কাশীনাথবাবু বলেন, “জনশুনানিতে কেউই আসেননি। এরপরে সরকারি আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।” গত ১৪ ফেব্রুয়ারিও মেদিনীপুর কালেক্টরেটের সভাঘরে কিষেণজির মৃত্যু নিয়ে প্রশাসনিক তদন্ত করতে গিয়েছিলেন ডিভিশনাল কমিশনার। সে দিনও পুলিশ-আধাসেনা বা এ ব্যাপারে আগ্রহী জনসাধারণের কেউই হাজির হননি। প্রশাসন পরে দাবি করে, সে বার ‘উপযুক্ত’ প্রচারের অভাব ছিল।
বিস্তারিত...
ছোবড়া দিয়ে মূর্তি গড়েন ‘শিল্পী’ পুলিশ
তাপস ঘোষ • চুঁচুড়া
পেশাই নেশা ধরালো তাঁকে। সরকারি চাকরির বাধ্যবাধকতা সামলে তিনি এখন পুরোদস্তুর শিল্পী। এই হয়তো রাস্তার মাঝে দাঁড়িয়ে গণ্ডগোল সামাল দিচ্ছেন, তাড়া করে দুষ্কৃতী ধরছেন। আর কাজের অবসরে? তাঁর হাতের ছোঁয়ায় কখনও মূর্ত হচ্ছেন ‘শান্তিদূত’ মাদার টেরিজা, আবার সেই হাতেই ফুটে উঠছে ‘সন্ত্রাসবাদীদের শিরোমণি’ ওসামা বিন লাদেনের দাড়ি-ভর্তি মুখ। সব কিছুই গড়ে উঠছে নারকেলের মালা বা ছোবড়া দিয়ে। তিনি অজয় সেনগুপ্ত। হুগলির চুঁচুড়া থানার কনস্টেবল। এমনিতে শিল্পচর্চার খুব একটা চর্চা ছিল না। অভ্যাসটা তৈরি হল কয়েক বছর আগে। সে বার শান্তিনিকেতনে পৌষমেলায় ‘ডিউটি’ পড়েছিল অজয়বাবুর।
বিস্তারিত...
জিটিএতে ডুয়ার্সের কিছু অঞ্চল যাবে কি, শুনানি
নিজস্ব প্রতিবেদন
দার্জিলিং পাহাড়ের স্বশাসিত পরিষদের এলাকার সঙ্গে তরাই-ডুয়ার্সের একটি অংশকে যুক্ত করার প্রস্তাব নিয়ে শুক্রবার সরকারি কমিটিতে শুনানি হয়েছে। শুক্রবার কলকাতায় এই শুনানি হয় রাজ্য শিল্পোন্নয়ন নিগমের দফতরে। তরাই ও ডুয়ার্সের ৩৯৮টি মৌজাকে ‘গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন’ বা জিটিএ-র অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকারি কমিটি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত শোনে। শুনানির পরে কমিটির চেয়ারম্যান, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শ্যামল সেন বলেন, “সব পক্ষের কথা শোনা হয়েছে। ১৬ মার্চ কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসব। তার পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” শ্যামলবাবুর নেতৃত্বাধীন উচ্চ ক্ষমতার কমিটিতে আরও ন’জন সদস্য রয়েছেন।
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
প্রথম দিন শেষ নির্বিঘ্নেই
জল ওই এক দিনই
বিপন্ন বোরো চাষি
দক্ষিণবঙ্গ
টাউন হল নিয়ে প্রশাসনের চাপান উতোরে হতাশ গোবরডাঙার মানুষ
মনোনয়ন জমায় বাধা,
অভিযুক্ত টিএমসিপি
বর্ধমান
দু’সপ্তাহে বলি তিন জন,
মোটরভ্যান তবু চলছেই
ফের ফাটল বোমা,
পুলিশ সেই আঁধারে
পুরুলিয়া
‘ভুল’ প্রশ্নে পরীক্ষা, ক্ষোভ
পরীক্ষাকেন্দ্রেই হাতে
মিলল অ্যাডমিট
মুর্শিদাবাদ
প্রসবে সাহায্য ভিখারিনীর,
সুস্থ মা ও নবজাতক
অর্থাভাবে থমকে পার্ক সাজানো
মেদিনীপুর
বিতর্কের জেরে তালা
হার্বোরিয়ামে
আক্ষেপ নিয়েই
মাধ্যমিকে ছত্রধরের ছেলে
কলকাতা
৩৫.৪/১৯.৭
আজকের দিনে
•
১৯৮৪:
অভিনেতা
ড্যানির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.