l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
মালদহে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪
ভোট প্রচারে ইম্ফলে মমতা
দিল্লিতে মানব পাচার চক্রের হদিশ
মুর্শিদাবাদে ব্যবসায়ী খুন
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
চাষির বাড়ির সদ্যযুবক আত্মঘাতী কেতুগ্রামে
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম ও কলকাতা
চাষে বিপর্যয়ের জেরে রাজ্যের ‘শস্যগোলা’ বর্ধমান জেলায় মৃত্যুমিছিল অব্যাহত। শুক্রবার কেতুগ্রামে নিরোল গ্রামের দক্ষিণপাড়ায় গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় প্রসেনজিৎ মণ্ডল (২০) নামে চাষি পরিবারের এক সদ্যযুবকের দেহ মেলে। পরিবারের অভিযোগ, বোরো চাষের জন্য মোষ কেনার টাকা জোগাড় না হওয়াতেই তিনি আত্মঘাতী হয়েছেন। চাষে মার খেয়ে, ঋণের জালে জড়িয়ে বর্ধমানে ইতিমধ্যে অন্তত ১০ জন চাষি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। শুধু গত এক সপ্তাহেই রাজ্যে ছয় চাষির আত্মহত্যার ‘খবর’ মেলে। তার মধ্যে চার জন বর্ধমানের। বৃহস্পতিবার বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র অভিযোগ করেছিলেন, রাজ্যে অন্তত ২৩ জন চাষি আত্মঘাতী হয়েছেন। কেতুগ্রামের প্রসেনজিৎ সেই তালিকায় নবতম সংযোজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বারবার রাজ্যে চাষের সঙ্গে যুক্ত কারও আত্মহত্যার কথা অস্বীকার করেছেন। একটি ক্ষেত্রেও আত্মহত্যার সঙ্গে চাষের সম্পর্কের কথা স্বীকার করেনি রাজ্য প্রশাসন।
বিস্তারিত...
চালকলে ধান বিক্রির চেক
দু’বার ‘বাউন্স’ সাগরদিঘিতে
বিমান হাজরা • সাগরদিঘি
সরকারি দরে চালকলে ধান বিক্রির পরে চাষিরা যে টাকা পেতে হয়রান হচ্ছেন, মুর্শিদাবাদের সাগরদিঘিতে বেশ কিছু চেক ‘বাউন্স’ হওয়ায় সেই অভিযোগ ফের সামনে এল। ইতিমধ্যেই ওই জেলার বড়ঞা ও সাগরদিঘিতে ধানের দাম বাবদ পাওয়া চেক ‘বাউন্স’ করেছে। শুক্রবার সাগরদিঘির মেঘা, রতনপুর, ইমামনগর বা বোখরার মতো গ্রামগুলির অন্তত ২৪ জন চাষির দ্বিতীয় বার চেক ‘বাউন্স’ করে। বহরমপুরের একটি চালকল রতনপুর শিবির থেকে ওই চেকগুলি দিয়েছিল। সেগুলি দু’বার ‘বাউন্স’ করায় ধান বিক্রির পরে এক মাস পরেও চাষিরা কানাকড়ি পাননি বলে অভিযোগ। এমনই এক চাষি হুমায়ুন রেজার অভিযোগ, “১৩ ডিসেম্বর সরকারি শিবিরে ধান বিক্রি করে ১০,১৩০ টাকার চেক পাই। সে দিনই ব্যাঙ্কে জমা দিই। ২৭ ডিসেম্বর ব্যাঙ্ক জানায়, চালকলের অ্যাকাউন্টে টাকা নেই। ‘বাউন্স’ করা চেক নিয়ে সে দিনই আমরা সাগরদিঘির বিডিও-র কাছে গিয়েছিলাম। তিনি চালকল মালিকের সঙ্গে কথা বলেন। নতুন করে চেক দেওয়া হয়। কিন্তু শুক্রবার সেই চেক ফের বাউন্স করেছে।
বিস্তারিত...
