শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪ |
মালদহ মেডিক্যাল কলেজে শিশু মৃত্যুর ঘটনা অব্যাহত। গত ২৪ ঘন্টায় আরও ৪ টি শিশুর মৃত্যু হয়। এদের মধ্যে ২ টি সদ্যোজাত। গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ২০। হাসপাতালের অব্যবস্থা ও গাফিলতিকে দায়ী করে বিক্ষোভ দেখান শিশুর আত্মীয়-পরিজনেরা।
|
২৮ জানুয়ারি মণিপুরে বিধানসভা নির্বাচন। বিধানসভার ৬০ টি আসনের মধ্যে ৪৭ টি আসনে লড়বে তৃণমূল। তারই প্রচারে মণিপুর সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ জানুয়ারি ইম্ফলে সভা করবেন তিনি।
|
দিল্লিতে মানব পাচার চক্রের হদিশ |
জাল পাসপোর্ট ও মানব পাচার চক্রের সঙ্গে জড়িত ৪ ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃতদের মধ্যে অন্যতম প্রাক্তন কবাডি খেলোয়াড় অমৃত পল সিংহ। দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে এই চক্র। গত পাঁচ বছরে প্রায় ৫০ হাজার ভারতীয়কে বিদেশে পাচার করা হয়েছে। পুলিশি জেরায় এই কথা স্বীকার করে ধৃতরা। চক্রের সঙ্গে জড়িত আরও ২৮ জনের খোঁজ করছে পুলিশ।
|
মুর্শিদাবাদে ব্যবসায়ী খুন |
মুর্শিদাবাদের নওদা থানার জোড়তলায় এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। |