l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
যাদবপুরে নিখোঁজ ৬ পড়ুয়ার সন্ধান
বিস্তারিত...
বহুজাতিক ধাঁচে এ বার আত্মমূল্যায়ন সিপিএমে
শুভাশিস ঘটক • কলকাতা
বহুজাতিক সংস্থার ধাঁচে দলীয় কর্মীদের আত্মমূল্যায়নের (সেল্ফ অ্যাপ্রেইজাল) পরামর্শ দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএম। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার জেলা কমিটি থেকে শাখা কমিটির সদস্যদের একটি ডায়েরি দেওয়া হয়েছে। আগামী এক বছর নিজের পদমর্যাদা অনুযায়ী নিজে কতটা কাজ করেছেন, তা ওই ডায়েরিতে প্রতি মাসে লিপিবদ্ধ করতে হবে। লিখতে হবে ১) জনসংযোগ থেকে দলীয় নানা কর্মসূচি কোথায়, কখন, কী ভাবে করা হল। ২) সেখানে নিজের ভূমিকা ঠিক কী ছিল। ৩) দলীয় বিভিন্ন কর্মসূচিতে তিনি যা কাজ করেছেন, সে কাজে কি তিনি সন্তুষ্ট? ৪) কী করতে চেয়েছিলেন? ৫) কতটা পেরেছেন? ৬) কতটা সফল হয়েছেন? ৭) যদি সফল না হয়ে থাকেন, তার কী কারণ? ৮) বিভিন্ন কর্মসূচি রূপায়ণে সহযোগী নেতাদের কতটা সাহায্য পেয়েছেন। ৯) কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল কি না। যদি হয়ে থাকে তার কারণ। সাধারণত বহুজাতিক বাণিজ্য সংস্থা প্রথম এই ধরনের আত্ম মূল্যায়নের ধারা চালু করেছিল। তারপর তা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন ‘কর্পোরেট হাউস’-এও। সিপিএমের মতো একটি রাজনৈতিক দলে এই প্রয়াস এই প্রথম বলেই দলের নেতাদের একাংশের দাবি।
বিস্তারিত...
চড়ে কান থেকে রক্তপাত ছাত্রীর
নিজস্ব সংবাদদাতা • মালদহ
ক্লাসে প্রত্যেকের নাম ডেকে ছাত্রছাত্রীদের হাজিরা পরীক্ষা করে দেখছিলেন শিক্ষক। নাম ডাকার সময়ে উঠে দাঁড়িয়ে এক ছাত্রী ‘ইয়েস স্যার’ না-বলায় শিক্ষক চড় মেরে তার কানের পর্দা ফাটিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সুমিতা রাজবংশী নামে চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীর বাঁ কান দিয়ে রক্ত বার হতে শুরু করলে মালদহ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মারধরের ঘটনাটি ঘটে বুধবার বেলা ১১ টা নাগাদ মালদহ থানার আদিনার মহেশকুড়ি গ্রামের একটি বেসরকারি নার্সারি স্কুলে। এই ঘটনায় এলাকার অভিভাবকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হওয়ায় অভিযুক্ত শিক্ষক মতিলাল রাজবংশী গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ। তবে ছাত্রীর পরিবার এই ব্যাপারে পুলিশে কোনও অভিযোগ দায়ের করেনি। মালদহ থানার আইসি বিনোদ বিহারী ভট্টাচার্য বলেছেন, “শিক্ষকের মারে এক ছাত্রীর কানের পর্দা ফেটে যাওয়ার খবর শুনেছি।
বিস্তারিত...
