l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
কৃষ্ণনগরে মমতা
সুশান্ত ঘোষের মুক্তি
জ্ঞানেশ্বরী-কাণ্ডে চালক, সহকারী চালক ও গার্ড বরখাস্ত
সংসদ ভবনের অদূরে তাজা কার্তুজ উদ্ধার
মমতা আজ নদিয়ায়
ঠাকুমা খুন নাতির হাতে
ফিলিপিন্সে ভূমিকম্প
লিবিয়ায় ঠান্ডা
প্রাথমিকে নিয়োগ নিয়ে বিতর্ক
শিশু মৃত্যু
বিস্তারিত...
জিটিএ নিয়ে রাজ্য সঠিক
পথেই এগোচ্ছে, বললেন রাজ্যপাল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
জিটিএ চুক্তি বাস্তবায়িত করতে রাজ্য সরকার সঠিক পথেই এগোচ্ছে বলে জানালেন রাজ্যপাল এম কে নারায়ণন। রবিবারই জিটিএ চুক্তির রূপায়ণ ত্বরাণ্বিত করতে ফের গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনের হুমকি দেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ। তাই রাজ্যপালের এ দিনের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মোর্চা নেতৃত্ব রবিবার এ-ও জানিয়েছিলেন, রাজ্যপাল ডাকলে তাঁর সঙ্গে দেখা করে জিটিএ চুক্তি দ্রুত বাস্তবায়িত করার আর্জি জানানো হবে। ঘটনাচক্রে সোমবারই ‘ব্যক্তিগত’ সফরে দার্জিলিঙে পৌঁছেছেন রাজ্যপাল। এনজেপিতে নেমে দার্জিলিঙে রওনা হওয়ার মুখে তিনি বলেন, “জিটিএ চুক্তি বাস্তবায়িত করতে রাজ্য সরকার সঠিক পথেই এগোচ্ছে। আশা করছি, দ্রুত প্রক্রিয়া সম্পূর্ণ হবে। মোর্চার প্রতিনিধিদল আমার সঙ্গে দেখা করতে চাইলে, দেখা করব।”
বিস্তারিত...
জেল থেকে আজ ছাড়া পেতে পারেন সুশান্ত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর ও কলকাতা
জামিন পাওয়ার পরে আজ, মঙ্গলবার আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ছাড়া পেতে পারেন প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ। তবে সুপ্রিম কোর্টের শর্তের বাইরেও সরকার পক্ষ নিম্ন আদালতে আরও কিছু শর্ত আরোপের দাবি জানিয়েছে। গত শুক্রবার সুপ্রিম কোর্ট দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে অভিযুক্ত সুশান্তবাবুর ‘শর্তাধীন’ জামিন মঞ্জুর করে। সেই নির্দেশের ‘সার্টিফায়েড’ অনুলিপি সোমবার বিকালে মেদিনীপুরের চতুর্থ অতিরিক্ত জেলা-দায়রা বিচারক অভিজিৎ সোমের এজলাসে জমা দেন সুশান্তবাবুর আইনজীবীরা। এই আদালতেই আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে বিচার-পর্ব শুরু হওয়ার কথা। সুপ্রিম কোর্টের নির্দেশ দেখে অতিরিক্ত জেলা-দায়রা বিচারক ৪০ হাজার টাকা বন্ড জমা দেওয়ারও নির্দেশ দিয়ে দেন সুশান্তবাবুর আইনজীবীদের।
বিস্তারিত...