জয়ে স্বীকৃতি ৪৮ মহিলাকে
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
ওঁরাও লড়াই করে জায়গা করে নিয়েছেন। নুন আনতে পান্তা ফুরানোর সংসারে থেকেও আর্থিক দুরাবস্থা ঘোচানোর তাগিদে একজোট হয়ে পরিশ্রম করেছেন। অদম্য ইচ্ছাশক্তি আর হার না মানার ওই মানসিকতার জেরেই পরিবারের হাল ধরেছেন। ফলে কয়েক বছর আগেও সামান্য কিছু টাকার জন্য যাদের দোরে দোরে ঘুরতে হত, তাঁরাই এখন টাকা ফি মাসে রোজগার করছেন। আর ওই কৃতিত্বের জন্যই আজ, শনিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওঁদের সংবঝনা জানাবেন। ‘ওঁরা’ মানে কোচবিহারের কুমুদবালা বর্মন, সন্ধ্যা বর্মন, শেফালি দাস, নুরজাহান বিবি, পদ্মারানি পাল-সহ মোট ৪৮ জন। সকলে জেলার চারটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা। জেলার অজ পাড়াগাঁয়ে থেকেও স্বনির্ভর গোষ্ঠী গড়ে যাঁরা সংসারের হাল ফেরানোর লড়াইয়ে নজির গড়েছেন। শুক্রবার কোচবিহার জেলা প্রশাসন ও গ্রামোন্নয়ন সেলের উদ্যোগে ওই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বিস্তারিত...
বিধি ভাঙতে অভয় দিচ্ছেন অভিভাবক
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করতে ‘অভয়’ দিতে পথে নেমেছে অভিভাবক ফোরাম। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জলপাইগুড়ি শহর জুড়ে মাইক নিয়ে প্রচার শুরু করেছেন ফোরামের সদস্যরা। টিউশনের কথা সরাসরি না বললেও রিকশায় মাইক বেঁধে ঘোষণা করা হচ্ছে, যে ভাবে এতদিন স্কুল শিক্ষকরা ছাত্রছাত্রীদের ‘সহযোগিতা’ করে এসেছেন, সেই ‘সহযোগিতা’ তাঁরা চালিয়ে যান। এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের বাধা দেওয়া হলে অভিভাবকরা শিক্ষকদের পাশে দাঁড়াবে এবং রাস্তায় নেমে প্রতিবাদ করবে বলে জানানো হয়েছে। স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ানোর পক্ষে অভিভাবক ফোরামের দাবির পাল্টা হুমকি দিয়েছে বেঙ্গল প্রাইভেট টিউটরস আসোসিয়েশন। সংগঠনের সাধারন সম্পাদক সুজয় বর্মন বলেন, “যাঁরা প্রাইভেট টিউশন নিয়ে শহর জুড়ে মাইকিং করছেন, তাঁরা আইন অমান্য করছেন।, প্রয়োজনে তাঁদের বিরুদ্ধেই আমরা আদালতে যাব। শিক্ষক শিক্ষিকাদের সরকারি নির্দেশ মানতে হবে।” জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) মৃণ্ময় ঘোষ বলেন, “সরকারি নির্দেশ মেনে স্কুল শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না।” অভিভাবক ফোরামের আন্দোলন এবং প্রাইভেটে পড়ানোর বিরুদ্ধে গৃহশিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে মৃণ্ময়বাবু বলেন, “কোনও আন্দোলনের বিষয়ে কিছু বলতে পারব না। সরকারি নির্দেশ অনুযায়ী স্কুল শিক্ষকরা প্রাইভেট পড়াতে পারবেন না। তা নিয়ে কোনও সংশয় নেই।”
বিস্তারিত...
