আজকের শিরোনাম
সুশান্ত ঘোষের মুক্তি
১৮১ দিন পর বেনাচিতি কঙ্কাল কাণ্ডের অন্যতম অভিযুক্ত সুশান্ত ঘোষ আজ দুপুর আড়াইটে নাগাদ ছাড়া পেলেন আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে। সুপ্রিম কোর্টের শর্তের বাইরে নিম্ন আদালতের আরও কিছু শর্ত মেনে তাঁকে জামিন দেওয়া হয়। গত শুক্রবার সুপ্রিম কোর্ট সুশান্ত বাবুর জামিন মঞ্জুর করে। সেই নির্দেশের অনুলিপি মেদিনীপুর আদালতে জমা দেওয়া হয়। তার পর তাঁর আজ ‘রিলিজ অর্ডার’ বেরোয়। সেই নির্দেশ আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পৌঁছনোর পর আজ সুশান্ত বাবু ‘মুক্তি’ পেলেন। ছাড়া পাওয়ার সময় তাঁকে ‘স্বাগত’ জানাতে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী করুণা বন্দোপাধ্যায়, বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, অমিতাভ নন্দী-সহ সিপিআইএমের প্রচুর কর্মী ও সমর্থক। মুক্তির পর প্রথমেই তিনি যাচ্ছেন এমএলএ হস্টেলে। সম্ভবত আগামী কাল তিনি যাবেন মেদিনীপুরে।

সংসদ ভবনের অদূরে তাজা কার্তুজ উদ্ধার
সাত সকালেই দিল্লির রাজপথ-জনপথের সংযোগস্থলে ময়লা ফেলার ডাস্টবিনে মিলল ৪০টি তাজা কার্তুজ। ঘটনাস্থল থেকে সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন এবং নর্থ ব্লক বেশ কাছেই। সকালে এক মহিলা সাফাইকর্মী ওই ডাস্টবিন পরিষ্কার করতে গেলে তাঁর নজরে আসে এমএমজি রাইফেলের ওই ৪০টি কার্তুজ। এমন গুরুত্বপূর্ণ রাস্তায় কার্তুজ মেলার ফলে যথেষ্ট উত্তেজনা রাজধানী জুড়ে। প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। কিন্তু কোথা থেকে এল এতগুলি কার্তুজ? ঘটনার তদন্তে দিল্লি পুলিশ।

জ্ঞানেশ্বরী-কাণ্ডে চালক, সহকারী চালক ও গার্ড বরখাস্ত
হাওড়া-কুরলা জ্ঞানেশ্বরী এক্সপ্রেস পশ্চিম মেদিনীপুরের সরডিহা স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৭ মে ২০১০। রেলের কিছুটা অংশ জুড়ে খোলা ছিল পেন্ড্রোক্লিপ। কাজেই ট্রেনটি যাওয়ার পথে বেলাইন হয়ে যায় এবং সেই সময়ে পাশের লাইনে উল্টো দিক থেকে আসা একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনায় মৃত্যু হয় বহু মানুষের। সমগ্র ঘটনাটি এখনও আদালতে বিচারাধীন। তার মধ্যেই রেলের নিজস্ব তদন্ত কমিটি এই ঘটনায় বরখাস্ত করল ওই দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের চালক, সহকারী চালক ও গার্ডকে। রেল সূত্রে খবর, নির্ধারিত গতিবেগের চেয়ে বেশি গতিতে ট্রেন চালানোর অভিযোগে তাঁদের বরখাস্ত করা হয়েছে। ঘন্টায় ৭০ কিলোমিটার গতিবেগে চলার কথা ছিল জ্ঞানেশ্বরীর, কিন্তু স্পিড রেকর্ডার বলছে সেই সময়ে ট্রেনটি চলছিল প্রায় ১১০ কিলোমিটার গতিবেগে। আর সেই কারণেই বরখাস্ত হয়েছেন ওই তিন জন। রেলের চক্রধরপুর ডিভিশনের ওই তিন কর্মী যদিও এই ‘শাস্তি’ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে।

কৃষ্ণনগরে মমতা

কৃষ্ণনগরে রেলের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন—
• কল্যাণী পর্যন্ত চলবে মেট্রো রেল
• নদিয়ায় তৈরি হবে দু’টি বটলিং প্ল্যান্ট
• রাজ্যে আরও ১০টি অর্থাত্ মোট ৩৬টি হাসপাতাল নির্মাণ হবে
• হবে ৩৪ নম্বর জাতীয় সড়কের উন্নয়ন
• রাজ্যে ২ লক্ষ ৭৫ হাজার সরকারি চাকরির নোটিফিকেশন হয়েছে
• নদিয়ায় নতুন করে চালু হবে অনেকগুলি বাস রুট
• শুরু হল কৃষ্ণনগর-ধুবুলিয়া রেল লাইনের কাজ
• রাজ্য আরও ট্রেন পাবে, রেলের জন্য কাঁদতে হবে না বাংলাকে

মমতা আজ নদিয়ায়
মিনি মহাকরণ নিয়ে আজ নদিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও সারবেন তিনি। জেলায় সংখ্যালঘু দফতরের উদ্বোধনের পাশাপাশি আজ বিকেলে কয়েকটি নতুন ট্রেনের সূচনাও হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।

ঠাকুমা খুন নাতির হাতে
নাতি মদ খাবে বলে টাকা চেয়েছিল ঠাকুমার কাছে। ঠাকুমা সেই টাকা দিতে অস্বীকার করায় খুন হতে হল নাতির হাতে। নিহতের নাম লক্ষীরানি হেমব্রম। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজারের মুরালপুর গ্রামে। নাতি এই খুনের পর থেকেই বেপাত্তা। পুলিশ তার খোঁজ করছে।

প্রাথমিকে নিয়োগ নিয়ে বিতর্ক
প্যানেল বহির্ভূত নিয়োগের অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষা সংসদে। গত ৭ জুলাই দশ জনকে নিয়োগ পত্র পাঠানো হয়েছিল অথচ এখনও পযর্ন্ত তাদের কাছে সেটা পৌঁছায় নি। অন্য দিকে প্যানেলে নাম না থাকা কিছু প্রার্থীকে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ।এই বিষয়ে সংসদের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয় নি।

ফের শিশু মৃত্যু
চারটি শিশুর মৃত্যু হল মালদহ মেডিক্যাল কলেজে। শ্বাসকষ্টেই ওই শিশুদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতদের পরিবারের পক্ষ থেকে অবশ্য চিকিত্সায় গাফিলতির অভিযোগ উঠেছে। অন্য দিকে বিসি রায় হাসপাতালেও ফের শিশু মৃত্যুর ঘটনা ঘটল। রোগীর পরিজনেরা নারকেলডাঙার রাস্তা অবরোধ করে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি।

ফিলিপিন্সে ভূমিকম্প
গত কালের ভূমিকম্পে বিধ্বস্ত ফিলিপিন্স। যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। এখনও পর্যন্ত নিহত ১০০ জন, আহত ৪০ ও নিখোঁজ ১০ জন। উদ্ধারের কাজ চলছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

লিবিয়ায় ঠান্ডা
লিবিয়ায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে। চারদিকে বরফে ঢেকে থাকায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.