l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
আগাম জামিনের আবেদন লক্ষ্মণ শেঠের
মাজদিয়া কাণ্ডে জামিন অভিযুক্তদের
শালবনিতে উদ্ধার বিপুল অস্ত্রশস্ত্র
বিস্তারিত...
জিটিএ ছাড়পত্র না মিললে চুক্তিপত্র
পুড়িয়ে আন্দোলনের হুমকি মোর্চার
নিজস্ব সংবাদদাতা • মালবাজার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের ঠিক মুখে ফের আন্দোলনের হুমকি দিল গোর্খা জনমুক্তি মোর্চা। বুধবার ডুয়ার্সের মালবাজারে শিপচু-কাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জনসভায় মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ জানান, মোর্চার দেওয়া সময়সীমার মধ্যেই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) গঠনের ছাড়পত্র না-মিললে ওই চুক্তিপত্র পোড়ানোর পরে এপ্রিলে আন্দোলনে নামবেন তাঁরা। গুরুঙ্গ বলেন, “জিটিএ চুক্তি কার্যকর করার জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে আমরা ২৭ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছি। এর মধ্যে তা গঠনের ছাড়পত্র চাই। ওই সময়ের মধ্যে জিটিএ ছাড়পত্র না-পেলে আমরা কিছু দিন টানা পাহাড়ে ঘুরে রণনীতি তৈরি করব। তার পরে ১৭ এপ্রিল জিটিএ চুক্তির কপি পুড়িয়ে আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে শেষ লড়াই করবে।” আগামীকাল, ১০ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করতে শিলিগুড়ি আসছেন মুখ্যমন্ত্রী।
বিস্তারিত...
‘ভুয়ো’ বিপিএলের হাতে বাড়ি, তদন্ত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
বিপিএলের তালিকায় গলদের সুবাদে ইন্দিরা আবাসন যোজনায় বাড়ি পেয়েছেন, এমন লোকেদের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে জেলার ‘ভিজিল্যান্স অ্যান্ড মনিটরিং কমিটি’। বুধবার বর্ধমানে বৈঠকের পরে কমিটির চেয়ারম্যান তথা তৃণমূলের কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় বলেন, “বিপিএল তালিকায় এমন বেশ কিছু লোকেরা নাম রয়েছে, যাঁরা অবস্থাপন্ন। এঁদের অনেকেই ইন্দিরা আবাস যোজনায় বাড়িও পেয়েছেন। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রশাসন এঁদের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে। ইন্দিরা আবাস যোজনায় তৈরি বাড়িও ফেরত নিয়ে নেওয়া হবে।” বর্ধমান-দুর্গাপুরের সিপিএম সাংসদ সাইদুল হক বলেন, “আমরাও চাই বিপিএলের তালিকায় অন্যায় ভাবে ঢুকে পড়া লোকেদের চিহ্নিত করা হোক।” জেলা প্রশাসন সূত্রের খবর, চলতি আর্থিক বর্ষে ওই কেন্দ্রীয় যোজনায় জেলায় মোট ৭০১৪টি বাড়ি তৈরি হবে বলে স্থির রয়েছে। জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা বলেন, গত আর্থিক বর্ষে প্রায় ১২ হাজার বাড়ি তৈরি হয়েছে। বর্ধমানই প্রথম জেলা, যারা এ বার সবার আগে ইন্দিরা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে।
বিস্তারিত...
