আগাম জামিনের আবেদন লক্ষ্মণ শেঠের |
কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন নন্দীগ্রাম নিখোঁজ মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত লক্ষ্মণ শেঠ। প্রয়োজনীয় নথিপত্র নিয়ে গতকালই আদালতে আপিল করেন তাঁর আইনজীবী। সম্ভবত আগামী সপ্তাহের প্রথমেই এই মামলাটির শুনানি হবে। প্রসঙ্গত গত ৩০ জানুয়ারি এই মামলার চার্জশিট পেশ করে সিআইডি। তখন থেকেই ফেরার সিপিএমের এই নেতা।
|
মাজদিয়া কাণ্ডে জামিন অভিযুক্তদের |
মাজদিয়ার কলেজে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় অবশেষে জামিন পেলেন ধৃত তিন এসএফআই সমর্থক। আজ সকালে হাইকোর্টে জামিন মঞ্জুর করা হল তাঁদের। সরকার পক্ষের আইনজীবীরা ধৃতদের জামিনের বিরোধিতা করেনি। ফলে শুনানি খুব বেশিক্ষণ চলেনি। ৩১ দিনের হাজতবাসের শেষে সম্ভবত আগামীকাল কৃষ্ণনগর সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হবে অভিযুক্তেদের।
|
শালবনিতে উদ্ধার বিপুল অস্ত্রশস্ত্র |
আজ সকালে শালবনি থেকে যৌথবাহিনীর জওয়ানরা উদ্ধার করে বিপুল অস্ত্রশস্ত্র। এর মধ্যে ১০ টি ডিরেকশনাল মাইন, ১ টি সাধারণ মাইন, ২৫ কিলোগ্রাম গান পাউডার এবং ৪০ কিলোগ্রাম স্প্লিন্টার তৈরির সরঞ্জাম। এর মধ্যে তিনটি মাইন ছিল সক্রিয়। বাকি মাইনগুলি ছিল ফাঁকা। সম্ভবত মাইনগুলি ভর্তি করার জন্যই জড়ো করা হয়েছিল বলে প্রাথমিক ধারণা পুলিশের। প্রসঙ্গত মঙ্গলবার থেকেই শালবনির জঙ্গলে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান শুরু করে যৌথবাহিনীর বিশেষ দল। আগামী দিনেও এই তল্লাশি চলবে বলে জানিয়েছে যৌথবাহিনী।
|
শিক্ষকের প্রহারে জখম ছাত্রী |
মালদহের সবদলপুরে শিক্ষকের প্রহারে জখম হল এক চতুর্থ শ্রেণীর ছাত্রী। আজ সকালে স্থানীয় বিবেকানন্দ শিশু নিকেতনে এই ঘটনা ঘটে। প্রহারে কানের পর্দা ফেটে গিয়েছে ছাত্রীটির। তাকে ভর্তি করা হয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় থানায়।
|
ধুবুলিয়ায় আত্মঘাতী জওয়ান |
আজ ভোর সাড়ে চারটে নাগাদ নদিয়ার ধুবুলিয়ার বিএসএফ ক্যাম্পে নিজের সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি করে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান। মৃতের নাম রথিসম। বিএসএফের ২৬ নম্বর ব্যাটেলিয়নের এই জওয়ান কেরলের বাসিন্দা। সম্ভবত মানসিক অবসাদের কারণেই এই আত্মহত্যা বলে প্রাথমিক ধারণা হলেও সঠিক কারণ এখনও জানা যায়নি। পাওয়া যায়নি কোনও সুইসাইড নোটও। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন বিএসএফের আধিকারিকরা।
|
তিন কংগ্রেস সমর্থকের জেল হেফাজত |
লিলুয়ায় পুলিশের ওপর হামলায় ধৃত তিন কংগ্রেস সমর্থকের সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার রাতে ‘নো এন্ট্রি’-তে এক কংগ্রেস নেতার লরি ঢুকতে না দেওয়ায় কর্তব্যরত কনস্টেবল ও গ্রিন পুলিশের এক কর্মীকে বেধরক মারধর করে অভিযুক্তরা। |