টুকরো খবর
লাইসেন্স বাতিল সেই সমবায়ের
রেশনে বরাদ্দ শাড়ি ও মুসুর ডাল বিক্রির অভিযোগে ঘাটাল থানার খড়ার পুরসভা এলাকার দলপতিপুর সমবায় সমিতির ডিলারশিপের লাইসেন্স প্রাথমিক ভাবে বাতিল করল খাদ্য দফতর। পাশাপাশি বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সমবায় কর্তৃপক্ষকে শো-কজও করা হয়েছে। মহকুমা খাদ্য নিয়ামক রাধানাথ মণ্ডল বলেন, “পুলিশ ও বিডিওর কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণ হওয়ায় ওই সমবায়ের ডিলারশিপের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। রেশনের মালপত্র পেতে উপভোক্তাদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য সংলগ্ন খড়ার এলাকার ডিলার মাথুর মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে।” আয় বাড়ানোর জন্য দলপতিপুর সমবায় সমিতি কর্তৃপক্ষ রেশনের ডিলারশিপ নিয়েছিলেন। দলপতিপুর, গোপীনাথপুর-সহ বিভিন্ন গ্রামের মানুষ ওই সমবায় থেকেই রেশনের যাবতীয় মালপত্র পেতেন। সরবরাহ নেইএই অজুহাতে ওই সমবায় প্রায়শই গ্রাহকদের বঞ্চিত করত বলে অভিযোগ। এমনকী, দারিদ্রসীমার নীচে বসবাসকারী গ্রাহকদের জন্য বরাদ্দ চাল, শাড়ি, মুসুরডাল কম দামে খোলা বাজারে বিক্রিও করত। বিনা রসিদে রেশনের মালপত্র খোলাবাজারে বিক্রি হচ্ছে বলে খাদ্য দফতরে বহু বার অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী। কাজ হয়নি। অবশেষে গত ৫ জানুয়ারি ঘাটাল থানার ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং বিডিও দেবব্রত রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সমবায়ের একাধিক কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে শতাধিক শাড়ি এবং বেশ কয়েক বস্তা মুসুর ডাল বাজেয়াপ্ত করে। সমবায়ের দুই কর্মীকে গ্রেফতারও করা হয়। তবে এখনও সমবায়ের ম্যানেজার তপন চক্রবর্তী পলাতক। তাঁর খোঁজ চলছে।

হলদিয়ায় জমি-জট
সিপিএম পরিচালিত হলদিয়া পুরসভা বেআইনি ভাবে জমি লিজ দিচ্ছে বলে অভিযোগ তুলল রাজ্য পুর দফতর। গত বছর নভেম্বর মাসে হলদিয়ার দেভোগ ও হাতিবাড়িয়া মৌজায় ৫০.৭৪ একর জমি লিজ দেওয়ার জন্য সংবাদপত্রে দরপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করেন পুর কর্তৃপক্ষ। চলতি মাসে দিঘায় সরকারি আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করার সময় জমি লিজ দেওয়ার প্রসঙ্গটি তোলেন পূর্ব মেদিনীপুরের সাংসদ তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্দেশে এরপর পুর দফতর বিষয়টি নিয়ে খোঁজখবর করে। শুক্রবার মহাকরণে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ১৯৯৩ সালের পশ্চিমবঙ্গ পুর আইন অনুসারে পুরসভাকে কোনও জমি লিজ দিতে গেলে রাজ্য সরকারের আগাম অনুমতি নিতে হয়। তিনি বলেন, “হলদিয়া পুর কর্তৃপক্ষ জমি লিজ দেওয়ার জন্য দরপত্র চেয়ে বিজ্ঞাপন দিয়ে বেআইনি কাজ করেছেন।” তিনি আরও বলেন, “ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করার জন্য জমি দরকার। এটা সরকারের নীতি। কী ভাবে জমি দেওয়া হবে, সে সম্পর্কে সরকার নিয়মনীতি তৈরি করছে। এ সব জানা সত্ত্বেও হলদিয়া পুর কর্তৃপক্ষ কী উদ্দেশ্যে এত বিশাল জমি হাতছাড়া করতে চাইছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।” বৃহস্পতিবার রাজ্য পুর দফতর এই নিয়ে চিঠি পাঠালেও তা এখনও হাতে পৌঁছয়নি বলে জানিয়েছেন পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ। তিনি বলেন, “ওই জমিটি অনেক আগেই পুরসভা অধিগ্রহণ করেছে। ফলে কোনও সংস্থাকে লিজ দেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হওয়ার কথা নয়। তবে এ নিয়ে সরকারের কোনও চিঠি পেলে আমরা বিবেচনা করব।” তাঁর মতে, “রাজনৈতিক উদ্দেশ্যে অহেতুক জলঘোলা করা হচ্ছে।”

