কেন্দ্রের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • বান্দোয়ান |
জেলায় দু’টি পুষ্টি পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন হল সোমবার। বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও মানবাজার দুই ব্লকের বারি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সুকুমার হাঁসদা। জেলা স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে, যে সমস্ত নবজাতক স্বাভাবিকের তুলনায় ওজন কম এবং অপুষ্টিতে আক্রান্ত তাদের ও প্রসূতি মায়েদের এই পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে রেখে পরিচর্যা করা হবে। মায়েরা যত দিন এই কেন্দ্রে থাকবেন, তাঁরা সরকার নির্ধারিত হারে মজুরির টাকা পাবেন। এ ছাড়া, প্রসূতি ও নবজাতকের বাড়ি থেকে যাতায়াতের ব্যবস্থা করবে কেন্দ্র। |
অবস্থান-বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
তফসিলি উপজাতির দাবিতে সোমবার সন্ধ্যা পর্যন্ত মানবাজার ব্লক অফিসে অবস্থান করলেন মাঝি সাঁওতাল সমাজ উন্নয়ন সমিতি। সমিতির পক্ষে দেবেন্দ্রনাথ মাঝি ও হিরন্ময় মাঝি বলেন, “আমাদের জমির দলিল ও অন্যান্য নথি পত্রে জাতি সাঁওতাল বলে উল্লেখ থাকলেও আমরা তফসিলি উপজাতির সুযোগ সুবিধা পাই না। দীর্ঘদিন ধরে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে।” মানবাজারের বিডিও সায়ক দেব বলেন, “দাবি নিয়ে সমিতির প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি সম্পর্কে জেলা কর্তৃপক্ষকে অবহিত করেছি।” |