|
|
|
|
গুণিজন সংবর্ধনা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নতুন বছরের দ্বিতীয় দিন মেদিনীপুর শহরের জেলা পরিষদ হলে আয়োজিত হল অন্য রকম এক রবীন্দ্র-সন্ধ্যা। কথা-কবিতা-গানে স্মরণ করা হল রবীন্দ্রনাথকে। |
|
সংবর্ধিত গুণিজনেরা। |
সংবর্ধনা দেওয়া হল রবীন্দ্রচর্চায় যুক্ত গুণিজনদের। উদ্যোক্তাদের পক্ষে আলোকবরণ মাইতি ও পীযূষকান্তি পাল বলেন, “রবীন্দ্রচর্চাকে আরও ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ।” আবৃত্তি পরিবেশন করেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। সংগীত পরিবেশনে শ্রাবণী সেন। অনুত্তম ভট্টাচার্য, জয়ন্ত সাহা, আজাহারউদ্দিন খান, হরিপদ মণ্ডল, অনিল ঘড়াই ও তিমিরবরণ মাইতিকে সংবর্ধনা জানানো হয়। উদ্যোক্তাদের বক্তব্য, জীবনের জন্য যেমন রক্ত, সুস্থ সমাজের জন্য তেমনই কৃষ্টি। সেখানে কবিগুরু আমাদের মননের দেবতা ও দিশারি। তাঁর সার্ধশত জন্মবার্ষিকী পালন শুধু শ্রদ্ধা নিবেদনের জন্য নয়। সেই সঙ্গে তাঁর সৃজনীতে নিজেদেরও সমৃদ্ধ করা। |
|
একান্তে ব্রততী বন্দ্যোপাধ্যায় ও শ্রাবণী সেন। ছবি তুলেছেন সৌমেশ্বর মণ্ডল। |
পশ্চিম মেদিনীপুরে যে গুণিজনেরা নীরবে রবীন্দ্রচর্চার বীজ বুনে চলেছেন ভবিষ্যত প্রজন্মের জন্য, এমনই কয়েক জনকে এ দিন সংবর্ধিত করা হয়। সংবর্ধনা-সভার সূচনা করেন রামকৃষ্ণ মিশন স্কুলের প্রধান শিক্ষক স্বামী সুনিষ্ঠানন্দ। উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়, জেলা সভাধিপতি অন্তরা ভট্টাচার্য প্রমুখ। |
|
|
|
|
|