রাজ্যকে দেউলিয়া করেছে
তৃণমূল, তোপ বাসুদেবের
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রেলকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন। একের পর এক প্রকল্পের কথা ঘোষণা হয়েছে। শিলান্যাস হয়েছে। কিন্তু, তার পর আর কাজ এগোয়নি। বৃহস্পতিবার খড়্গপুর শহরে এসে এ ভাবেই একদা রেলমন্ত্রী, অধুনা মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া। তাঁর অভিযোগ, “রেলমন্ত্রী থাকাকালীন উনি রেলকে দেউলিয়া করেছেন। ক্ষমতায় এসে ছ’মাসে এ রাজ্যকেও দেউলিয়া করে দিয়েছেন।” পাশাপাশি, দুর্ঘটনাগ্রস্ত জ্ঞানেশ্বরীর চালক, সহ-চালক বরখাস্ত হলেও জেনারেল ম্যানেজার, ডিআরএম প্রমুখ পদস্থ কর্তারা কেন শাস্তি পাবেন না, এ দিন সেই প্রশ্নও তুলেছেন সাংসদ। তাঁর কথায়, “রেল লাইন কাটা ছিল। তাতে চালক, সহ চালকের দোষ কোথায়। শুনেছি, ৭৫ কিলোমিটারের বেশি বেগে ট্রেন চলছিল বলেই ওঁদের বরখাস্ত করা হয়েছে। কিন্তু, লাইনই যখন কাটা ছিল, তখন ৭৫ কিলোমিটার বেগে ট্রেন চললে কী দুর্ঘটনা হত না?” সুরক্ষার দিকে কোনও নজর না-থাকার ফলেই ট্রেন দুর্ঘটনা বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিস্তারিত...
কবর খুঁড়ে ময়না তদন্তে
পাঠানো হল শিশুর দেহাবশেষ
নিজস্ব সংবাদদাতা • নলহাটি
আদালতের নির্দেশে তিন বছর পরে ৩ মাসের এক শিশুর দেহ কবর থেকে বের করা হল। বৃহস্পতিবার কবরের মাটি খুঁড়ে মৃত শিশুটির কতগুলি হাড় পাওয়া গিয়েছে। পুলিশ তা রামপুরহাট মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠায়। যদিও রামপুরহাট মহকুমা হাসপাতালে কঙ্কালের ময়না-তদন্ত করার প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায়, আজ শুক্রবার তা বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। রামপুরহাট আদালতের এসিজেএম আনন্দকুমার তিওয়ারির নির্দেশে বৃহস্পতিবার সকালে নলহাটি থানার মোস্তফাডাঙা পাড়া গ্রামে কবর খুঁড়ে হাড়গুলি বের করা হয়। সেই সময় উপস্থিত ছিলেন নলহাটি ২ ব্লকের বিডিও গঙ্গাধর দাস, নলহাটি থানার ওসি মহম্মদ আলি-সহ একটি মেডিক্যাল টিম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নলহাটি থানার মোস্তফাডাঙা পাড়া গ্রামের বাসিন্দা সারজিনা বিবি ২০০৯ সালে ১৪ মে রামপুরহাট আদালতে স্বামী সফিকুল ইসলাম ও শাশুড়ি মোরসেদা বিবির বিরুদ্ধে তাঁর তিন মাসের শিশুকন্যা আসিদাকে খুনের অভিযোগ দায়ের করেছিলেন।
বিস্তারিত...
বাস থেকে মাথায় গ্যাস সিলিন্ডার, মৃত্যু মহিলার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান ও কালনা
একেই বোধহয় বলে নিয়তি। এক জন খেতে বসেছিলেন বর্ধমান-নাদনঘাট রাস্তার পাশে। কালনায় বিদ্যুতের খুঁটির পাশে বসে খেলা করছিল অপর জন। পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেল গাড়ি। যিনি খেতে বসেছিলেন, তাঁর মাথায় এসে পড়ল গ্যাসের সিলিন্ডার। যে ছেলেটি খেলছিল, তার মাথায় পড়ে গেল বিদ্যুতের খুঁটি। পতনের আশ্চর্য সমাপতন কেড়ে নিল দু’টি প্রাণ। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বর্ধমানের কালনা শহরে মহাপ্রভুপাড়ায় বাড়ির সামনে ছোট রাস্তায় খেলা করছিল স্থানীয় নিগমানন্দ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র অতনু মণ্ডল (৮)। কাছেই দাঁড়ানো একটি সাইকেল ভ্যানে তোলা হচ্ছিল বিয়েবাড়ির জিনিসপত্র। ধানের বস্তা বোঝাই একটি মোটরচালিত ভ্যান তার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। ধানের বস্তায় ধাক্কা খেয়ে উপড়ে যায় রাস্তার পাশে থাকা সিমেন্টের বিদ্যুৎ-খুঁটি। পড়ে সোজা অতনুর উপরে। কালনা মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে কলকাতায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও রাস্তাতেই তার মৃত্যু হয়। বর্ধমান থানার টুবগ্রামের হাজরাপাড়ার অলকা হাজরাকে (৪২) অবশ্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকুও মেলেনি।
বিস্তারিত...
