পুরুলিয়া-বাঁকুড়া |
পুরুলিয়ায় বাস বন্ধে ভোগান্তি যাত্রীদের |
|
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: স্ট্যান্ডের উন্নয়ন নিয়ে প্রশাসনের সঙ্গে ‘বিরোধে’র জেরে বাস বন্ধ রাখল বাসমালিক সমিতি। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হওয়ায় পুরুলিয়া জেলার ৪৬টি রুটের প্রায় ৩৮০টি বাস রাস্তায় নামেনি। শুধু তাই নয়, অন্য জেলা থেকে আসা বাসগুলিও এ দিন জেলায় ঢোকেনি। স্বাভাবিক ভাবে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে নিত্য যাত্রীদের। আর দুই পক্ষের বিরোধে সমস্যায় পড়তে হল যাত্রীদের। |
|
দুর্ঘটনায় জখম, অবরোধ বাঁকুড়ায় |
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: গাড়ির ধাক্কায় জখমদের ক্ষতিপূরণ দেওয়া, অভিযুক্তদের শাস্তি দেওয়ার দাবিতে প্রায় ৫ ঘণ্টা অবরোধ হল বাঁকুড়া থানার কাশীবেদিয়া চৌমাথা মোড়ে, বাঁকুড়া-পুরুলিয়া ৬০-এ জাতীয় সড়ক। প্রথমে পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বিধায়ক কাশীনাথ মিশ্রের হস্তক্ষেপে সাড়ে ৪টের পরে অবরোধ উঠে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলা ১১টা নাগাদ বুদ্ধদেব মণ্ডল তাঁর স্ত্রী গীতাদেবী ও সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে মোটরবাইকে করে ইঁদপুরের চাকোলতোড়ের দিকে যাচ্ছিলেন। |
|
|
রেলের কারখানার কাজ
শুরু শীঘ্রই, আশ্বাস জিএমের |
বন্ধ কারখানা,
বিপাকে শ্রমিকরা |
|
টুকরো খবর |
|
|
জুনিয়র কনস্টেবল পদের পরীক্ষার অ্যাডমিট তোলার
লাইন সারেঙ্গা থানায়। সোমবার ছবিটি তুলেছেন উমাকান্ত ধর। |
|
বীরভূম |
পাকা রাস্তার দাবি
মহম্মদবাজারে |
নিজস্ব সংবাদদাতা, মহম্মদবাজার: মহম্মদবাজারের আঙ্গারগড়িয়া থেকে সোঁতশাল মোড়। ১২ কিলোমিটার ওই রাস্তাটি চওড়া এবং পাকা করা স্থানীয় বাসিন্দারের দীর্ঘদিনের দাবি। একই সঙ্গে প্রশাসনের সকল স্তরে ওই রাস্তার উপর থাকা সেতু দু’টিরও সংস্কার ও চলাচলের যোগ্য করে তোলার দাবিও জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু প্রশাসন তঁদের দাবিকে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। |
|
নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট: চাকরি থাকাকালীন যে সব কর্মচারী মারা গিয়েছেন, তাঁদের পরিবারের এক জনকে চাকরি দিতে হবে। এই দাবিতে সোমবার পুরপ্রধানের কাছে স্মারকলিপি দিলেন, সিটু প্রভাবিত রাজ্য মিউনিসিপ্যাল ওয়ার্কাস মেন ফেডারেশনের রামপুরহাট পুরসভার কর্মকাচারীরা। এ দিন উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক রবীন সিংহ, সভাপতি রামেশ্বর মুখোপাধ্যায়, পুরসভার বিরোধী কাউন্সিলর সিপিএমের সঞ্জীব মল্লিক, অসীম মজুমদার, অন্য বামপন্থী কাউন্সিলর ফরওয়ার্ড ব্লকের স্বপন দত্ত প্রমুখ। |
সাফাইকর্মীদের
স্থায়ীকরণের দাবি |
|
|
বইমেলার
প্রস্তুতি বোলপুরে |
|
টুকরো খবর |
|
|
ঝুকির যাত্রা। সিউড়িতে ছবিটি তুলেছেন তাপস বন্দ্যোপাধ্যায়। |
|
ভ্রম সংশোধন
সোমবার ‘মৃত শ্রমিকের মেয়ের বিয়েতে সাহায্য সংগঠনের’ শীর্ষক সংবাদে
ছাপা হয়েছে ‘সিপিএমের ওই শ্রমিক সংগঠন’। আসলে তা ‘সিপিআইয়ের
ওই শ্রমিক সংগঠন’ হবে। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত। |
|
|
|