ফের সংসদের দ্বারস্থ প্রার্থীরা
কর্তৃপক্ষের উপর ‘চাপ’ বাড়াচ্ছেন বঞ্চিত প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীরা। বৃহস্পতিবার ফের পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান স্বপন মুর্মুর সঙ্গে দেখা করল বঞ্চিত প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী সমিতির এক প্রতিনিধিদল। চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় তারা। সমিতির বক্তব্য, টালবাহানার মধ্য দিয়ে ১৮ মাস অতিক্রান্ত। এর মধ্যে আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। চেয়ারম্যান এ দিনও প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেন। গত বছর জেলায় প্রাথমিক শিক্ষক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। মামলা হয়। অভিযোগ, লিখিত পরীক্ষায় যাঁরা সফল হয়েছিলেন, তাঁদের অনেকে চাকরি পাননি। অথচ, লিখিত পরীক্ষায় অসফল প্রার্থীদের চাকরি হয়েছে। সেই সময় জেলায় শোরগোল পড়ে। গড়ে ওঠে বঞ্চিত প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী সমিতি।

সচেতনতা সভা
সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে শুক্রবার রাধামোহনপুরে সভা করল তৃণমূল। গত ডিসেম্বরে ডেবরা ব্লকের অন্তর্গত রাধামোহনপুরের ডিঙ্গল গ্রামে মতিলাল শিকারি নামে এক বৃদ্ধকে ‘ডাইন’ তকমা দিয়ে পিটিয়ে খুন করা হয়। গ্রামবাসীদের সামনেই এই বীভৎস ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন ডেবরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি রঘুনাথ মুণ্ডা। শুক্রবারের সভায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব বলেন, “কুসংস্কারের বিরুদ্ধে সকলকেই এগিয়ে আসতে হবে। ডাইন বলে কিছু নেই।” মৃতের স্ত্রী গৌরিদেবীও সভায় উপস্থিত ছিলেন। সেদিন এই বৃদ্ধাকেও মারধর করা হয়েছিল। তৃণমূলের ডেবরা ব্লক সভাপতি অলোক আচার্য বলেন, “আমরা সকলে এই পরিবারের পাশে থাকব। এমন ঘটনা অনভিপ্রেত। সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই সভা।”

নকআউট ক্রিকেট
সোহাগিনী করণ ও মাধব সাউ স্মৃতি নকআউট ক্রিকেট শুরু হয়েছে শুক্রবার। যোগ দিয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ওডিশার আটটি দল। প্রথম দিনের খেলায় এগরা জেন্টস ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ১৪ ওভারে ৬ উইকেটে ৯৩ রান করে। জবাবে ওডিশার দেউলা ইয়ুথ ক্লাব ১২.৫ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ৮৫ রান করে। এগরা বোলকুশদা সবুজ সংঘ আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম খেলা দেখতে হাজির হয়েছিলেন বিধায়ক সমরেশ দাস।

