১ সংসর্গ পছন্দ করে না।
৪ ইনি যুদ্ধে সহজে পিছিয়ে যান না।
৬ আজ পর্যন্ত।
৮ যা সহ্য করা যায়।
৯ আমল, যুগ।
১০ পূর্বে ঘটেছে এমন।
১১ সচেতন ভাবে করা।
১৩ সাদৃশ্য, আভাস।
১৪ উগ্রস্বভাবা।
১৫ রেফচিহ্ন।
১৭ বন্ধুগোষ্ঠী।
১৯ খাদ্যশস্যের অভাব।
২১ বহুর মধ্যে এক।
২২ নিজ ধর্ম ত্যাগ করে
অন্য ধর্ম নেওয়া।
২৪ শিক্ষা সম্বন্ধে জ্ঞান আছে এমন।
২৫ এমন কথা কেউ বিশ্বাস করে না।
২৭ ঈপ্সিত বস্তুলাভের জন্য প্রযত্ন।
২৮ পোড়-দেওয়া সোনার
মতো রংবিশিষ্ট।
৩০ যে কাজ শিখছে।
৩২ দুইয়ে মিলে এক টাকা।
৩৪ শ্রীকৃষ্ণ।
৩৬ অনেক দিন ধরে
চলে আসছে এমন।
৩৭ দোষ বা ভুল স্বীকারের
পর যা করা উচিত।
৩৮ নিরালায় বসবাসকারী। |
|
১ বড়দের যা করা উচিত।
২ কাণ্ডজ্ঞান বা বাস্তবজ্ঞান।
৩ যে জমির কর দিতে হয়।
৪ খাজনা ব্যতীত অন্য পাওনা।
৫ কুশনির্মিত প্রতিমূর্তি।
৬ যা ব্যর্থ হয় না।
৭ ভাগ্যের আনুকূল্য।
১১ সংস্রবহীন।
১২ প্রকৃত সত্যের উপলব্ধি।
১৩ ভারতের এক প্রধানমন্ত্রী
একে হারাম বলেছিলেন।
১৪ জমির উপস্বত্ব থেকে ঋণ
পরিশোধের শর্তবিশিষ্ট।
১৬ যথেচ্ছাচারী, অসংযত।
১৮ যে গানের মধ্য দিয়ে
রাগের চরিত্রলক্ষণ ইত্যাদি
প্রকাশ হয়।
২০ ভাষার উদ্ভব, বিকাশ
ইত্যাদি সম্বন্ধীয় তত্ত্ব।
২৩ গাঁথা।
২৬ এর মাঠ নিয়ে
জসিমউদ্দীনের কবিতা।
২৭ মধ্যস্থতাবিষয়ক দলিল।
২৯ কাজের দায়িত্বভাগ।
৩১ নোয়ানো হয়েছে।
৩২ উঠান, অঙ্গন।
৩৩ চন্দ্রগুপ্ত মৌর্যের মা
এই রাজবংশের কন্যা।
৩৫ মনঃকল্পিতা। |