l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আরও একটা নতুন বছর! আরও কিছু নতুন জায়গার বর্ণনা, ঝুলিতে আরও কিছু নতুন অভিজ্ঞতা— ঘোরা, দেখা, ছবি তোলা আর অবশ্যই খাওয়াদাওয়া। সব কিছু মিলিয়ে এ বছরের প্রথম মাসে বিদেশের তিনটি শহরের বিশেষ বিবরণ নিয়ে
‘বিদেশ বিভুঁই’
। আর আছে
‘উত্তরের ভেনিস’
স্টকহোমের গল্প— ছবিতে।
ইটাহারে বোমা-গুলিতে হত
তৃণমূলকর্মী, অভিযুক্ত কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
পঞ্চায়েত অফিসের সামনে গুলি-বোমায় মৃত্যু হল এক তৃণমূল-কর্মীর। পঞ্চায়েতের তলবি সভা ভেস্তে দিতে ওই হামলা হয়। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে ইটাহার থানার মারনাই গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। পুলিশ ও ব্লক প্রশাসনের অফিসারদের সামনেই কংগ্রেসের মদতে পুষ্ট দুষ্কৃতীরা যথেচ্ছ বোমা ও গুলি ছোড়ে বলে তৃণমূলের অভিযোগ। তবে কংগ্রেস দাবি করেছে, প্রধান কে হবেন, তা নিয়ে কোন্দলের জেরে তৃণমূলের এক গোষ্ঠী গুলি-বোমা নিয়ে হামলা চালিয়েছে। তৃণমূল সূত্রের খবর, আজ, মঙ্গলবার ইটাহারে নিহতের বাড়িতে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়। পুলিশ জানায়, বোমায় জখম হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রিয়াজুদ্দিন আহমেদের (২০)। গুলিবিদ্ধ হন নাজিমুল হক। তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বিস্তারিত...
ভোট-বিপর্যয় ‘আকস্মিক’ নয়, মানছে সিপিএম
রাজদীপ বন্দ্যোপাধ্যায় • বাঁকুড়া
এ বছর বিধানসভা নির্বাচনে দলের যে বিপর্যয় হয়েছে, তা মোটেও ‘আকস্মিক’ নয়। বরং তিন বছর আগের পঞ্চায়েত ভোট থেকেই স্পষ্ট হয়েছিল যে, জনসমর্থন ক্রমশ কমছে। কিন্তু দল তা থেকে শিক্ষা নেয়নি। দলের ২০ তম জেলা সম্মেলনের সম্পাদকীয় প্রতিবেদনে এই স্বীকারোক্তি করেছে বাঁকুড়া জেলা সিপিএম। প্রতিবেদনে বলা হয়েছে, পার্টির নেতা, কর্মীদের একটা বড় অংশ রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবর্তে ‘পার্টিনীতি বর্জিত কাজে’ই বেশি মন দিয়েছিলেন। এর সঙ্গেই যুক্ত হয়েছে দলীয় সদস্যদের একাংশের ‘অনৈতিকতা’ ও ‘অসদাচরণ’। কিছু নেতা-কর্মীর প্রতি অনাস্থাই যে শেষ পর্যন্ত সার্বিক ভাবে পার্টির প্রতি সাধারণ মানুষের অনাস্থা হয়ে দাঁড়িয়েছে। তাঁরা পার্টিকে ‘প্রত্যাখ্যান’ করেছেন। দলের নেতা-কর্মীদের একাংশের তীব্র সমালোচনা করার পাশাপাশিই রয়েছে পরের পর ভোটে জনসমর্থন হারানো নিয়ে আশঙ্কার কথা।
বিস্তারিত...
তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্বের’ জেরে
চুল কেটে দেওয়া হল ৩ মহিলার
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মারধর, খুন-জখমের ঘটনা ঘটেই চলেছে। এ বার সেই তালিকায় যুক্ত হল, দলের তিন মহিলা সমর্থককে মারধর করে চুল কেটে নেওয়ার ঘটনা। রবিবার রাতে ঘটনাস্থল আরামবাগের গোবরা গ্রাম। যাঁদের চুল কাটা হয়েছে, সেই তিন মহিলা ছবিতা দলুই (৩৫), লক্ষ্মী দলুই (৪০) এবং পদ্মা দলুইয়ের (৬৫) বক্তব্য, “আমরা দীর্ঘ দিন ধরে তৃণমূলের সমর্থক। দলের এক নেতা লোকলস্কর নিয়ে বেশ কিছু দিন ধরে গ্রামে মারধর, লুঠপাট চালাচ্ছেন। আমরা প্রতিবাদ করায় চুল কেটে নেওয়া হয়েছে। জনা কুড়ি পুরুষ-মহিলাকে মারধরও করা হয়েছে।” সোরাব হোসেন নামে গ্রামের এক তৃণমূল নেতা ‘নিজের হাতে’ চুল কেটেছেন বলে অভিযোগ করেছেন ওই মহিলারা।
বিস্তারিত...
নারী নির্যাতনের তদন্তে
মহিলা থানার সঙ্গে অন্য থানাও
নিজস্ব প্রতিবেদন
মহিলা থানা গড়া হলেও নারী নির্যাতনের অভিযোগ জমা পড়লে আগের মতো আসানসোল মহকুমার বাকি থানাগুলিও তার তদন্ত করতে পারবে। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, “মহকুমা জুড়ে এ ধরনের সমস্ত অভিযোগের তদন্ত করার মতো পর্যাপ্ত অফিসার মহিলা থানায় নেই। সেই কারণে সব থানাই ওই তদন্ত করতে পারবে। আমরা আরও কনস্টেবল এবং অফিসার চেয়ে সরকারের কাছে ইতিমধ্যেই আর্জি জানিয়েছি।’’
গোটা আসানসোল মহকুমার নারী নির্যাতন সংক্রান্ত মামলার তদন্তের অধিকার দেওয়া হয়েছে ওই মহিলা থানাকে। পুলিশের মধ্যেই একাংশ প্রশ্ন তুলেছেন, স্থানীয় থানা যদি একই রকম তদন্ত করতে পারে তা হলে মহিলা থানা থেকে যাঁর বাড়ি ১০-১২ কিলোমিটার দূরে, তিনি কি এত দূরে এসে আদৌ অভিযোগ জানাবেন। রাজ্যের এক পুলিশকর্তা বলেন, “সবে তো থানা চালু হল। কিছু দিন না গেলে সমস্যাগুলো বোঝা যাবে না।”
বিস্তারিত...
১০০ দিনে গতি আনতে প্রয়োজনে বাড়তি কর্মী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
১০০ দিন প্রকল্পের গতি বাড়াতে না পারলে কেন্দ্রের কাছ থেকে পাওয়া ৩ হাজার কোটি টাকা ফেরত চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দরকারে পঞ্চায়েতে বাড়তি কর্মী নিয়োগ করেও এই কাজে গতি আনতে হবে।” সোমবার বর্ধমানে জেলার গ্রামীণ প্রকল্পগুলির ‘ভিজিল্যান্স অ্যান্ড মনিটরিং কমিটি’র বৈঠকের পরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুলবাবু বলেন, “১০০ দিন প্রকল্পে জাতীয় গড়ের তুলনায় আমরা প্রায় ৪৫ শতাংশ পিছিয়ে পড়েছি। বৈঠকে নানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। কাজে গতি আনতে না পারলে রাজ্য ৩ হাজার কোটি টাকা হারাবে। বর্ধমান হারাবে প্রায় ৩০০ কোটি টাকা।” আগামী ১৭ জানুয়ারি তৃণমূলের পঞ্চায়েতি রাজ সম্মেলনেও সমাধানসূত্র খোঁজা হবে বলে তিনি জানিয়েছেন।
বিস্তারিত...
