পুরসভা ক্ষতিগ্রস্তদের তালিকা দিতে না-পারায় আড়াই মাসের বেশি সময় ধরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ ৩ কোটি টাকা পড়ে রয়েছে শিলিগুড়ি মহকুমা প্রশাসনের তহবিলে। দ্রুত ওই কাজ করাতে সোমবার শিলিগুড়ি পূর্ত দফতরের বাংলোতে পুরসভা ও মহকুমা প্রশাসনে কর্তাদের নিয়ে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। বৈঠকে শিলিগুড়ির মেয়রের গঙ্গোত্রী দত্তের সামনেই ক্ষোভ প্রকাশ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি বলেন “দিল্লি থেকে বিপর্যয় মোকাবিলা দল সব খতিয়ে দেখে গিয়েছে। কেন্দ্রীয় সরকার এবং প্রণববাবুকে বার বার সাহায্যের অনুরোধ করা হয়েছে। তার পরেও কেন্দ্রীয় সরকারের তরফে খুবই সামান্য সাহায্য মিলেছে। অথচ সিকিমকে এক হাজার কোটি টাকা দেওয়া হলেও উত্তরবঙ্গের জন্য কিছু দেওয়া হয়নি। রাজ্য সরকারের তরফে যতটুকু করা সম্ভব আমরা করছি।” ওই টাকা বিলির জন্য এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। মেয়রকে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠানোর পরামর্শ দেন গৌতমবাবু। মন্ত্রী বলেন, “ভূমিকম্পে যাদের বাড়ির ক্ষতি হয়েছে তাঁদের জন্যই ওই টাকা এসেছে। সাতদিনের মধ্যে তালিকা তৈরি করতে বলেছি। শীঘ্রই টাকা বিলি শুরু হবে। আরও টাকার জন্য রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে।” শিলিগুড়ির মেয়র বলেন, “সমস্ত টাকাই রাজ্য সরকারের মাধ্যমে আমাদের কাছে আসে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রাস্তা ও নিকাশি সারাইয়ের জন্য ১ কোটি টাকা এসেছে। তা দিয়ে শীঘ্রই কাজ শুরু হবে।” মন্ত্রী আরও জানান, ভূমিকম্পে কেন্দ্র মৃত ও গুরুতর জখমদের জন্য ১৪ লক্ষ টাকা দিয়েছে। সে টাকা তুলেও দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে ভূমিকম্পে মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি জখম ৫১ জনকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক সাহায্য করে। বাড়ি মেরামতির জন্য রাজ্য সরকার দার্জিলিং জেলাকে ২০ কোটি ও জলপাইগুড়িকে ৫ কোটি দিয়েছে। দার্জিলিং পার্বত্য পরিষদকে ৩০ কোটি দেওয়া হয়েছে। ১৮ সেপ্টেম্বরের ওই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা টাকা পাচ্ছেন না বলে বহুদিন ধরেই অভিযোগ করছে বামফ্রন্ট। |