৮ হৃষ্টপুষ্ট, গোলগাল।
৯ রসবোধ যার নেই।
১০ কলকাতার যে শহরতলি
এখন নিউটাউন হয়েছে।
১১ ভাগ্য।
১২ তাঁতের প্রাণ, মাকু।
১৪ মূলত পারস্যদেশীয়
প্রেমসংগীত।
১৫ আমন্ত্রণ এমনই হওয়া উচিত।
১৬ ডালমুটের মতো খাদ্য।
১৭ ‘মৃচ্ছকটিক’ নাটকের
অশেষ গুণশালী রাজা।
১৮ যা ঠেকালেই জেগে ওঠে,
রূপকথার কাঠি।
২০ উদ্যম, পটুতা।
২২ সন্দীপ রায়ের জটায়ু-অভিনেতা
শৈশবে প্রায় ডজনখানেক
ছবিতে অভিনয় করেছেন।
২৪ তারাশঙ্করের বৈষ্ণবী
নায়িকানির্ভর চলচ্চিত্র।
২৬ দামালের বিকৃত রূপ।
২৭ ‘এঁকে যাব আমার
গানের আলপনা/---’।
২৮ জানা নেই এমন।
২৯ ‘ও ভাই---কারে জানাই
দুঃসহ মোর দুঃখ’।
৩০ নারী।
৩২ ডাস্টবিনে যা ফেলা হয়।
৩৪ দেবভাষায় সলতে।
৩৫ নাজেহাল।
৩৬ ঝুলনযাত্রা, রাত্রিকালীন
এক রাগ। |
|
১ গণদেব যা, এও তাই।
২ ‘বাজে করুণ সুরে হায়
দূরে/ তব---পন্থবীণা’।
৩ এই মাত্র।
৪ নতুনত্বহীন, একঘেয়ে।
৫ ‘গুপ্তধন’ গল্পে ধাঁধায়
যে গ্রামের নাম।
৬ লাক্ষাদ্বীপ যে সাগরে।
৭ সপ্তাহের যে-দিনে হাট বসে।
১৩ রক্তহীনতা।
১৬ ওষুধরূপে ব্যবহৃত
হয় এর তেল।
১৮ উচ্চরবে উচ্চারিত।
১৯ নিশ্চয়তা।
২১ কর্দমাক্ত।
২২ বাগ্ধারায় সুদর্শন কিন্তু
গুণহীন ব্যক্তি।
২৩ ‘অয়ি---, মা,/ অয়ি
নির্মলসূর্যকরোজ্জ্বল ধরণী...’।
২৫ কল্পনা করতে ভালবাসে এমন।
২৬ অপ্রাসঙ্গিক কথা ইনিয়েবিনিয়ে বলা।
২৮ অত্যন্ত গরিব।
২৯ কানে কানে কথা।
৩১ নাট্যগোষ্ঠী।
৩৩ রাজশ্রী। |