l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
ফের তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ
এসএসকেএম-এ সফল অঙ্গ প্রতিস্থাপন
এনএসজি হাবের উদ্বোধনে চিদম্বরম
বিস্তারিত...
মাঝ-মাসের হাওয়াবদলে শীত চলে যাওয়ার আগে আরও এক বার
‘আপনার রান্নাঘরে’
শীতের সব্জিতে ঘটুক
‘স্বাদবদল’
। এ বার
‘সংবাদের হাওয়াবদল’
-এ থাকছে নতুন নতুন চমক, মুঠোয় ভরা খবর থেকে মকর সংক্রান্তির ফোটো গ্যালারি।
ট্রেনে সংরক্ষণ করবেন না, ‘আর্জি’ সিপিএমের
শুভ্রপ্রকাশ মণ্ডল • আদ্রা
ব্রিগেড সমাবেশে যাবেন দলের কর্মী-সমর্থকেরা। আর সেই জন্যই পোস্টার দিয়ে যাত্রীদের ট্রেনে আসন সংরক্ষণ না করার ‘আবেদন’ জানিয়ে বিতর্কের মুখে পড়েছে সিপিএম। দলের আদ্রা লোকাল কমিটি এই ‘আবেদন’ জানিয়েছে। রেলের বক্তব্য, কেউ এ ভাবে যাত্রীদের টিকিট না কাটার জন্য আবেদন করতে পারেন না। সিপিএম নেতৃত্বের দাবি, যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই এই আগাম আবেদন করা হয়েছে। রবিবার, ১৯ ফেব্রুয়ারি দলের ব্রিগেড সমাবেশ। তাই শনিবার চক্রধরপুর-বোকারো-হাওড়া প্যাসেঞ্জারের যাত্রীরা যেন ‘রিজার্ভেশন টিকিট না কাটেন’ এমনই আবেদন জানিয়ে পুরুলিয়ার আদ্রা স্টেশনের কম্পিউটার চালিত টিকিট সংরক্ষণ কাউন্টারের পাশে হাতে লেখা পোস্টার দেওয়া হয়েছে। নিত্যযাত্রীদের একাংশের বক্তব্য, পোস্টারের বয়ানেই ইঙ্গিত রয়েছে, সমাবেশে যাওয়ার জন্য ওই ট্রেনের সংরক্ষিত কামরাতেও সিপিএম কর্মী-সমর্থকদের ওঠার সম্ভাবনা রয়েছে। যদি সিপিএম কর্মীরা সংরক্ষিত কামরায় ওঠেন, তাঁরা কি টিকিট কাটবেন?
বিস্তারিত...
সেই মাজদিয়া কলেজে জয়ী এসএফআই
সুস্মিত হালদার • মাজদিয়া
অধ্যক্ষ-নিগ্রহের অভিযোগকে ঘিরে সম্প্রতি শিরোনামে এসেছিল মাজদিয়া সুধীরঞ্জন লাহিড়ী কলেজ। ঘটনায় অভিযুক্ত কলেজের ছাত্র তথা এসএফআই সদস্যদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। সিপিএম-তৃণমূলের শীর্ষ নেতৃত্বও জড়ান কাজিয়ায়। সেই কলেজেই ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হল এসএফআই। শুক্রবার ওই জয়ের পরে এসএফআইয়ের নদিয়া জেলা সম্পাদক কৌশিক দত্তের প্রতিক্রিয়া, “রায়গঞ্জে বেল (জামিন) আর মাজদিয়ায় জেলসরকারের এই নীতি যে ছাত্রেরা ছুড়ে ফেলে দিয়েছেন, এই ফল তারই প্রমাণ!” কলকাতায় সিপিএমের রাজ্য সম্মেলন চলাকালীনই এ দিন মাজদিয়া কলেজে এসএফআইয়ের জয়ের খবর আসে। সম্মেলন থেকেই বিজয়ীদের অভিনন্দন জানান সিপিএম নেতৃত্ব। পরে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, “রায়গঞ্জ ও মাজদিয়ায় কী হয়েছিল, তা সবাই জানেন। শিক্ষার আঙিনায় যে আক্রমণ চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদের একটা প্রতিফলন ঘটেছে। কিন্তু এখনই উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। দীর্ঘ লড়াই বাকি।”
বিস্তারিত...
