টুকরো খবর
টাকা আসছে না, জরুরি খরচ আটকে উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলিতে
হুগলির আরামবাগ মহকুমার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলিতে জরুরি ভিত্তিতে খরচের জন্য যে মুক্ত তহবিল (আনটায়েড ফান্ড) বরাদ্দ আছে, তা সময়মতো পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা। গত এপ্রিল মাস থেকে ওই খাতে টাকা আসেনি বলে তাঁরা জানান। তাঁদের অভিযোগ, “মুক্ত তহবিলের অর্থ যে সব ক্ষেত্রে ব্যবহার করার প্রস্তাব আছে, তার অনেকগুলি হচ্ছে না। ইলেকট্রিক বিল, খাতা কেনা-সহ অন্যান্য জরুরি ক্ষেত্রে নিজেদের পকেট থেকে ব্যয় করতে হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের পকেট থেকে এ জন্য গত কয়েক মাসে বেশ কয়েক টাকা খরচ হয়েছে।” জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পে ২০০৬ সাল থেকে প্রতিটি উপ-স্বাস্থ্যকেন্দ্রের জন্য বছরে ১০ হাজার টাকা মুক্ত তহবিল হিসেবে বরাদ্দ হওয়ার কথা। এই টাকা উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলির দেওয়াল চুনকাম, মহিলাদের পরীক্ষার জন্য পর্দা, বাল্ব কেনা ইত্যাদি খাতে ব্যয় করার নির্দেশিকা আছে। এই মুহূর্তে এই তহবিলের টাকা অনিয়মিত বলে স্বীকার করেছেন সংশ্লিষ্ট ব্লক স্বাস্থ্য আধিকারিকরা। এ ব্যাপারে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক উন্মেষ বসু বলেন, “সম্প্রতি সমস্ত ব্লকের উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মুক্ত তহবিলের টাকা পাঠানো হয়েছে। ব্লক স্বাস্থ্য আধিকারিকদের তা জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক সময়ে এই খাতের টাকা পৌঁছলে অসুবিধা কেটে যাবে।” তবে টাকা এখনও উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পৌঁছয়নি বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর।

কল্যাণী মেডিক্যালে বার্ষিক সম্মেলন
সম্প্রতি কল্যাণী মেডিক্যাল কলেজে চিকিৎসা বিজ্ঞানীদের আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন হয়ে গেল। উদ্যোক্তা কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগ। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিসা বিজ্ঞানীরা এই সম্মেলনে যোগ দিতে আসেন। রোগতত্ত্ব-সহ রোগের কারণ, তার উপশম এবং সঠিক পুষ্টি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। চিকিৎসা বিজ্ঞানের ছাত্ররাও এই সম্মেলনে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা আধুনিক চিকিসা বিজ্ঞানে রোগতত্ত্বের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন চিকিসা বিজ্ঞানীদের। রোগের উপশম নিয়ে বিদেশী চিকিৎসকেরা মতামত ও পরামর্শ দেন।

হাসপাতাল পরিদর্শন
যন্ত্রপাতি পড়ে আছে, চিকিৎসক নেই। কোথাও আবার চিকিৎসক থাকলেও যন্ত্রপাতির অভাবে হচ্ছে না চিকিৎসা। শুক্রবার বারাসতে উত্তর ২৪ পরগনা জেলা হাসপাতালে এসে সব সমস্যাই খতিয়ে দেখলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পরে স্বাস্থ্য ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে তিনি জানান, সমস্যাগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন।

স্বাস্থ্যপরীক্ষা শিবির
তৃণমূলের উদ্যোগে হার্ট পরীক্ষা শিবির আয়োজিত হল জামুড়িয়ার জামশোলে। একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় ৮৫ জনের হার্ট পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন দলের জামুড়িয়া ২ ব্লক সভাপতি তাপস চক্রবর্তী।

রক্তদান শিবির
আইএনটিটিইউসি অনুমোদিত জেলা বাস পরিবহণ শ্রমিক ইউনিয়ন ও ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে রক্তদান শিবির হল মেদিনীপুর শহরে। বৃহস্পতিবার শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ট্যাক্সিস্ট্যান্ডের কাছে এই শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রণব বসু, কাউন্সিলর শিপ্রা মণ্ডল প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে।

শিবির
ভগবানপুর গ্রামীণ হাসপাতালে শুক্রবার পুরুষ ও মহিলাদের বন্ধ্যাত্বকরণ শিবিরের আয়োজন করা হয়। অস্ত্রোপচার হয়। ছিলেন ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি হারুন রশিদ-সহ কর্মাধ্যক্ষ, বিডিও হরিহর বালা, বিএমওএইচ শঙ্করপ্রসাদ রায় প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.