রুদ্ধশ্বাস ম্যাচে শেষমেশ জয়ী হল দক্ষিণ-পূর্ব রেলের দল সেরসা। সেই সঙ্গে মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেতাবও ছিনিয়ে নিল তারা।
বৃহস্পতিবার রাতে ফাইনাল খেলায় সেরসা-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ধানবাদের বোকারো ইলেভেন। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান করে বোকারো। এই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় সেরসা। ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে তাদের স্কোর পৌঁছয় ৯১-এ। এরপরই ম্যাচ অন্য দিকে মোড় নেয়। ১৯ ওভার শেষে স্কোর হয় ৯ উইকেট হারিয়ে ১৬৯। শেষমেশ, ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় সেরসা। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়ে যায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। |
গত মঙ্গলবার থেকে বজরং ব্যায়ামাগারের উদ্যোগে মেদিনীপুর শহরে শুরু হয়েছে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। বিহার, ধানবাদ, ওডিশা-সহ বিভিন্ন এলাকার মোট ৮টি দল টুর্নামেন্টে যোগ দেয়। এ দিনই খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন উপ-পুরপ্রধান এরশাদ আলি-সহ বিশিষ্ট ব্যক্তিরা। ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হন সেরসার সন্তদীপ পাল। ‘ম্যান অফ দ্য সিরিজ’ হন ওই টিমেরই অরিন্দম রায়। টুর্নামেন্টের ‘বেস্ট বোলার’ হয়েছেন বোকারোর দীপক সিংহ। এঁদের প্রত্যেকের হাতেই পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের এ বার ১১তম বর্ষ ছিল। এর আগে শহরের কলেজ মাঠে দিন-রাতের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে বজরং ব্যায়ামাগার। কিন্তু, অরবিন্দ স্টেডিয়ামে এই টুর্নামেন্ট এ বারই প্রথম। তাই মাঠে দর্শকদের ভিড় হবে কি না, সে নিয়ে উদ্যোক্তাদের মধ্যে সংশয় ছিলই। কিন্তু খেলা শুরু হওয়ার আগেই যে ভাবে ভিড় উপচে পড়ে মাঠে, তাতে সমস্ত সংশয় দূর হয়ে যায়। টুর্নামেন্ট কমিটির তরফে কুন্দন গোপ বলেন, “দর্শকদের সাড়া দেখে আমরা অভিভূত।” |