দুই সারেঙের জন্য রক্ষা ৩৭ পর্যটকের
নিজস্ব সংবদদাতা • সজনেখালি
গভীর রাতে সবাই লঞ্চে ঘুমোচ্ছিলেন। কেউই টের পাননি লঞ্চের গায়ে ছোট্ট ফুটো দিয়ে জল ঢুকছে। টের পেলেন দুই সারেঙ। তাঁদেরই তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ৩৭ জন পর্যটক। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে সজনেখালির কাছে গোমর নদীতে। লঞ্চটি রাজ্য পর্যটন দফতরের। নাম এম ভি চিত্ররেখা। লঞ্চের সব যাত্রীকেই উদ্ধার করা হয়েছে। শুক্রবার তাঁদের পর্যটন দফতরের বাসে কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে। পর্যটন দফতরের সচিব রাঘবেন্দ্র সিংহ বলেন, “পর্যটকদের বিভিন্ন দ্বীপে ঘুরিয়ে এনে ওই রাতে এম ভি চিত্ররেখা গোমর নদীতে নোঙর করেছিল। রাতে লঞ্চের দুই সারেঙ দেখেন লঞ্চের গা চুঁইয়ে জল ঢুকছে। যাত্রীদের অন্য লঞ্চে করে সজনেখালি ট্যুরিস্ট লজে নিয়ে যাওয়া হয়। এম ভি চিত্ররেখাকে মেরামতের জন্য সোনাখালি নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি।’’ বৃহস্পতিবার সকালে ৩৭ জন যাত্রীকে নিয়ে এম ভি চিত্ররেখা সোনাখালি থেকে রওনা হয়।
বিস্তারিত...
ছাত্র বিক্ষোভে উত্তাল অশোকনগরের কলেজ
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর
দু’দল ছাত্রের মধ্যে সংঘর্ষের জেরে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়। জখম হয়েছেন ৪ জন। অধ্যক্ষের ঘরে ভাঙচুর চালানো হয়। ‘হুমকি’ দেওয়া হয় তাঁকে। মাস খানেক আগেই ছাত্রেরা দীর্ঘ ক্ষণ ঘেরাও করে রেখেছিলেন শিক্ষক-শিক্ষিকাদের। অধ্যক্ষ সুধানাথ চট্টোপাধ্যায় এ দিন থানায় লিখিত অভিযোগ করেছেন। তাঁর প্রতিক্রিয়া, “আমি হৃদরোগী। এ ভাবে চলতে থাকলে যে কোনও সময় অসুস্থ হয়ে পড়ব।” যে দু’দল ছাত্রের মধ্যে এ দিন গোলমাল ছড়ায়, দু’পক্ষই ‘তৃণমূলের ছাত্র সংগঠনের’ বলে পুলিশ সূত্রের খবর। স্থানীয় ‘প্রভাবশালী’ দুই তৃণমূল নেতার অনুগামীদের মধ্যেই গোলমাল চলছে কিছু দিন ধরে। ছাত্রসংসদের দখল আগে ছিল এসএফআইয়ের হাতে। দু’বছর ভোট না হওয়ায় ছাত্রসংসদ ভেঙে দেওয়া হয়। তারপর থেকে টিএমসিপি-রই রমরমা। আগামী ৫ মার্চ ছাত্রসংসদের ভোট। যাকে কেন্দ্র করেই কলেজের পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হচ্ছে বলে দু’পক্ষই মেনে নিয়েছে। ঘটনার কথা শুনেছেন জেলা তৃণমূল পর্যবেক্ষক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তিনি বলেন, “দলীয় ভাবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় কোনও নেতার মদত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।”
বিস্তারিত...
