মহিলাদের সঙ্গে অশালীন আচরণ, মারধর জওয়ানদের |
মদ্যপ অবস্থায় এক জলসায় মহিলাদের প্রতি অশালীন আচরণের অভিযোগ উঠল সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে। গতকাল রাত ১ টা নাগাদ ঘটনাটি ঘটে খড়্গপুরের শালুয়াতে। রাতেই উত্তেজিত জনতা সিআইএসএফ দফতরে হামলা চালায়। অভিযোগ, ব্যাপক মারধর করা হয় জওয়ানদের। এই ঘটনায় আহত হয় ২০ জন জওয়ান। তাদের ভর্তি করা হয়েছে খড়্গপুর মহকুমা হাসপাতালে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মেদিনীপুর মেডিক্যাল কলেজে তাদের স্থানান্তরিত করা হবে বলে পুলিশ সূত্রে খবর। এই পরিস্থিতিকে ঘিরে উত্তপ্ত পুরো এলাকা। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও পদস্থ আধিকারিকরা।
|
চেন্নাইতে বিএসএনএলের কার্যালয়ে সিবিআই তল্লাশি |
বিএসএনএল-উইম্যাক্স চুক্তি নিয়ে তদন্ত শুরু করল সিবিআই। এই পরিপ্রেক্ষিতে বিএসএনএলের চেন্নাইয়ের কার্যালয়-সহ ন’টি জায়গায় তল্লাশি চালাল তারা। অন্যদিকে, তল্লাশি অভিযান চালানো হয় দিল্লি, কলকাতা ও গুরগাঁওয়ে। প্রসঙ্গত, ২০১১-য় প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা উইম্যাক্সকে বিএসএনএলের অবৈধভাবে বরাত পাইয়ে দেয় বলে অভিযোগ। সিবিআই এ বিষয়ে প্রাথমিকভাবে রাজার বিরুদ্ধে চার্জও গঠন করে। এই চুক্তি নিয়ে বিএসএনএলের তৎকালীন চার বরিষ্ঠ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয় সিবিআই-র পক্ষ থেকে।
|
মুখ্যমন্ত্রীর ছবির সামনে অশালীন নাচ রবীন্দ্রভারতীতে |
মুখ্যমন্ত্রীর ছবির সামনে অশালীন নাচের অভিযোগ উঠল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের ভিতরে এমন ঘটনার প্রতিবাদ করতে গিয়ে তাদের রোষের মুখে বেশ কয়েকজন ছাত্রও। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা জানান, বিষয়টি নিয়ে তিনি অবগত নন। তবে দলীয় স্তরে তদন্তের আশ্বাস দিয়ে ‘দোষীদের’ শাস্তির কথাও বলেন তিনি।
|
এনআরএইচএম কেলেঙ্কারি: সিবিআই-তল্লাশি উত্তরপ্রদেশ জুড়ে |
এনআরএইচএম কেলেঙ্কারি নিয়ে উত্তরপ্রদেশের ২৩ টি জায়গায় তল্লাশি অভিযান চালাল সিবিআই। তল্লাশি চালানো হয়েছে রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও উপ-স্বাস্থ্য আধিকারিকের বাড়িতেও। নিম্নমানের ওষুধ সরবরাহ-সহ আরও বেশ কিছু দুর্নীতিতে জড়িত থাকার দায়ে তৎকালীন মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বিরুদ্ধে চারটি নতুন মামলা দায়ের করেছে সিবিআই।
|
বিসি রায়ে শিশুমৃত্যু, উত্তেজনা |
সকালে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বিসি রায় হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান শিশুর আত্মীয়রা। প্রতিবাদে নারকেলডাঙা মেন রোড অবরোধও করেন তারা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে শিশুর পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে, দেওয়া হয়েছে তদন্তের আশ্বাসও।
|
বাসের ধাক্কায় মৃত্যু, উত্তেজনা নৈহাটিতে |
নৈহাটির হাজিনগরে বাসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে ক্ষিপ্ত জনতা তাদের উপর চড়াও হয়। পুলিশকে লক্ষ্য করে ইটও ছোঁড়া হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। |