নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
চাকরি থাকাকালীন যে সব কর্মচারী মারা গিয়েছেন, তাঁদের পরিবারের এক জনকে চাকরি দিতে হবে। এই দাবিতে সোমবার পুরপ্রধানের কাছে স্মারকলিপি দিলেন, সিটু প্রভাবিত রাজ্য মিউনিসিপ্যাল ওয়ার্কাস মেন ফেডারেশনের রামপুরহাট পুরসভার কর্মকাচারীরা। এ দিন উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক রবীন সিংহ, সভাপতি রামেশ্বর মুখোপাধ্যায়, পুরসভার বিরোধী কাউন্সিলর সিপিএমের সঞ্জীব মল্লিক, অসীম মজুমদার, অন্য বামপন্থী কাউন্সিলর ফরওয়ার্ড ব্লকের স্বপন দত্ত প্রমুখ। রবীন সিংহ বলেন, “পুরসভায় সাফাইয়ের কাজে ১০ জন কর্মী নিযুক্ত ছিলেন। গত চার বছরের মধ্যে অনেকে মারা গিয়েছেন। তাঁদের পরিবারের কাউকে এখনও চাকরি দেওয়া হয়নি।” পুরসভার উদাসীনতার জন্য তাঁরা চাকরি পাচ্ছেন না বলে তাঁর অভিযোগ। অভিযোগের বিষয়ে পুরপ্রধান তৃণমূলের নির্মল বন্দ্যোপাধ্যায় বলেন, “চেষ্টা করা হচ্ছে না এই অভিযোগ ঠিক নয়। আমরা কর্তৃপক্ষের নির্দেশ মতো কাজ করছি।” শূন্য পদে নিয়োগ ও পদোন্নতির ব্যাপারে পুরপ্রধান বলেন, “এ ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়া পর্যন্ত কাজ করতে পারছি না।” এই দাবির পাশাপাশি তাঁরা অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পেনশন, পুরকর্মীদের শনিবার ছুটি দেওয়া, সাফাইয়ের কাজে নিযুক্ত অস্থায়ী কর্মীদের সরকারি নিয়ম মেনে স্থায়ীকরণ করা-সহ ৯ দফা দাবি জানিয়েছেন। পুরপ্রধান বলেন, “দৈনিক মজুরির ভিত্তিতে অস্থায়ী ভাবে সাফাইকর্মীদের কাজে লাগানো হয়। তাঁদের স্থায়ীকরণের কোনও প্রশ্ন আসে না। স্বাস্থ্য কর্মীদের ভাতা বৃদ্ধির বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। এ ছাড়া, কিছু কর্মীকে পেনশন দেওয়া হয়েছে। বাকিদেরও কী ভাবে দেওয়া যায়, তার কাজ চলছে। ছুটির বিষয়টি বোর্ড অফ কাউন্সিলের সভায় অনুমোদন করা হবে।” |