ডানকুনির স্কুলে তাণ্ডব
নিজস্ব সংবাদদাতা • ডানকুনি
প্রধান শিক্ষকের সঙ্গে অন্য এক শিক্ষকের বিরোধের জেরে শুক্রবার তুলকালাম কাণ্ড বাধে ডানকুনির মোনবেড় বিবেকানন্দ বিদ্যাপীঠে। ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখে দীর্ঘ ক্ষণ। দফায় দফায় রাস্তা অবরোধ করে তারা। প্রধান শিক্ষকের মোটর বাইক ভাঙচুর করা হয়। এক সময়ে ছাত্রছাত্রীদের ওই বিক্ষোভে সামিল হন অভিভাবকেরাও। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, এ দিন স্কুলের বেশ কিছু ছাত্র সকাল ১১টা থেকে প্রধান শিক্ষক ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে ঘেরাও শুরু করে। এই ঘেরাও যখন চলছে তখনই ছাত্রদের একাংশ হাওড়া থেকে আরামবাগ যাওয়ার রাস্তা ওল্ড বেনারস রোড অবরোধ শুরু করে। ওই ঘটনার জেরে এ দিন স্কুলের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। পঠন-পাঠন লাটে ওঠে। ছাত্রদের ওই বিক্ষোভের কথা এলাকায় ছড়িয়ে পড়তেই তাদের সঙ্গে অভিভাবকেরা যোগ দেন। প্রাথমিক ভাবে ছাত্রেরা এক দফায় অবরোধ করেও তুলে নেয়। কিন্তু কিছু ক্ষণ পরেই ফের আবারও রাস্তা অবরোধে সামিল হয় তারা। একই ভাবে পর পর তিন বার পথ অবরোধ করে ছাত্রেরা। শেষ পর্যন্ত দুপুর সাড়ে বারোটা নাগাদ ছাত্রেরা অবরোধ তুলে নেয়। তীব্র যানজটে নাকাল হন সাধারণ মানুষ।
বিস্তারিত...
পরিচয় ভাঁড়িয়ে ‘চাষি’, গলসিতে ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
‘প্রকৃত’ চাষির বদলে ‘ফড়ে’রা নাম ভাঁড়িয়ে গলসির বিভিন্ন চালকলে ধান বিক্রি করছে বলে আগেই অভিযোগ করেছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই অভিযোগে এ বার দু’জনকে গ্রেফতার করল পুলিশ। যদিও ব্লক প্রশাসন যে ৩০ জনের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছিল, ধৃতদের এক জনের নাম সেই তালিকায় নেই। তবে তিনি এই চক্রের ‘পান্ডা’ বলে পুলিশের দাবি। পুলিশ জানায়, গত ৯ ফেব্রুয়ারি বর্ধমানের গলসি ১-এর বিডিও নিরঞ্জন কর ৩০ জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে তদন্ত চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে বঙ্কিম রায় এবং সাহের মির আলি ওরফে শের আলি নামে দু’জনকে ধরা হয়েছে। প্রথম জনের বাড়ি গলসির পারাজ গ্রামে, অপর জনের পুরষায়। শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক ইয়াসমিন আহমেদ তাঁদের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ঘটনার সূত্রপাত গত ২৭ জানুয়ারি পারাজে ধান কেনার দাবিতে হওয়া একটি অবরোধকে কেন্দ্র করে। ওই অবরোধের জেরে আরও বহু যাত্রীর মতো যানজটে আটকে পড়েছিলেন আইনমন্ত্রী মলয় ঘটকও।
বিস্তারিত...
অহরহ লেন ভাঙার খেলাই ডাকে বিপদ
সুব্রত সীট • দুর্গাপুর
ভিড়িঙ্গি মোড় হতে পারে। অথবা ডিভিসি মোড়। আবার মুচিপাড়া মোড়ও হতে পারে। সকাল ৭টা হতে পারে। অথবা দুপুর ২টো। হতে পারে রাত ৮টাও। জাতীয় সড়কে ট্রাফিক আইন ভাঙার খেলা চলছেই। যার জেরে লেগেই রয়েছে ছোটখাটো দুর্ঘটনা। অনেক সময়ে আবার জীবন দিয়েও মূল্য চোকাতে হয় কাউকে কাউকে। শুক্রবার যেমন হল গঙ্গারাম কর্মকারের ক্ষেত্রে। ট্রাফিক আইন ভেঙে ভুল লেন ধরে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময়ে রানিগঞ্জের বিধায়ক সোহরাব আলির গাড়ির ধাক্কায় প্রাণ দিতে হল তাঁকে। এর পরেও অবশ্য শনিবার লেন ভাঙার দৃশ্য দেখা যাবে না, এ কথা হলফ করে বলতে পারছেন না জাতীয় সড়কে ট্রাফিক সামলানোর দায়িত্বে থাকা পুলিশ বা সিভিক পুলিশকর্মীরা। একই বক্তব্য অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার দুর্গাপুর শাখার অন্যতম কর্মকর্তা সমীর রায়েরও। বর্তমানে তাঁদের সংস্থা পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচি পালন করা হচ্ছে। সমীরবাবু বলেন, “বছরের পর বছর ধরে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা কর্মসূচি চালিয়ে আসছি। তা সত্ত্বেও এমন দুর্ঘটনার খবর শুনলে খুব খারাপ লাগে।”
বিস্তারিত...
