নতুন শিশু বিভাগ, শয্যা বাড়ানো হবে এসএনসিইউ-তেও |
|
নিজস্ব প্রতিবেদন: মালদহ হাসপাতালে আরও একটি শিশু বিভাগ খোলার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। অবিলম্বে শয্যা বাড়ানো হবে হাসপাতালের ‘সিক নিউবর্ন কেয়ার ইউনিট’ (এসএনসিইউ)-তেও।ওই হাসপাতালে পর পর শিশুমৃত্যুর ঘটনা এবং রোগীর প্রবল চাপের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য-কর্তারা জানান। মালদহ হাসপাতাল পরিদর্শন করে কী ভাবে এসএনসিইউ-টি আরও বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা করতে আজ, শনিবার স্বাস্থ্য ভবনে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। |
|
স্টোর রুমে মজুত কেরোসিন, ক্ষোভ স্বাস্থ্য-কমিটির |
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: আমরি-কাণ্ডের পরেও ছবিটা বদলাচ্ছে না। খাস জেলা হাসপাতালেই মজুত থাকছে দাহ্যবস্তু। রয়ে যাচ্ছে অগ্নিকাণ্ডের সম্ভাবনাও। সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালের রেডিওলজি ওয়ার্ডের ঘরে হিটার জ্বেলে মাংস রান্না করেছিলেন কর্মীরা। তদন্তে নেমে হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্তারা পান ১১টি হিটার। পিছিয়ে নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলা হাসপাতালও। এ বার সেখানে মিলল ড্রাম ভর্তি কেরোসিন তেল! এবং সেটা চোখে পড়ে আঁতকে উঠলেন বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটি সদস্যেরাই। |
|
|
রাত পোহাতেই মৃত্যু রাস্তায় ভূমিষ্ঠ শিশুর |
|
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান ও মঙ্গলকোট: হাসপাতাল প্রসূতিকে ‘ফিরিয়ে দেওয়ায়’ মাঝরাস্তায় ভূমিষ্ঠ হয়েছিল যে শিশু, শুক্রবারই তার মৃত্যু হল। অসুস্থ অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি তার মা-ও। আজ, শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের এক যুগ্ম সচিব ও এক উপ-স্বাস্থ্য অধিকর্তা তদন্তে বর্ধমানে যাচ্ছেন। বৃহস্পতিবার ঘটনাটির কথা জানাজানি হতেই বর্ধমান মেডিক্যালের সুপার গদাধর মিত্র দাবি করেছিলেন, এক প্রসূতি জরুরি বিভাগে এলেও তাঁকে ভর্তি নেওয়া হবে কি না, সে ব্যাপারে কোনও ‘সিদ্ধান্ত’ হয়নি। |
|
হাসপাতাল পরিদর্শনে
স্বাস্থ্য দফতরের দল |
|
|
আইসি’র ময়নাতদন্তে
নারাজ চিকিৎসকেরা |
স্বাস্থ্যবিমার কার্ড হাতে,
তবু ‘হয়রান’ রোগী |
|
টুকরো খবর |
|
|