নিজের বিধাননগরের বাড়ি থেকে বীরভূম যাওয়ার পথে গাড়িতে ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক শমীক ভট্টাচার্য। সোমবার দুপুরে বর্ধমান শহরের কাছে বেচারহাটে ওই দুর্ঘটনা ঘটে। তাতে গাড়ির চালক গোরা বসাক এবং বিজেপি কর্মী শুভেন্দু চক্রবর্তীও গুরুতর আহত হন। তিন জনই বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শমীক ভট্টাচার্য। নিজস্ব চিত্র |
পুলিশ ও বিজেপি সূত্রের খবর, শমীকবাবু এ দিন দলের একটি টাটা সুমোয় চড়ে বীরভূমের দুবরাজপুরে এক সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। দুপুর ১২টা নাগাদ জি টি রোডে একটি ট্রাক চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডার টপকে শমীকবাবুর গাড়িতে ধাক্কা মারে। গাড়ি উল্টে যায়। স্থানীয় লোকজনই তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে রাত পর্যন্ত চালককে ধরা যায়নি।
বিজেপি-র বর্ধমান জেলা সভাপতি দেবীপ্রসাদ মল্লিক বলেন, “শমীকবাবুর মাথায় গুরুতর চোট লেগেছে। ৪০টি সেলাই দিতে হয়েছে। দীর্ঘক্ষণ আইসিসিইউ-তে রাখার পরে সন্ধ্যায় তাঁকে সাধারণ শয্যায় দেওয়া হয়। তবে ২৪ ঘণ্টা না কাটলে তাঁর অবস্থা সম্পর্কে কিছু বলা যাবে না বলে চিকিৎসকেরা জানিয়েছেন।” দুর্ঘটনার খবর পেয়ে এ দিন দুপুরেই কলকাতা থেকে শমীকবাবুকে দেখতে যান বিজেপি-র সংগঠনের সাধারণ সম্পাদক অমলেন্দু চট্টোপাধ্যায় এবং দলের রাজ্য নেতা অলোক গুহ রায়। অলোকবাবু বলেন, “মঙ্গলবার শমীকবাবুকে কলকাতার কোনও হাসপাতালে স্থানান্তরিত করার চেষ্টা করব।” বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ অবশ্য এ দিন বালুরঘাটে পূর্ব নির্ধারিত জনসভায় ব্যস্ত থাকায় শমীকবাবুকে দেখতে যেতে পারেননি। তিনি ফোনে খোঁজ নিয়েছেন। |