ট্রেনে সংরক্ষণ করবেন না, ‘আর্জি’ সিপিএমের
শুভ্রপ্রকাশ মণ্ডল • আদ্রা
ব্রিগেড সমাবেশে যাবেন দলের কর্মী-সমর্থকেরা। আর সেই জন্যই পোস্টার দিয়ে যাত্রীদের ট্রেনে আসন সংরক্ষণ না করার ‘আবেদন’ জানিয়ে বিতর্কের মুখে পড়েছে সিপিএম। দলের আদ্রা লোকাল কমিটি এই ‘আবেদন’ জানিয়েছে। রেলের বক্তব্য, কেউ এ ভাবে যাত্রীদের টিকিট না কাটার জন্য আবেদন করতে পারেন না। সিপিএম নেতৃত্বের দাবি, যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই এই আগাম আবেদন করা হয়েছে। রবিবার, ১৯ ফেব্রুয়ারি দলের ব্রিগেড সমাবেশ। তাই শনিবার চক্রধরপুর-বোকারো-হাওড়া প্যাসেঞ্জারের যাত্রীরা যেন ‘রিজার্ভেশন টিকিট না কাটেন’ এমনই আবেদন জানিয়ে পুরুলিয়ার আদ্রা স্টেশনের কম্পিউটার চালিত টিকিট সংরক্ষণ কাউন্টারের পাশে হাতে লেখা পোস্টার দেওয়া হয়েছে। নিত্যযাত্রীদের একাংশের বক্তব্য, পোস্টারের বয়ানেই ইঙ্গিত রয়েছে, সমাবেশে যাওয়ার জন্য ওই ট্রেনের সংরক্ষিত কামরাতেও সিপিএম কর্মী-সমর্থকদের ওঠার সম্ভাবনা রয়েছে। যদি সিপিএম কর্মীরা সংরক্ষিত কামরায় ওঠেন, তাঁরা কি টিকিট কাটবেন?
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কড়া প্রহরা কলেজে
সাজছে শিব-মন্দির
দক্ষিণবঙ্গ
লরিতে পিষ্ট ছাত্রী, রাস্তা কাটলেন বাসিন্দারা
এখনও যানজটে জেরবার উলুবেড়িয়া, হল না বাইপাস
বর্ধমান
আটকে ক্ষতিপূরণের টাকা, বন্ধ রাস্তা মেরামতির কাজ
মোটরসাইকেলে হঠাৎ বিধায়কের গাড়ির সামনে, মৃত্যু
পুরুলিয়া
কলেজ ছাত্রের অপমৃত্যু
ঘিরে নানা প্রশ্ন
‘১০০ দিনের কাজে’ পুকুর কেটে বিপাকে শ্রমিকেরা
মুর্শিদাবাদ
কেন এমন ফল, খতিয়ে
দেখবে তৃণমূল
জঙ্গিপুর-শিয়ালদহ প্রস্তাবিত ট্রেন এখনও থমকে আশ্বাসেই
মেদিনীপুর
ছাত্র-মৃত্যুতে
খুনের অভিযোগ
উরসে মিলন দুই বাংলার
কলকাতা
২৪.৫/১৮.৭
আজকের দিনে
•
১৯৫৪:
মার্কিন অভিনেতা
জন ট্রাভোল্টার জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.