টুকরো খবর |
আজ থেকে লোক-উৎসব শুরু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
ছবি: কিংশুক আইচ |
আজ, মঙ্গলবার থেকে মেদিনীপুর শহরে শুরু হতে চলেছে সর্ব-ভারতীয় লোকনৃত্যের উৎসব। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি বিভাগের আর্থিক সহায়তায় তিন দিনের এই ‘লোক উৎসব ২০১২’-র আয়োজন করেছে শহরের লোকসংস্কৃতি সংস্থা ‘লোকছন্দ কালচারাল ইউনিট’। সংস্থার পক্ষে মৈত্রেয়ী পাহাড়ি জানান, শহরের বিদ্যাসাগর স্মৃতি-মন্দিরের মুক্ত মঞ্চে এই উৎসব হবে। দেশের প্রায় ১৫টি রাজ্যের লোকনৃত্য ও আদিবাসী নৃত্যের দল যোগ দেবে। উৎসবে অসমের বিহু, মণিপুরের ধোল চোলাম থেকে বাংলার রায়বেশে বা পঞ্জাবের ভাংরাসবই থাকবে। যোগ দেবেন প্রায় ৩০০ লোকশিল্পী। প্রতি দিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শুরু হবে নাচের উৎসব। থাকবে দেশের নানা প্রান্তের হস্তশিল্পের প্রদর্শনীও। এর মধ্যেই সেজে উঠেছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির। উৎসবের অপেক্ষায় প্রহর গুনছেন শহরবাসী।
|
মুড়াকাটায় ধানমেলা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
মেদিনীপুরে মুড়াকাটায় ধানমেলা |
মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটায় ধানমেলা হল সোমবার। মেলা থেকে সহায়কমূল্যে ধান কিনল অত্যাবশ্যকীয় পণ্য-সরবরাহ নিগম (ইসিএসসি)। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগেই এই মেলার আয়োজন। উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি। উপস্থিত ছিলেন জেলা খাদ্য-নিয়ামক প্রদীপ ঘোষ ও ইসিএসসি-র সিইও অর্কপ্রভ লাহিড়ি। মৃগেনবাবু জানান, মেলায় বিভিন্ন গ্রাম থেকে ১০০ জন চাষি এসেছিলেন। তাঁদের কাছ থেকে প্রায় ৪ হাজার কুইন্টাল ধান কেনা হয়। বিধায়ক বলেন, “চাষিরা যাতে ন্যায্য মূল্য পান, সে জন্য জেলার বিভিন্ন জায়গায় এ ধরনের মেলা হবে।” |
|