বাউল গানের আসরে মদ খাওয়া নিয়ে গোলমালের জেরে মারপিটে আহত হয়েছেন সিপিএম এবং তৃণমূলের দুই কর্মী। আউশগ্রামের সরগ্রামের ওই ঘটনায় উভয় পক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেছে। তবে সোমবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
ঘটনার সূত্রপাত শনিবার রাতে। কিন্তু তার জের গড়ায় রবিবার পর্যন্ত। বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস সরকার বলেন, “রবিবার সকালে ওই গ্রামের নীতিশ ঘড়ুইয়ের সঙ্গে মহাদেব বিশ্বাস নামে এক জনের গোলমাল হয়। নীতিশ মহাদেবের পায়ে টাঙ্গি দিয়ে কোপ মারে। এই ঘটনার জেরে গ্রামের লোকেরা নীতিশ ও তাঁর ছেলেকে আটকে রাখেন বলে অভিযোগ। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন। নীতিশ ও মহাদেব দু’জনেই হাসপাতালে ভর্তি।” |
মহাদেববাবুর বাড়ির লোকজন রবিবারই আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। ওই দিনই তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা নীতিশবাবু সোমবার বিকেলে পুলিশে অভিযোগ জানান। সিপিএমের গুসকরা জোনাল সম্পাদক অচিন্ত্য মজুমদারের দাবি, “বাউল গানের আসরে গোলমালের জেরে স্থানীয় তৃণমূল নেতা নীতিশ ঘড়ুই টাঙ্গি দিয়ে তার পায়ে কোপ মারে। তাই গ্রামের লোক নীতিশকে মারধর করেছেন।” আউশগ্রাম থানা সূত্রেও বলা হয়েছে, মদ খাওয়া নিয়ে গোলমালের জেরেই এই ঘটনা। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।
নীতিশ পেশায় হস্তশিল্পী। বাঁশের নানা জিনিস গড়ে মেলায় মেলায় ঘুরে বিক্রি করেন। শুক্রবারই চেন্নাইয়ের একটি মেলা থেকে ফিরেছেন তিনি। গায়ে ব্যান্ডেজ জড়ানো অবস্থায় হাসপাতালে শুয়েই তিনি অভিযোগ করেন, “গ্রামের ডোমপাড়ায় বাউল গানের আসরে এক দল লোক মদ খেয়ে হুল্লোড় করছিল। পাশেই আমার বাড়ি। চিৎকারে অতিষ্ঠ হয়ে আমি বেরিয়ে বারণ করি। ওরা গালিগালাজ করে তেড়ে আসে। আমি বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিই। কিন্তু পরের দিন সকাল সাড়ে ৮টা নাগাদ এক দল সিপিএম কর্মী-সমর্থক আমার বাড়িতে চড়াও হয়। আমায় তুলে নিয়ে গিয়ে দু’দফায় মারধর করে।”
সেই সঙ্গে তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করা হয় এবং নবম ও দশম শ্রেণিতে পড়া দুই মেয়েকে আটকে রাখা হয় বলেও নীতিশবাবুর অভিযোগ। বাড়ি থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগও তুলেছেন তিনি। স্থানীয় তৃণমূল নেতা পার্থ মুখোপাধ্যায়ের বক্তব্য, “সিপিএম সমর্থকদের ওই হামলার পরে সোমবার আমরা গ্রামে গিয়ে ওঁর স্ত্রী ও বড় মেয়েকে উদ্ধার করে আমাদের আশ্রয়ে রেখেছি।” সিপিএম নেতা অচিন্ত্যবাবু পাল্টা বলেন, “নীতিশ স্থানীয় হস্তশিল্পীদের অফিস দখল করে নিয়েছে। তবে ওঁর স্ত্রী বা মেয়েদের উপরে হামলার অভিযাগ ঠিক নয়।” |