নতুন সংগঠন
পূর্ব মেদিনীপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশন নামে নতুন এক সংগঠন তৈরি হল জেলায়। সংগঠনের অন্যতম যুগ্ম সম্পাদক সৌমেন মাইতি বলেন, “জেলায় আগে থেকে দু’টি বাস মালিক সংগঠন থাকলেও রাজনৈতিক ও ব্যক্তি স্বার্থে সেই সংগঠনের কর্মকর্তারা ব্যস্ত থাকেন। সংগঠনের প্রকৃত উদ্দেশ্য থেকে সরে আসায় নতুন এই সংগঠন তৈরি করা হল।” অনিল কুমার পণ্ডা সভাপতি, আব্দুল হাই খান সাধারণ সম্পাদক ও সৌমেন মাইতি, রিজাউল হককে যুগ্ম সম্পাদক করে ২৭ জনের কাযর্করী কমিটি গঠিত হয়েছে। জেলার দু’শোর বেশি বাসমালিক তাঁদের সংগঠনে যোগ দিয়েছে বলে দাবি করেন সাধারণ সম্পাদক আব্দুল হাই খান।

লরি-গাড়ির সংঘর্ষে মৃত ২
লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দু’জনের। শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বেলতলায়, ৬ নম্বর জাতীয় সড়কে। মৃত দু’জনই গাড়ির আরোহী। তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। লরির চালক ও খালাসি পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে বালি ভর্তি ওই লরিটি খড়্গপুরের দিকে যাচ্ছিল। অন্য দিকে, গাড়িটি লোধাশুলির দিকে যাচ্ছিল। বেলতলার কাছে দু’টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

স্কুলে জলপ্রকল্প
পটাশপুরের যোগদা সৎসঙ্গ পালপাড়া বিদ্যালয়ে জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করলেন যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইণ্ডিয়ার স্বামী শুদ্ধানন্দ গিরি মহারাজ। ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার মহকুমাশাসক রত্নেশ্বর রায়। প্রসঙ্গত, এলাকায় সরকারের তরফে পানীয় জল সরবরাহের বন্দোবস্ত করা হয়নি। এর আগে বিদ্যালয় এবং তার সংলগ্ন এলাকায় পানীয় জল সরবরাহের জন্য মহারাজের কাছে আবেদন জানিয়েছিলেন গ্রামবাসীরা।

স্মারকলিপি
সারের কালোবাজারি বন্ধ ও নন্দীগ্রাম-কাণ্ডে গণহত্যাকারীদের শাস্তির দাবিতে মহকুমাশাসককে স্মারকলিপি জমা দিল বিজেপি। শুক্রবার হলদিয়ার দুর্গাচক কলোনি বাজারে একটি জনসভারও আয়োজন করেন দলের কর্মী-সমর্থকেরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির মহিষাদল ব্লক সভাপতি প্রদীপকুমার দাস, হলদিয়া ব্লক সভাপতি মানস জানা, সম্পাদক সঞ্জয় ঘোষ প্রমুখ।

নতুন সংগঠন
পূর্ব মেদিনীপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশন নামে নতুন এক সংগঠন তৈরি হল জেলায়। অনিল কুমার পণ্ডা সভাপতি, আব্দুল হাই খান সাধারণ সম্পাদক ও সৌমেন মাইতি, রিজাউল হককে যুগ্ম সম্পাদক করে ২৭ জনের কাযর্করী কমিটি গঠিত হয়েছে।

নানা রঙের রবীন্দ্রনাথ
নিজস্ব চিত্র।
‘নানা রঙের রবীন্দ্রনাথ’। কবিগুরু রবীন্দ্রনাথ স্মরণে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা প্রেক্ষাগৃহে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন গত বৃহস্পতি ও শুক্রবার। ‘নানা রঙের রবীন্দ্রনাথ’ শিরোনামের এই অনুষ্ঠানে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চিত্র প্রদর্শনীরও আয়োজন ছিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.