নতুন বইয়ের গন্ধে ম-ম করছে মুর্শিদাবাদ বইমেলা
মুর্শিদাবাদ জেলার একত্রিশতম বইমেলায় প্রকাশিত উপন্যাস, ছোটগল্পের সংকলন গ্রন্থ, কাব্যগ্রন্থ, ছড়ার বই থেকে শুরু করে গুরুগম্ভীর বিষয় নিয়ে লেখা প্রবন্ধ সংকলনের সংখ্যার ভার থেকেই বোঝা যায় বহরমপুরের মতো ছোট শহরেই একদা রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কাশিমবাজার মহারাজের সেই প্রাসাদ থেকে গ্রাম বাংলার প্রথম ইংরেজি ও বাংলা সংবাদপত্র প্রকাশিত হওয়ার ঐতিহ্যের কথা স্মরণে চলে আসে বইমেলা উপলক্ষে বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশের বহর দেখে। বইমেলার প্রথম তিন দিনেই প্রকাশিত হয়েছে পুস্তক ও পত্রিকা মিলিয়ে অন্তত কুড়িটি গ্রন্থ। বাকি পাঁচ দিনে আরও বেশ কিছু পত্রিকা ও পুস্তক প্রকাশের আয়োজন চলছে। এ জেলার বিভিন্ন ক্ষুদ্র পত্র-পত্রিকা গোষ্ঠীকে নিয়ে গড়া ‘মুর্শিদাবাদ জেলা সাহিত্য অ্যাকাদেমি’র উদ্যোগে বুধবার বইমেলার দ্বিতীয় দিনে প্রকাশিত হয় বেশ কিছু বই ও পত্রিকা।
নিজস্ব চিত্র
লোকসংস্কৃতির বিশিষ্ট গবেষক পুলকেন্দু সিংহ প্রকাশ করেন রবীন্দ্রনাথ গুহের উপন্যাস ‘ফণা’, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শক্তিনাথ ভট্টাচার্য প্রকাশ করেন ভগবানগোলার প্রত্যন্ত গ্রাম কানাপুকুরের এবাদুল হকের কাব্যগ্রন্থ ‘বাউলজল’। ওই অনুষ্ঠানে ইতিহাস গবেষক খাজিম আহমেদ প্রকাশ করেন এবাদুল হক সম্পাদিত ৬০০ পাতার ‘আবার এসেছি ফিরে’ পত্রিকার বইমেলা সংখ্যা। পত্রিকা ও কাব্যগ্রন্থের প্রচ্ছদ দু’টিও কাব্যময়। প্রচ্ছদশিল্পী কবি সমীরণ ঘোষ। গার্গী মুখোপাধ্যায়ের ‘মিষ্টি মজার ছড়া’ নামের ৬৩ পাতার বইটি প্রকাশ করেন শিক্ষক ভূদেবচন্দ্র ঘোষ। তার আগের দিন প্রকাশিত জিনাত ইসলামের কাব্যগ্রন্থ ‘মৃত জীবন’ বিষয়ে আলোচনা করেন শিক্ষিকা মিনু ইসলাম। মুর্শিদাবাদ জেলায় ৫০ সালের, ৭৬ সালের ও ঊনবিংশ শতাব্দীর দুর্ভিক্ষ নিয়ে লেখা প্রকাশ দাসবিশ্বাসের প্রবন্ধ সংকলন ‘মুর্শিদাবাদে মন্বম্তর’, এ জেলার সংগীতের ইতিহাস নিয়ে রমাপ্রসাদ ভাস্করের গ্রন্থ ‘সঙ্গীতচর্চার ধারায় মুর্শিদাবাদ’, উদ্যানবিদ শুভদীপ নাথের লেখা ‘অধিক লাভের লক্ষে নতুন শাকসবজি’ গ্রন্থটির পরিমার্জিত ও পরিবর্দ্ধিত সংস্করণ-সহ বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। ওই মঞ্চ থেকেই অতিরিক্ত জেলাশাসক অজয়কুমার ঘোষের হাত দিয়ে প্রকাশিত হয় লোকসংস্কৃতি গবেষক পুলকেন্দু সিংহের গ্রন্থ ২২৪ পাতার ‘মধ্যবঙ্গীয় লোকসংগীত সংগ্রহ ও সম্পাদনা’, সেঁজুতি ভট্টাচার্যের গল্প ও কবিতার সংকলন গ্রন্থ ‘তারপর’। জেলা সাংবাদিক সংঘের সভাপতি সাবিত্রীপ্রসাদ গুপ্তের হাত দিয়ে প্রকাশিত হয় নবীন কবি আফাজুদ্দিন শেখের কাব্যগ্রন্থ ‘এসো প্রেম’। অরূপ চন্দ্রের কাব্যগ্রন্থ ‘জন্মকান্না’, রেলপথে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে রমাপ্রসাদ পালের গ্রন্থ, ‘কূ উ উ ঝিক ঝিক’, কমলেন্দু ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ‘মুর্শিদাবাদ পাঁচালি’, সৈয়দ খালেদ নৌমান সম্পাদিত কবিতা পত্রিকা ‘অর্কেস্ট্রা’র বইমেলা সংখ্যা, সুশান্ত বিশ্বাস ও সহিদুল ইসলাম সম্পাদিত ‘অয়ন’ সাহিত্য পত্রিকা, কবিতা অধিকারী সম্পাদিত পত্রিকা ‘অসৃক’, সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যা নিয়ে ফারক আহমেদ সম্পাদিত গুরুত্বপূর্ণ ৪০টি প্রবন্ধ নিয়ে উদার আকাশ পত্রিকার ‘মর্যাদার সন্ধানে’ নামের বিশেষ সংখ্যা ও বইমেলা উপলক্ষে ‘মুর্শিদাবাদ সাহিত্য অ্যাকাদেমি’র বিশেষ বুলেটিন-সহ আরও কয়েকটি গ্রন্থ ও পত্রিকা বইমেলায় প্রকাশিত হয়। প্রকাশিত হয়েছে মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেছেন যে সব বিশিষ্ট ব্যক্তি, তাঁদের জীবনী নিয়ে লেখা অপরেশ চট্টোপাধ্যায় সম্পাদিত ‘অঙ্গাঙ্গি’ পত্রিকার বিশেষ সংখ্যা ‘মুশির্দাবাদের ব্যক্তিত্ব’।

জমজমাট বইমেলা
এক দশকেরও বেশি সময় ধরে নবদ্বীপে দু’টি বইমেলা হয়ে আসছে। এই শহরে বারো মাসের তেরো পার্বন মহাসমারোহে উদযাপন করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত বয় বইমেলা, নাট্যমেলার মতো সাংস্কৃতিক উৎসবও। সব মিলিয়ে বছরভরই জমজমাট নবদ্বীপ। বারো বছর আগে নবদ্বীপ বইমেলা কমিটির ব্যবস্থাপনায় প্রথম বইমেলা শুরু হয় শহরে। তার কয়েক বছরের মধ্যেই আরও একটি বইমেলা শুরু হয়। গত ৭ ফেব্রুয়ারি সাহিত্যিক কিন্নর রায় এ বারের দ্বাদশ নবদ্বীপ বইমেলার ইদ্বোধন করেন। নবদ্বীপের সরকার পাড়ার যে মাঠে বইমেলা শুরু হয়েছে, সেই মাঠেই গত ২৩ জানুয়ারি থেকে চলেছে পঞ্চম বিদ্যাসাগর মেলাও। এখন সেই আগের মেলার প্যান্ডেলেই শুরু হয়েছে। ১৩ই ফেব্রুয়ারি বইমেলা শেষ হবে।
নবদ্বীপের বাসিন্দা প্রবীণ শিক্ষক পূর্ণেন্দু মজুমদার বলেন, “গত বারো বছরে এরকম একটা মফসস্ল শহরে ২৩টা বইমেলা হয়েছে। প্রতিটি মেলাতেই কিছু না কিছু বই বিক্রি তো হচ্ছে। আমাদের শহরের জন্য এটাও তো কম কথা নয়।” ২০১১ সালের ২৫ ডিসেম্বর শহরের উত্তরে অ্যাথলেটিক ক্লাবের মাঠে ৩৩টি স্টল নিয়ে হয়ে গিয়েছে শ্রীচৈতন্য বইমেলা। কলকাতার বেশ কয়েক জন নামী শিল্পী-সাহিত্যিকের উপস্থিতিতে ওই মেলা এক প্রকার মিলন মেলার চেহারা নেয়। সরকারপাড়ার মাঠে আয়োজিত এই বইমেলায় বইয়ের স্টল থাকছে ১৮টি। মেলার ‘থিম’ স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ। নবদ্বীপ বইমেলার স্মরণিকা সম্পাদক দেবাশিস নন্দী বলেন, “আমরা এবছর শুধু বিবেকানন্দই নন, বহু বিশিষ্ট ব্যক্তিকে স্মরণ করছি।” তবে নবদ্বীপ নাট্য উন্নয়ন পরিষদের সম্পাদক নবকুমার কর্মকার বলেন, “বইমেলাতেই নবদ্বীপের উৎসব শেষ নয়। উৎসব মরশুম শেষ হবে ৩৭ তম নাট্য সম্মেলন দিয়ে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.