সেলাই শিখেই বোনেদের পড়া চালাতে চায় সোমা
অর্পিতা মজুমদার • দুর্গাপুর
ওরা স্কুলছুট। ইচ্ছে ছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল সংসারের আর্থিক আনটন। জীবনের গতির রেখাটা যেন থমকে গিয়েছিল হঠাৎই। ফের সেই রেখা সচল হতে শুরু করেছে। দিন-রাত এক করে কেউ কাজ শিখছেন। কেউ বা ইতিমধ্যেই রোজগার শুরু করে দিয়েছেন। সৌজন্যে, রাজ্য সরকার ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রকল্প। ডেয়ারি মোড়ের বাসিন্দা সোমা কর্মকার। স্থানীয় গোপীনাথপুর মুক্ত বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে সে। সংসার চলে মামার সাহায্যে। বাড়িতে রয়েছে আরও দুই বোন। সোমার লক্ষ্য একটাই। বোনেদের পড়াশোনায় যেন ছেদ না পড়ে। সেজন্যই সে কাঁথা স্টিচের প্রশিক্ষণ নিচ্ছে। ঋতু বাল্মীকির বাড়ি স্টেশন রোডে। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা। নিজের পায়ে দাঁড়াতে চায়। তাই সে-ও হাজির এই শিবিরে। বিধাননগরের ক্লাব স্যান্টোস মাঠ আর বি-জোনের চণ্ডীদাস বাজারের কাছে চলছে শিবির। দুই শিবির মিলে একসঙ্গে প্রায় শ’খানেক কিশোরী সেলাইয়ের কাজ শিখছে। প্রত্যেকেরই লক্ষ্য কাজ শিখে নিজের পায়ে দাঁড়ানো
।
বিস্তারিত...
এক নজরে...
•
গ্রামের স্মৃতিতে অমলিন নবদ্বীপ হালদার
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
ডিপোর সংখ্যা কমাচ্ছে
এনবিএসটিসি
ভাওয়াইয়া উৎসবের
উদ্বোধনে সুব্রত
দক্ষিণবঙ্গ
‘নিরাপত্তার অভাব’, অস্ত্র
জমা দিলেন পুলিশ কর্মীরা
পুরপ্রধান কে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সিদ্ধান্ত ঝুলে
বর্ধমান
কাটোয়ায় বিডিও-র বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ
বছর শেষের আগেই
বিমান ওঠানামা করতে
পারে অন্ডালে
পুরুলিয়া
১০০ দিনে ‘বেনিয়ম’,
পঞ্চায়েতে তালা
বাজির আগুনে পুড়ল ধানের
গোলা, অভিযোগ পুরুলিয়ায়
মুর্শিদাবাদ
বিয়েবাড়িতে ব্যস্ত
বাস, বিক্ষোভ
নতুন বইয়ের গন্ধে ম-ম
করছে মুর্শিদাবাদ বইমেলা
মেদিনীপুর
পঞ্চায়েত ভোটের
প্রস্তুতি তৃণমূলের
শিবিরে ধান বিক্রির
আশায় কৃষক, ফের
আশ্বাস দিলেন মন্ত্রী
কলকাতা
২৭.১/২০.৬
আজকের দিনে
• ১৮৪৭:
বিখ্যাত বাঙালি
কবি নবীনচন্দ্র সেনের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.