জঙ্গলমহলে ৭০টি শিবিরের নির্দেশ মন্ত্রীর
রাজদীপ বন্দ্যোপাধ্যায় • বাঁকুড়া
অর্থাভাবে এত দিন ভাল ভাবে ধান কেনা যায়নি বলে দাবি করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জঙ্গলমহলে ধান কেনার কাজ দেখতে এসে বুধবার বাঁকুড়ার ওন্দায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “জঙ্গলমহলে ধান কেনার ৭০টি শিবির করা হবে। নিকুঞ্জপুরে একটি সমবায় সমিতিতে ধান কেনার আনুষ্ঠানিক সূচনা করতে গিয়ে মন্ত্রী সভায় বলেন, “অর্থাভাব থাকায় ধান কেনার কাজ ভাল রকম ভাবে শুরু করতে দেরি হল। ৩৪ বছরের বাম জমানায় রাজ্যের খাদ্য দফতরকে শুষে নেওয়া হয়েছে। দফতরে টাকার সঙ্কট রয়েছে। সেই কারণে আমাদের নতুন সরকারকে ক্ষমতায় এসে এই ধাক্কা খেতে হল।” তবে তাঁর আশ্বাস, এ বার বাঁকুড়া জেলায় ধান কেনার গতি বাড়ানো হচ্ছে। তিনি বলেন, “অত্যাবশকীয় পণ্য সরবরাহ নিগম, বেনফেড, ন্যাফেড আর এনসিসিএফ-এই চারটি সংস্থা জেলার ৬৪টি সমবায় সমিতির মাধ্যমে ধান কেনা শুরু করতে চলেছে।
বিস্তারিত...
বিশ বাঁও জলে ৭ কঙ্কাল-মামলা
বৈঠক বয়কট, নন্দীগ্রামে বিডিও ঘেরাও তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • তমলুক
গ্রামোন্নয়নের কাজে গতি আনতে ব্লক স্তরের প্রশাসনিক আধিকারিকদের বাড়তি দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। জেলা-সফরে গিয়ে নিয়ম করে বিডিওদের সঙ্গে বৈঠকও করছেন মুখ্যমন্ত্রী। অথচ তাঁর নির্দেশিত পথে ‘সক্রিয়’ হতে গিয়েই শাসকদলের জনপ্রতিনিধিদের ঘেরাও-বিক্ষোভের মুখে পড়লেন বিডিও! বিডিও-র ডাকা বৈঠক ‘বয়কট’-ও করলেন তাঁরা। ‘পরিবর্তন’-এর নন্দীগ্রামেই ঘটল এ ঘটনা। বাম-আমলে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সঙ্গে বার বারই ঠোকাঠুকি লেগেছে প্রশাসনের। এই দুই জেলা পরিষদেই ক্ষমতাসীন তৃণমূল। উন্নয়নে ‘ব্যর্থতা’র জন্য বাম-নেতৃত্ব সে সময়ে জেলা পরিষদ দু’টির পরিচালকদের দায়ী করতেন। জেলা পরিষদের তৃণমূল নেতৃত্ব প্রশাসনের বিরুদ্ধে পাল্টা ‘অসহযোগিতা’র অভিযোগ তুলতেন। এখন সরকারেও তৃণমূল। তার পরেও নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুরে প্রশাসনের সঙ্গে ত্রিস্তর পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্বের বিরোধ অব্যাহত। রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা-সহ বেশ কিছু প্রকল্প বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার বিডি
ও (নন্দীগ্রাম ১ ব্লক) বৈঠক ডেকেছিলেন।
বিস্তারিত...
কালাদিবস পালন পাথর শিল্পাঞ্চলে
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার
পাঁচামি ও তালবাঁধ এলাকায় সমস্ত পাথরশিল্পের কাজকর্ম বন্ধ রেখে বুধবার এই দিনটিকে কালাদিবস হিসেবে পালন করল আদিবাসী গাঁওতা। এ ব্যাপারে মঙ্গলবার লিখিত ভাবে তাদের পক্ষ থেকে মালিকদের জানানো হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালে ৮ ফেব্রুয়ারি বিকেলে মহম্মদবাজারের তালবাঁধ গ্রাম লাগোয়া কমল খানের পাথর খাদানে বিস্ফোরণ ঘটানো হয়। সেই সময় পাথরের টুকরো ছিটকে এসে পড়ে কয়েকটি আদিবাসী বাড়িতে। এর প্রতিবাদে অল্পবিস্তর হাতাহাতি হয় উভয়পক্ষের মধ্যে। এর পরেই আদিবাসীরা সঙ্ঘবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তোলেন। পাথর শিল্পের সমস্ত কাজকর্ম কয়েকদিন বন্ধ থাকার পরে প্রশাসনের উদ্যোগে ফের কাজকর্ম শুরু হয়। কিন্তু ২০ এপ্রিল কাপাসডাঙার বাসিন্দা ব্যবসায়ী বসিরুল শেখকে বরোমেশিয়া গ্রামে মেরে ফেলার অভিযোগ ওঠে আদিবাসীদের বিরুদ্ধে। ওই ঘটনার একদিন পরে অআদিবাসী সম্প্রদায়ের কয়েক হাজার লোকজন সভা করার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন কাপাসডাঙায়।
বিস্তারিত...