রেলের কারখানার কাজ
শুরু শীঘ্রই, আশ্বাস জিএমের
নিজস্ব সংবাদদাতা • আদ্রা
জমি-জটের গেরোয় জেলার রঘুনাথপুরে ইতিমধ্যেই আটকে রয়েছে একাধিক বড় শিল্প-প্রকল্প। এরই মধ্যে পুরুলিয়ার পক্ষে ভাল খবর, আনাড়ায় রেলের কামরার মধ্যবর্তী পুনর্বাসন কারখানার নির্মাণকাজ দ্রুত কাজ শুরু হচ্ছে। সোমবার আদ্রা ডিভিশনের বার্ষিক পরিদর্শনে এসে এ কথা জানান দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এ কে বর্মা। আদ্রায় এনটিপিসি-র সঙ্গে রেলের যৌথ উদ্যোগে প্রস্তাবিত তাপবিদ্যুৎ কেন্দ্রের জল পাওয়া নিয়ে যে সমস্যা ছিল, তা-ও মিটে গিয়েছে বলে তিনি জানিয়েছেন। ডিভিসি-র পাঞ্চেত জলাধার থেকে সেখানে জল দেওয়ার কথা। বর্মা বলেন, “সম্প্রতি রেলবোর্ডের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে। আদ্রার বিদ্যুৎ প্রকল্পের জন্য জল-সমস্যা মিটেছে। পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র পেলেই কাজ শুরু হবে।” বস্তুত, আদ্রায় প্রায় ছ’হাজার কোটি টাকা বিনিয়োগে ১৩২০ মেগাওয়াটের এই তাপবিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়িত হলে এলাকার অর্থনীতির চেহারাই বদলে যাবে যাবে মনে করছেন রেল-কর্তৃপক্ষ।
বিস্তারিত...
তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
স্থানীয় ঝামেলাকে কেন্দ্র করে ফের জাতীয় সড়ক অবরোধের জেরে নাকাল হতে হল যানবাহন থেকে পথচারীদের। সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বনগাঁয় যশোহর রোডে ওই অবরোধ হয়। এক তৃণমূল কাউন্সিলরের ছেলেকে মারধরের অভিযোগে রবিবার রাতে বনগাঁ শহরের ২২ নম্বর ওয়ার্ডে বেশ কিছু বাড়িতে ভাঙচুর চালায় একদল জনতা। কয়েকজনকে মারধরের অভিযোগও ওঠে। আহত অবস্থায় এক বৃদ্ধকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও ক্ষতিপূরণের দাবিতে কয়েকশো বাসিন্দা সোমবার সকালে যশোহর রোড অবরোধ করেন। পরে বনগাঁ থানার আইসি স্বপন দে ঘটনস্থলে যান। পৌঁছে যায় গাইঘাটা থানার পুলিশও। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এলাকায় পুলিশ পিকেট বসেছে।
বিস্তারিত...
জীবনতলায় ফের মারধর পুলিশকে, লুঠ রাইফেলও
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং
মাত্র চার মাসের ব্যবধানে ক্যানিংয়ের জীবনতলায় ফের আক্রান্ত পুলিশ। ফের অভিযুক্ত শাসকদল তৃণমূল। জীবনতলা থানার পারগাথি এলাকায় দলীয় একটি মিছিলকে ঘিরে সোমবার সন্ধ্যায় তৃণমূলের দু’টি গোষ্ঠীর ঝামেলা বাধে। পুলিশ থামাতে গেলে তাদের উপরেই হামলা চালায় এক গোষ্ঠী। অভিযোগ, ভাঙচুর করা হয় পুলিশের জিপ। বাঁশ দিয়ে পেটানো হয় গাড়ির চালক-সহ চার পুলিশকর্মীকে। এক জনের মাথা ফাটে। আর এক পুলিশকর্মীর রাইফেল ছিনিয়ে নেয় হামলাকারীরা। খবর পেয়ে ক্যানিংয়ের এসডিপিও পিনাকীরঞ্জন দাস, সি আই মিহির দাস ও জীবনতলার ওসি রতন চক্রবর্তীর নেতৃত্বে বড় পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরে রাতে ওই গ্রাম থেকেই রাইফেলটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিস্তারিত...
