শ্রীনিকেতনে শুরু মাঘ মেলা
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
মাঘ মেলার ছবিটি তুলেছেন বিশ্বজিৎ রায়চৌধুরী। |
নব্বই তম শ্রীনিকেতন বার্ষিক উৎসব শুরু হল সোমবার। রবীন্দ্রনাথের পল্লী উন্নয়নের আদর্শকে সামনে রেখে অন্যান্য বছরের মত এবারও উদ্যোগী হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। শ্রীনিকেতন কর্মী সঙ্ঘের সম্পাদক জয়দেব সরকার বলেন, “এ বার মাঘ মেলায় শতাধিক স্টলেতে রবীন্দ্রনাথের কৃষি-হস্তশিল্পের প্রচার ও প্রসারের আদর্শকে সামনে রেখে এ বারের মেলায় প্রতিযোগিতামূলক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রয়েছে অগ্নিনির্বাপক ব্যবস্থাও। গ্রামের আর্থ-সামাজিক বিকাশে রবীন্দ্রনাথের আদর্শ ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।” এ দিন মেলায় উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। মেলার প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক মার্টিন কম্পটন। |
ট্রাকের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়োর
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে নলহাটি থানার কয়থা মোড়ে। মৃতের নাম গোলাম আম্বিয়া মল্লিক (৪২)। বাড়ি নলহাটি থানার কয়থা পঞ্চায়েত পাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় গোলামবাবু সাইকেল চালিয়ে পাড়া থেকে কয়থা সমবায় বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। আচমকা নলহাটি থেকে মোড়গ্রামমুখী একটি পাথরবোঝাই ট্রাক তাঁকে ধাক্কা মারলে তিনি সাইকেল থেকে পড়ে যান। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা ট্রাকটিকে আটক করে পুলিশের হাতে দেয়। পুরো ঘটনার ফলে জাতীয় সড়কে এ দিন প্রায় ঘণ্টা খানেক যান চলাচল ব্যহত হয়। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, “নলহাটি থেকে মোড়গ্রাম পর্যন্ত জাতীয় সড়কের বেহাল দশার জন্য বার বার দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগেই ওই একই এলাকায় দুর্ঘটনায় এক প্রাথমিক শিক্ষকের মৃত্যুও হয়। কিন্তু প্রশাসন রাস্তা সংস্কারে কোনও উদ্যোগ নিচ্ছে না।” |
তৃণমূলকর্মীকে গুলি, অভিযুক্ত সিপিএম
নিজস্ব সংবাদদাতা • লাভপুর |
এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সিপিএম নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন। রবিবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটে লাভপুরের রায়পুর গ্রামে। গ্রামের ক্লাবের সরস্বতী প্রতিমা বিসর্জনের পরে খাওয়া শেষ করে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী সনাতন মণ্ডল। অভিযোগ, বাড়ি ঢোকার কিছুটা আগে ৬-৭ জন দুষ্কৃতী তাঁর উপরে চড়াও হয়। প্রথমে তাঁকে লক্ষ্য করে গুলি করে। গুলি বাম পায়ে লাগায় তিনি পড়ে যান। পরে তারা একটি বোমা ছোড়ে। গ্রামবাসীরা ছুটে আসতে দুষ্কৃতীরা চম্পট দেয়। বাসিন্দারা ও পুলিশ সনাতনবাবুকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠান। পরে তাঁকে বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। তৃণমূলের সংশ্লিষ্ট হাতিয়া অঞ্চল কমিটির সহসভাপতি রামনারায়ণ চন্দ্রের অভিযোগ, “সনাতনবাবু এলাকায় সংগঠন বৃদ্ধির কাজ করছিলেন। সেই আক্রোশে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপরে চড়াও হয়।” সিপিএমের লাভপুর জোনাল কমিটির সম্পাদক পল্টু কোঁড়া বলেন, “কারা ওই ঘটনার সঙ্গে জড়িত জানি না। পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। কিন্তু কোনও নির্দোষ ব্যক্তিকে যেন ফাঁসিয়ে না দেওয়া হয়।” পুলিশ জানায়, সোমবার রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। |
প্রৌঢ়ের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
কীটনাশক খেয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম মেঘনাথ ভুঁইমালি (৫০)। বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুর এলাকায়। রবিবার দুপুরে রামপুরহাট মহকুমা হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। সেখানে রাতে তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে ওই ব্যক্তি কীটনাশক খেয়েছিলেন। |