হাট-আশুরিয়ার একটি অ্যালুমিনিয়ামের পাত তৈরির কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিল কারখানা কর্তৃপক্ষ। ঘটনার জেরে তুমুল ক্ষোভ সৃষ্টি হয়েছে ওই কারখানার কাজ হারানো প্রায় ১৫০ স্থায়ী ও অস্থায়ী কর্মীর মধ্যে। হঠাৎ করে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা এ দিন কারখানার মূল দরজার সামনে বিক্ষোভও দেখান।
প্রতিদিনকার মত সোমবারও কারখানার কাছে যোগ দিতে এসেছিলেন শ্রমিকরা। কারখানায় এসে তাঁরা দেখেন কারখানার মূল দরজা বন্ধ। দরজায় একটি নোটিশ ঝোলানো হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ করার ঘোষণা লেখা ছিল তাতে। এই পরিস্থিতিতে বেকায়দায় পড়া ওই কারখানার শ্রমিক বুদ্ধদেব খাঁ, সাধন ঘোষরা বলেন, “প্রায় তেরো বছর ধরে এই কারখানায় কাজ করছি। এভাবে হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়ায় খুব সমস্যায় পড়ে গেছি।” অবিলম্বে এই কারখানা চালু করার দাবিও জানিয়েছেন তাঁরা।
এ দিকে, কারখানা কর্তৃপক্ষের তরফে গ্রুপ পার্সোনাল ম্যানেজার অনুপম মিত্র কারখানা বন্ধের যুক্তি হিসেবে দাবি করেন “দীর্ঘদিন ধরে কারখানা আর্থিক ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছিল। কারখানায় উৎপাদনের কাজ প্রায় বন্ধই ছিল। কার্যত শ্রমিকদের বসিয়ে বসিয়ে বেতন দেওয়া হচ্ছিল। এ সব কারণেই কর্তৃপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।” অবশ্য ওই কারখানার আইএনটিটিইউসি নেতা অলোক মুখোপাধ্যায় তাঁর দাবি উড়িয়ে দিয়ে বলেন, “এই ভাবে শ্রমিকদের সঙ্গে কোনও রকম আলোচনা না করে দুম করে কারখানা বন্ধ করে দেওয়াটা অন্যায়। উৎপাদন বন্ধের কথাটিও সবৈব মিথ্যা। আমারা কর্তৃপক্ষের কাছে ফের কারখানা চালু করার দাবি জানাচ্ছি।” বড়জোড়ার বিডিও দেবারতি সরকার ঘটনা প্রসঙ্গে বলেন, “শ্রমিকরা লিখিত ভাবে আমার কাছে অভিযোগ জানিয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” |