অবরোধ ছাড়া উপায় কী, বলছেন চাষিরা
নিজস্ব সংবাদদাতা • বোলপুর
এক দিকে বাড়ছে কৃষিঋণের সুদের হার। অন্য দিকে ধান বিক্রি করতে না পারায় নতুন কৃষিঋণের সুযোগও কমছে। এর ফলে পরের বার চাষের জন্য মহাজনের কাছে চড়া সুদে শেষ সম্বলটুকু বিক্রি করে ঋণ নিতে বাধ্য হচ্ছেন তারা। বিক্ষুব্ধ হয়ে শেষ অস্ত্র হিসেবে বেছে নিচ্ছেন পথ অবরোধ। কয়েক দিন আগেই আড়তদারদের মাধ্যমে সহায়ক মূল্যে ধান কেনার দাবিতে দুবরাজপুরের জয়দেব মোড়, বোলপুরের সিয়ান এলাকায় পথ অবরোধ করেন এলাকার চাষিরা। সোমবার একই দাবিতে সকাল ৮টা থেকে বোলপুরের কোপাই কদমতলায় পথ অবরোধ করেন এলাকার চাষিরা। চাষিদের ক্ষোভ, কৃষক সভা বলছে, সরকারি কৃষিনীতিই ত্রুটিপূর্ণ। প্রশাসন বলছে, ওই নীতির বাইরে গিয়ে কিছু করা যাবে না। অন্য দিকে, জেলার চালকল মালিক সমিতির বক্তব্য, কৃষকদের সচেতনতার অভাব।
বিস্তারিত...
সম্মেলনের মুখে কাঁটা সেই নন্দীগ্রাম
আনন্দ মণ্ডল • তমলুক
চার বছর আগের মতোই এ বারও সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন ঘিরে সেই ‘নন্দীগ্রাম’। ২০০৭-এ শেষ বারের জেলা সম্মেলনের ঠিক মুখেই ‘অপারেশন সূর্যোদয়ে’ নন্দীগ্রাম পুনর্দখল করেছিল সিপিএম। হারানো রাজনৈতিক জমি পুনরুদ্ধার করা গিয়েছেএই ধারণায় সে বার জেলার সিপিএম নেতারা ছিলেন ‘যুদ্ধজয়ী’র মেজাজে। সে ধারণা মিথ্যে প্রমাণ হতে অবশ্য বেশি সময় লাগেনি। ২০০৮-এর পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামে তো বটেই, নন্দীগ্রাম-হাওয়ায় গোটা জেলাতেই চরম বিপর্যস্ত হয় সিপিএম। পরের লোকসভা, বিধানসভা ভোটেও ফের পর্যুদস্ত হয়েছে তারা। বিধানসভা ভোটে রাজ্যপাট থেকেই উৎখাত হতে হয়েছে। আর সেই পরিবর্তনেও অন্যতম ‘ফ্যাক্টর’ হয়েছে ‘নন্দীগ্রাম’। ক্ষমতা খোওয়ানো অবস্থায় সম্মেলনের আয়োজন নিয়ে এমনিতেই রাজ্য জুড়ে সমস্যায় সিপিএম নেতৃত্ব। আর পূর্ব মেদিনীপুরে চার বছর আগের সেই ‘নন্দীগ্রামে সূর্যোদয়’ই বাড়তি অস্বস্তি তৈরি করছে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
‘অর্ডার’ হাতে পেয়ে
চিন্তায় জেলা পুলিশ
দুর্ভোগে অবরোধ, ভোগান্তি
দক্ষিণবঙ্গ
বিবাহ বহির্ভূত সম্পর্কের
জেরে খুনের অভিযোগ
কলেজে মনোনয়ন তুলতে পারল না এসএফআই
বর্ধমান
বোমা ফেটে জখম মহিলা
চাল বিলি নিয়ে
কংগ্রেস-তৃণমূল বিবাদ
পুরুলিয়া
জয়পুরের গ্রামে
খুন তৃণমূল কর্মী
মানোন্নয়নের দাবি
অঙ্গনওয়াড়ি কর্মীদের
মুর্শিদাবাদ
সারাদিন বৃষ্টি, হঠাৎ
সুনসান উৎসব নগরী
প্রশ্নের মুখে পথ
নিরাপত্তা সপ্তাহ
মেদিনীপুর
সিপিএম-তৃণমূল
সংঘর্ষে উত্তেজনা
গুণিজন সংবর্ধনা
কলকাতা
২৪.৬/১৭.৫
আজকের দিনে
•
১৯৫৬:
মার্কিন অভিনেতা ও নির্দেশক মেল গিবসনের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এ সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না
আজকের জন্য
কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.