লুটপাট চালিয়ে ঘরে আগুন ধরিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার ইটিন্ডার পানিতর গ্রামে। অগ্নিকাণ্ডের জেরে ঘরের আসবাবপত্রের সঙ্গে আলামারিতে রাখা ৭৫ হাজার টাকাও পুড়ে গিয়েছে বলে দাবি গৃহকর্তা শিশু সরকারের। তাঁর অভিযোগ, দুষ্কৃতীরা আলমারি খুলে গয়নাগাটি নেওয়ার পরে লকার ভেঙে টাকাকড়ি নিতে যায়। কিন্তু লকার ভাঙতে না পেরেই ঘরে আগুন ধরিয়ে দেয়। যদিও ঘরে সেই সময় কেউ না থাকায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনার তদন্তে নামলেও কেন দুষ্কৃতীরা লুঠপাট চালিয়ে ঘরে আগুন লাগাল সে বিষয়ে কিছু জানাতে পারেনি। কেউ গ্রফতারও হয়নি। বসিরহাট থানার আইসি অতনু মণ্ডল বলেন, “দুষ্কৃতীরা দরজার তালা ভেঙে লুঠপাটের চেষ্টা করে। তারা আগুন ধরিয়ে আলমারির তালা খোলার চেষ্টা করার সময়েই সম্ভবত ঘরে আগুন ছড়িয়ে যায়। আমলারিতে থাকা কিছু টাকা পুড়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত করছে।” |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় কৃষিজীবী শিশুবাবু স্ত্রী ও ছেলেদের নিয়ে শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সকালে বাড়িতে তালা দিয়ে স্বরূপনগরে চলে যান। ওই দিনই রাত তিনটে নাগাদ প্রতিবেশীরা শিশুবাবুর ঘরে আগুন জ্বলতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা বসিরহাটে দমকলে খবর দেন। তবে দমকল এসে পৌঁছনোর আগে তাঁরা জল দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে শুক্রবার সকালেই চলে আসেন শিশুবাবু। পাশপাশি দু’টি ঘরে ছেলেমেয়েদের নিয়ে থাকতেন তিনি। শিশুবাবুর ভাইয়েরা থাকেন তাঁদের পাশের ঘরেই। এ দিন সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেল ঘরময় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড়া আসবাব, বই ও জরুরি কাগজপত্র, কাপড়, দলিল-সহ অন্যান্য জিনিসপত্র। আগুনে কিছুই প্রায় অবশিষ্ট নেই। শিশুবাবুর ভাইপো বিশ্বজিৎ সরকার বলেন, “রাত তিনিটে নাগাদ বাবার চিৎকারে ঘুম তেকে উঠে দেখি কাকার ঘর দাউ দাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হল। তবে সবাই মিলে জল ঢেলে দমকল আসার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন নেভার পরে দেখতে পাই কাকার ঘরের রজার তালা ভাঙা। সম্ভবত কিছু একটা খুঁজতে এসে সেটা না পেয়েই দুষ্কৃতীরা ঘরে আগুন লাগিয়ে দেয়।”
এ দিন ঘরের মধ্যে পড়ে থাকা পোড়া টাকার টুকরো দেখিয়ে শিশুবাবু বলেন, “ইটাভাটার জন্য দেওয়া জমির লিজ বাবদ দিন কয়েক আগে ৫০ হাজার টাকা পেয়েছিলাম। এ চানা জমানো ২৫ হাজার টাকা ছিল। আলমারির লকারে মধ্যে ওই ৭৫ হাজার টাকা ছিল। মনে হচ্ছে দুষ্কৃতীরা কোনওভাবে টাকার কথা জানতে পেরেছিল। আলমারি ভেঙে গয়নাগাটি নিলেও টাকার জন্য লকার ভাঙতে না পেরেই ঘরে আগুন ধরিয়ে দেয়।” শিশুবাবুর স্ত্রী সুষমাদেবী বলেন, “ ছেলেদের বইখাতা সব পুড়ে গিয়েছে।” তবে দুষ্কৃতীরাা একটি ঘরে আগুন লাগালেো পাশের ঘরটি অবশ্য অক্ষত থেকে গিয়েছে। সুযোগ থাকলেও দুষ্কৃতীরা ওই ঘরে ঢোকেনি। সেখানকার বাসনপত্র থেকে অন্যান্য জিনিসপত্র সবই রয়েছে। চুরি করতে এসেও দুষ্কৃতীরা এ সব জিনিসে হাত না দেওয়ায় পুলিশের সন্দেহ, পুরনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা না কি টাকাপয়সার থেকেও মূল্যবান কোনও কিছুর খোঁজে এসেছিল দুষ্কৃতীরা। যে জিনিস ছিল আলমারির মধ্যে। যা হাতানোর পরে প্রমাণ লোপাট করতেই ঘরে আগুন ধরিয়ে দেয় তারা। সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। |