জেলা পরিষদ টাকা দেয়নি,
শিকেয় নাড়াজোল-সংস্কার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
হেরিটেজ কমিশনের সঙ্গে চুক্তি মতো টাকা দিচ্ছে না জেলা পরিষদ। ফলে নাড়াজোল রাজাবাড়ির সংস্কারের কাজ মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছে। দীর্ঘ দিন কাজ বন্ধ থাকায় ঐতিহ্যমণ্ডিত ওই রাজবাড়িটি ফের আগাছায় ভরে ওঠার আশঙ্কা। ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। এ ব্যাপারে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য বলেন, “ঠিক কী হয়েছে তা খতিয়ে দেখার পরেই বলতে পারব।” একই কথা অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) সাগর সিংহেরও। তিনি বলেন, “নথি না দেখে মন্তব্য করা ঠিক হবে না।” তবে জেলা পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র তরুণ চক্রবর্তী বলেন, “হেরিটেজ কমিশন বরাদ্দ টাকা দিয়ে দিয়েছে। ‘মউ’-অনুযায়ী জেলা পরিষদের টাকা না পাওয়ায় কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। জেলা পরিষদকে টাকা দেওয়ার জন্য বলাও হয়েছে।” বহু পুরনো নাড়াজোলের এই রাজবাড়ি। কিন্তু সংস্কারের অভাবে বাড়িটি ভেঙে পড়ছিল। আগাছায় ভরে উঠেছিল চার দিক। ঐতিহ্যশালী রাজবাড়িটি পরিণত হচ্ছিল ধ্বংসস্তূপে। বাইরে থেকে পযর্টকেরা এলেও কেউ কিছু দেখার সুযোগ পেতেন না। আগাছায় ভরে থাকা জায়গাটি বিষধর সাপের আড্ডা হয়ে উঠেছিল।
বিস্তারিত...
আইএনটিটিইউসি অফিসে
‘হামলা’, অভিযুক্ত তৃণমূলই
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
আইএনটিটিইউসি অফিসে দলবল নিয়ে ঢুকে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে প্রদেশ তৃণমূল সদস্য শঙ্করলাল চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। শুক্রবার সিটি সেন্টারের ঘটনা। শঙ্করলালবাবু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় জানান, বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনে দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইএনটিটিইউসি অনুমোদিত অল বেঙ্গল সিকিউরিটি অ্যান্ড অ্যালায়েড ওয়ার্কসমেন ইউনিয়নের মহকুমা কার্যকরী সভাপতি খন্দকার পারভেজ আলি পুলিশের কাছে অভিযোগ করেন, শঙ্করলালবাবুর নেতৃত্বে এক দল যুবক অফিসে ঢুকে এ দিন দুপুরে তাঁকে নিগ্রহ করে এবং হুমকি দেয়। তাঁর অভিযোগ, সিটি সেন্টার বাসস্ট্যান্ডে বিভিন্ন বাস থেকে জোর করে তোলা আদায়ের প্রতিবাদ করায় তাঁকে এমন করা হয়েছে। অন্য দিকে, শঙ্করলালবাবুর পাল্টা দাবি, “পারভেজ আলি দলের নাম করে তোলা আদায় করে। তার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।” ঘটনার সূত্রপাত বাস মালিকদের একটি সংগঠনের পদাধিকার নিয়ে। দুর্গাপুর বাস মালিক কল্যাণ অ্যাসোসিয়েশন গড়ে ওঠে ২০০৭ সালে। সাতটি জেলা জুড়ে ২৪৯টি বাস চলে। সেই সব বাসের মালিকেরা এই সমিতির সদস্য।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বড়ো ভাষা শিক্ষার
দাবি সাহিত্যসভার
সারছে তিস্তার বাঁ হাতি খাল
দক্ষিণবঙ্গ
লুঠপাট করে ঘরে আগুন
দিয়ে চম্পট দুষ্কৃতীরা
মুখ্যমন্ত্রীর সফরের
জেরে গতি এলেও
লক্ষ্যমাত্রা পূরণে সংশয
বর্ধমান
লিফলেট ছড়াল কৃষি দফতর
আজ থেকে শুরু
বর্ধমান উৎসব
পুরুলিয়া
দাম মেলেনি ধানের,
ম্লান মকর
কলেজে হাঙ্গামায়
অভিযুক্ত টিএমসিপি
মুর্শিদাবাদ
ছেলে বেঁচেছে, দুঃস্বপ্নের
কাল কাটল মুরাতিপুরে
যদুপুরে উৎখনন
চান পুরাতাত্ত্বিকেরা
মেদিনীপুর
জমির জল বার করতে
পাম্প বসালেন চাষিরাই
ক্রিকেট টুর্নামেন্টে
চ্যাম্পিয়ন সেরসা
কলকাতা
২৬.৬/১৮.৬
আজকের দিনে
•
১৯২৬:
ইতালীয় বিজ্ঞানী
ক্যামিলো গলগির মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.