উত্তরবঙ্গ |
ইটাহারে বোমা-গুলিতে হত তৃণমূলকর্মী, অভিযুক্ত কংগ্রেস |
|
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: পঞ্চায়েত অফিসের সামনে গুলি-বোমায় মৃত্যু হল এক তৃণমূল-কর্মীর। পঞ্চায়েতের তলবি সভা ভেস্তে দিতে ওই হামলা হয়। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে ইটাহার থানার মারনাই গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। পুলিশ ও ব্লক প্রশাসনের অফিসারদের সামনেই কংগ্রেসের মদতে পুষ্ট দুষ্কৃতীরা যথেচ্ছ বোমা ও গুলি ছোড়ে বলে তৃণমূলের অভিযোগ। তবে কংগ্রেস দাবি করেছে, প্রধান কে হবেন, তা নিয়ে কোন্দলের জেরে তৃণমূলের এক গোষ্ঠী গুলি-বোমা নিয়ে হামলা চালিয়েছে। |
|
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: বিভাগীয় পরীক্ষায় পাস করে পদোন্নতি পাওয়া কর্মীদের নয়া পদে যোগ দেওয়ার জন্য ‘রিলিজ’ করার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের সদর দফতর। কিন্তু, ওই কর্মীদের বদলে পর্যাপ্ত সংখ্যক কর্মী পাঠানোর কোনও নির্দেশ জারি হয়নি। তাতেই সমস্যায় পড়েছেন কোচবিহার জেলা পুলিশ কর্তৃপক্ষ। কারণ কাউকে ছেড়ে দিতে হলে শূন্যপদ পূরণের জন্য লোক দরকার। না হলে থানা চালানো কঠিন হয়ে পড়বে বলে অফিসারদের অনেকেই জানিয়েছেন। |
‘অর্ডার’ হাতে
পেয়ে চিন্তায়
জেলা পুলিশ |
|
চোলাইয়ে চুর চাঁচলের গ্রাম |
|
|
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
দুর্ভোগে অবরোধ, ভোগান্তি |
|
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: যাত্রী দুর্ভোগ লাঘবের দাবিতে জলপাইগুড়িতে ৩১ ডি জাতীয় সড়কে চলছে একের পর এক অবরোধ। আর এই অবরোধই সাধারণ যাত্রীদের দুর্ভোগ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠল। একে বেহাল তিস্তা সেতু দিয়ে যাতায়াত করতে গত ছয় মাসেরও বেশি সময় ধরে নাকাল হতে হয়েছে যাত্রীদের। রবিবার নতুন বর্ষের প্রথম দিনে সামান্য স্বস্তি মিললেও সোমবার সকাল থেকে ফের যানজটে দেরবার দশা হয়েছে ৩১ নম্বর জাতীয় সড়কে। |
|
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: ডাম্পিং গ্রাউন্ড নিয়ে টানাপোড়েনের জেরে জলপাইগুড়ি শহরের আবর্জনা সাফাইয়ের কাজ বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। সোমবার শহরের একাংশ থেকে আবর্জনা অপসারণ করতে পারেনি পুরসভা। আজ মঙ্গলবার থেকে শহরের কোনও এলাকা থেকে আবর্জনা, জঞ্জাল সরানোর কাজ করা যাবে না বলে পুরসভা জানিয়ে দিয়েছে। পুর কর্তৃপক্ষের হিসেব মতো শহরের ২৫টি ওয়ার্ড থেকে অন্ততপক্ষে ৬০ টন জঞ্জাল সংগ্রহ করা হয়। এক দিন জঞ্জাল সংগ্রহের কাজ বন্ধ হয়ে থাকলে শহরের প্রতিটি রাস্তার মোড়ে জঞ্জালের স্তূপ জমে যাবে। |
জমি সমস্যা,
বন্ধের মুখে
জঞ্জাল সাফ |
|
বেআইনি মদ কাণ্ডে পুলিশকে হেনস্থা দুই তৃণমূল নেতার |
|
বরফ কবে
দার্জিলিঙে, প্রহর
গুনছে পাহাড়বাসী |
|
|
তালিকাই নেই, পড়ে তিন কোটি |
|
টুকরো খবর |
|
|