রাষ্ট্রীয় স্বাস্থ্যবিমা যোজনার কার্ড নিয়েও চিকিৎসায় হয়রানির শিকার হতে হয়েছে। এমনই অভিযোগ আসানসোলের শালগোড়িয়ার একটি পরিবারের। তাঁদের অভিযোগ, হাসপাতালে রোগীকে আটকে রাখা হয়েছে।
আসানসোলের শালগোড়িয়ার বাসিন্দা লক্ষ্মী বাউরি অভিযোগ করেন, ১৩ জানুয়ারি সকাল ১১টা নাগাদ আসানসোলের এসবি গড়াই রোডের একটি নার্সিংহোমে তাঁর স্বামী সুকুমার বাউরিকে ভর্তি করেছিলেন। পরের দিন ওই পরিবারের রাষ্ট্রীয় স্বাস্থ্যবিমা যোজনার কার্ড রয়েছে জানতে পেরে নার্সিংহোম কর্তৃপক্ষ তাঁদের কাউন্সিলরের চিঠি আনতে বলেন। সেইমতো তাঁরা চিঠি জমা দেন বলে দাবি লক্ষ্মীদেবীর। কিন্তু বৃহস্পতিবার বিল করার সময় নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়ে দেন, ১৬ হাজার টাকা নগদ জমা করতে হবে। তাছাড়া রোগীকে ছাড়া হবে না।
লক্ষ্মীদেবীর দাবি, শুক্রবার পুরসভার কমিশনার, এসিএমওএইচ ও মহকুমাশাসককে প্রতিকারের আবেদন জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। রাত ৮টা পর্যন্ত সুকুমারবাবুকে ছাড়া হয়নি। সংশ্লিষ্ট কাউন্সিলর তথা পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি বলেন, “নার্সিংহোম কর্তৃপক্ষকে জানানো হয়েছে, অবিলম্বে বিষয়টির নিষ্পত্তি না করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” যদিও নার্সিংহোমের ম্যানেজার অশোক পালের দাবি, “রোগী ভর্তি করার সময় ওঁরা কিছু বলেননি। দু’দিন পরে যখন জানানো হয় তখন দেখা গিয়েছে, প্রকল্পের চিকিৎসককে দেখানো হয়নি। তার জন্যই বিল জমা দিতে বলা হয়েছে। এখন সংশ্লিষ্ট প্রশাসন যা বলবে তাই করা হবে।” মহকুমাশাসক সন্দীপ দত্ত বলেন, “কার্ডের সুবিধা দিতে হবে ওই পরিবারকে।” |