নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
এ বার জেলা বইমেলা ৩০ বছরে পা দেবে। কাল, বুধবার থেকে বোলপুরের ডাকবাংলো ময়দানে বইমেলা শুরু হবে। সে জন্য চলছে জোর কদমে প্রস্তুতি। বইয়ের স্টলের পাশাপাশি থাকছে থাকছে গ্রন্থ প্রদর্শনী। ৯ হাজার বর্গফুট এলাকা জুড়ে থাকছে ৯৬টি স্টল। মিলবে উর্দ্ধু ও অলচিকি ভাষার বই। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, “প্রায় চার লক্ষ টাকা বাজেট ধার্য হয়েছে। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্রছাত্রীদের জন্য প্রতিযোগিতা।” জেলাশাসক জানান, বিনা পয়সায় জেলার কবি-সাহিত্যিকদের জন্য একটি জায়গা দেওয়া হয়েছে। সেখানে তাঁরা তাঁদের সৃষ্টিসম্ভাব নিয়ে বসবেন। |
সোমবার সকালে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেল, স্টল তৈরির কাজ চলছে জোর কদমে। প্রকাশক ও উদ্যোক্তাদের নির্দেশ মতো কাজ চলছে। মূল প্রাঙ্গণ লাগোয়া জায়গায় মঞ্চ তৈরি চলছে। প্রতিদিন সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রতিযোগিতায় যোগদানের জন্য কোথা থেকে আবেদনপত্র পাওয়া যাবে তা নিয়ে প্রচার চলছে শহর জুড়ে। উদ্যোক্তা পশ্চিমবঙ্গ গ্রন্থাগারিক দফতর। জেলা গ্রন্থাগার আধিকারিক সুমন্ত বন্দ্যোপাধ্যায় বলেন, “এই বইমেলায় যাবতীয় অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা হয়েছে। বইমেলার অগ্নিবিমাও করা হয়েছে। পাশাপাশি দমকলের একটি ইঞ্জিন সব সময়ের জন্য রাখা থাকছে।” |