উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
বিবাহ বহির্ভূত
সম্পর্কের জেরে
খুনের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা, সন্দেশখালি: পুকুর থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রতিবেশী এক ব্যক্তিকে।
ঘটনাটি ঘটেছে সন্দেশখালি থানার রাজবাড়ি গ্রামের রাজবাড়িতে। পুলিশ জানায়, মৃতের নাম দীনেশ দাস (৩০)। রাজবাড়ি গ্রামে পাশাপাশি বাড়ি দীনেশ ও সুশীল দাসের। এক সাথে শ্রমিকের কাজ করায় বন্ধুত্ব গড়ে ওঠে দু’জনের। পরস্পরের বাড়িতেও যাতায়াত ছিল। অভিযোগ, দীনেশের স্ত্রীকে প্রেম নিবেদন করেন সুশীল। জানাজানি হওয়ায় প্রতিবাদ করেন দীনেশ। |
|
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: এক মাছ ব্যবসায়ীর বাড়ির দরজা ভেঙে ঢুকে তাঁর বৃদ্ধ বাবা-মাকে মারধর করে চম্পট দিল কয়েক জন দুষ্কৃতী। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে বসিরহাটের মাটিয়ার পণ্ডিতজি কলোনিতে। রণজিৎ স্বর্ণকার নামে ওই মাছ ব্যবসায়ী দুষ্কৃতীদের দেখে প্রাণের ভয়ে পালান। তাঁর অনুমান, তাঁকে খুন করে এসেছিল দুষ্কৃতীরা। কেননা, কয়েক দিন আগে তাঁর অফিস ও স্থানীয় কয়েকটি দোকানে চুরি হয়। তিনি পরে কয়েক জন দুষ্কৃতীকে ধরে চড়-থাপ্পড় মারেন। |
ব্যবসায়ীর বাড়িতে
দুষ্কৃতীদের হামলা |
|
গ্রেফতারের দাবিতে মিছিল অশোকনগরে |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্বের’ জেরে চুল কেটে দেওয়া হল ৩ মহিলার |
|
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মারধর, খুন-জখমের ঘটনা ঘটেই চলেছে। এ বার সেই তালিকায় যুক্ত হল, দলের তিন মহিলা সমর্থককে মারধর করে চুল কেটে নেওয়ার ঘটনা।
রবিবার রাতে ঘটনাস্থল আরামবাগের গোবরা গ্রাম। যাঁদের চুল কাটা হয়েছে, সেই তিন মহিলা ছবিতা দলুই (৩৫), লক্ষ্মী দলুই (৪০) এবং পদ্মা দলুইয়ের (৬৫) বক্তব্য, আমরা দীর্ঘ দিন ধরে তৃণমূলের সমর্থক। দলের এক নেতা লোকলস্কর নিয়ে বেশ কিছু দিন ধরে গ্রামে মারধর, লুঠপাট চালাচ্ছেন। |
|
কলেজে মনোনয়ন তুলতে পারল না এসএফআই |
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|