ফব-র পথ অবরোধের
জেরে অচল হল কোচবিহার
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
ফরওয়ার্ড ব্লকের জেলা জুড়ে পথ অবরোধ আন্দোলনের জেরে অচল হল কোচবিহার। চান্দামারিতে পথসভায় হামলা চালানোর ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেফতারের দাবি তুলে বুধবার ফরওয়ার্ড ব্লক কর্মীরা কোচবিহারের ৩০টি এলাকায় পথ অবরোধ করেন। সকাল ১০টা থেকে টানা দু’ঘণ্টা অবরোধের জেরে কোচবিহার সদর, দিনহাটা ও মেখলিগঞ্জ মহকুমায় নিত্যযাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। নিত্যযাত্রীদের এই দুর্ভোগের জন্যও তৃণমূলকে দায়ী করেছেন ফরওয়ার্ড ব্লক নেতারা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা না-হলে আরও বড় মাপের আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তাঁরা। পুলিশের ভূমিকা নিয়েও তাঁরা প্রশ্ন তুলেছেন। তৃণমূলের তরফে অবশ্য ওই অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করা হয়েছে। পাশাপাশি, গোলমালের জন্য ফ্রন্টের শরিকি বিবাদকে দায়ী করে তৃণমূলের পাল্টা অভিযোগ, বিশৃঙ্খলা সৃষ্টি করতেই ভিত্তিহীন অভিযোগ তুলে ফরওয়ার্ড ব্লক সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ঠেলে দিয়েছে।
বিস্তারিত...
এক নজরে...
• মানুষ মুখ ফেরাল, মারা গেলেন প্রৌঢ়
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
৩টি ট্যাঙ্কার ও ৪টি
ট্রাক ভাঙচুর, অবরোধ
পরীক্ষার তদন্তে
ঢিলে, নালিশ
দক্ষিণবঙ্গ
ভাঙড়ে সিপিএম নেতাকে মারধরে অভিযুক্ত তৃণমূল
জল না পেয়ে
সঙ্কটে বোরো চাষ
বর্ধমান
টিএমসিপি-র গোষ্ঠী
সংঘর্ষ বিশ্ববিদ্যালয়ে
ভাতা দেওয়ায় ‘দ্বিচারিতা’,
মামলা ইসিএলের বিরুদ্ধে
পুরুলিয়া
আট দিন পরে মা’র কোলে গিয়ে কেঁদে ফেলল বৈষ্ণবী
দুর্নীতিতে অভিযুক্ত
পঞ্চায়েত প্রধান
মুর্শিদাবাদ
দলত্যাগ ৭ জনের,
বেলডাঙা পুরসভা
হাতছাড়া হচ্ছে কংগ্রেসের
প্রধান শিক্ষক নেই, নেই
চাবিও, অতএব স্কুল ছুটি
মেদিনীপুর
‘ঘুরে দাঁড়াতে’ পাঁচ দফা ‘দাওয়াই’ সিপিএমের
ধান কেনায় লক্ষ্যপূরণ হয়নি, আজ জেলায় মন্ত্রী
কলকাতা
৩১.৬/১৭.৯
আজকের দিনে
•১৯৬৮:
অভিনেতা রাহুল
রায়ের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.