জখম প্রৌঢ় ঘণ্টাখানেক পড়ে থাকলেন রাস্তায়
শুভাশিস সৈয়দ • বহরমপুর
বেলা সাড়ে এগারোটায় স্বর্ণময়ী বাজারে তখন ব্যস্ততা তুঙ্গে। চারপাশে অনেক লোক। কিন্তু রাস্তার পাশেই পড়ে থাকা এক প্রৌঢ়কে পৌঁছে দেওয়া গেল না বাজারের উল্টো দিকের হাসপাতালে। সোমবার সকালে হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে গিয়েছিলেন ওই প্রৌঢ়। তারপরে একটি ট্রাক এসে তাঁকে ধাক্কা দেয়। বহরমপুর লাগোয়া সারগাছি মহিষাস্থলীর বাসিন্দা অনাথ পাল নামে বছর বাহান্নর ওই ব্যক্তি ভরা বাজারের সামনেই সেই অবস্থায় রাস্তায় পড়ে থাকেন প্রায় ঘণ্টা খানেক। ওই বাজারের কাছাকাছি স্থানীয় একটি রেস্তোরাঁর মালিক সুশান্ত দাস একা হাতে কিছুটা চেষ্টা করেছিলেন। প্রায় সংজ্ঞাহীন অনাথবাবুকে কোনওমতে তিনি রাস্তার ধারে নিয়ে আসেন। কিন্তু অনাথবাবুকে তাঁর একার পক্ষে রিকশায় তোলা সম্ভব হয়নি। রিকশাও তাঁর ডাকে সাড়া দেয়নি। সাহায্যের জন্য এগিয়ে আসেননি কেউই। তিনি তখন পুলিশকে খবর দেন।
বিস্তারিত...
মারপিটে আহত কর্মী,
চাপানউতোর সিপিএম-তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
বাউল গানের আসরে মদ খাওয়া নিয়ে গোলমালের জেরে মারপিটে আহত হয়েছেন সিপিএম এবং তৃণমূলের দুই কর্মী। আউশগ্রামের সরগ্রামের ওই ঘটনায় উভয় পক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেছে। তবে সোমবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। কিন্তু তার জের গড়ায় রবিবার পর্যন্ত। বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস সরকার বলেন, “রবিবার সকালে ওই গ্রামের নীতিশ ঘড়ুইয়ের সঙ্গে মহাদেব বিশ্বাস নামে এক জনের গোলমাল হয়। নীতিশ মহাদেবের পায়ে টাঙ্গি দিয়ে কোপ মারে। এই ঘটনার জেরে গ্রামের লোকেরা নীতিশ ও তাঁর ছেলেকে আটকে রাখেন বলে অভিযোগ। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন। নীতিশ ও মহাদেব দু’জনেই হাসপাতালে ভর্তি।” মহাদেববাবুর বাড়ির লোকজন রবিবারই আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। ওই দিনই তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা নীতিশবাবু সোমবার বিকেলে পুলিশে অভিযোগ জানান। ।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
তেরোটি দোকান ভস্মীভূত
গোলমালে পণ্ড সংসদ গঠন
দক্ষিণবঙ্গ
তৃণমূল কাউন্সিলরের
বিরুদ্ধে অভিযোগ
সিটুর অবরোধ দিল্লি রোডে
বর্ধমান
দুর্ঘটনায় গুরুতর আহত বিজেপি নেতা শমীক
এমএএমসি থেকে সরে
গেল সিআইএসএফ
পুরুলিয়া
বন্ধ কারখানা,
বিপাকে শ্রমিকরা
সাফাইকর্মীদের
স্থায়ীকরণের দাবি
মুর্শিদাবাদ
শহরে লরি নয়,
সিদ্ধান্ত ব্যবসায়ীদের
কান্নায় ঘুমের বিঘ্ন,
আছড়ে খুন শিশুকন্যাকে
মেদিনীপুর
হত ‘মাওবাদী’র
দেহ শনাক্ত করলেন দাদা
চির-অভাবী শান্তিলতার অমূল্য দানে আপ্লুত গ্রাম
কলকাতা
৩২.১/১৫.৮
আজকের দিনে
•
১৯৩৮:
ভারতীয় কমিউনিস্ট
নেতা এস রামচন্দ্রন পিল্লাইয়ের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.