সুকনা গোল্ড কাপে এ বছর চ্যাম্পিয়ন দলের জন্য ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন উদ্যোক্তারা। সোমবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান উদ্যোক্তা সুকনা গেমস অ্যান্ড স্পোর্টস-এর কর্মকর্তারা। তা ছাড়া রানার্স দল পাবে ৫০ হাজার টাকা। আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওই ফুটবল প্রতিযোগিতা সুকনা গোল্ড কাপ। সুকনা হাই স্কুলের মাঠে খেলাগুলি হবে। উদ্যোক্তারা জানান, ২৪ টি দল অংশ নেবে। গত বছর প্রতিযোগিতায় অংশ নেওয়া লেবং সাই দল, মেচি ফুটবল ক্লাব, শিলংয়ের ৫৮ গোর্খা ট্রেনিং সেন্টার(জিটিসি), রয়্যাল ফুটবল ক্লাব থাকছে। নতুন দলগুলির মধ্যে রয়েছে পৈলান ইন্ডিয়া অ্যারোজের বি টিম, অল ইন্ডিয়া পুলিশ ফুটবলে চ্যাম্পিয়ন অসম পুলিশ দল, আন্তঃ ফুটবল অ্যাকাডেমিতে সেরা আইএফএ ফুটবল অ্যাকাডেমি, ইম্ফল ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন দল, লখনউ-এর গোর্খা ব্রিগেড, অসমের মর্নিং স্টার, ভুটান ক্লিয়ারিং ফুটবল অ্যাসোসিয়েশন দল। ৮ টি দলকে নিয়ে প্রথম রাউন্ডের খেলা শুরু। দ্বিতীয়, তৃতীয় রাউন্ড, প্রি কোয়ার্টার, কোয়ার্টার ফাইনালে ৪ টি করে দল যোগ দেবে। ২৬ এবং ২৭ জানুয়ারি সেমি ফাইনাল। ৩০ জানুয়ারি ফাইনাল। সাংবাদিক বৈঠকে এ দিন উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। সুকনা স্পোর্টস অ্যান্ড গেমসের সভাপতি সুশান্ত মুখোপাধ্যায় বলেন, “চ্যাম্পিয়ন দলের পুরস্কারের টাকার স্পনসর পাওয়া গেলেও রানার্স দলের পুরস্কারের টাকার স্পনসর এখনও মেলেনি। তবে আশাকরি সেই সমস্যা মিটবে।”
|
ফি বৃদ্ধির প্রতিবাদে দুটি স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। সোমবার বেলা ১১ টায় ধূপগুড়ি ব্লকের গাদং হাই স্কুল এবং শালবাড়ি স্কুলে কয়েকশো অভিভাবকের বিক্ষোভের মুখে পড়েন প্রধান শিক্ষক-সহ পরিচালন কমিটির সদস্যরা। গাদং হাই স্কুলে ২ ঘণ্টা প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখেন অভিভাবকরা। শালবাড়ি হাই স্কুলে গেটের সামনে মাইক ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়। স্কুলের নানান খরচ বাবদ প্রতি ছাত্রছাত্রী প্রতি সর্বোচ্চ ২৪০ টাকা পর্যন্ত ফি নেওয়া যাবে বলে নির্দেশ আসে। ওই নির্দেশ পেয়ে দুই স্কুল কর্তৃপক্ষ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেন। অভিভাবকরা বিক্ষোভ দেখানোয় শালবাড়ি হাই স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি বৈঠক করে ২৪০ টাকার পরিবর্তে ৮৫ টাকা ফি নেবার কথা জানান। ফি কমানো নিয়ে বৈঠকে বসা হবে বলে গাদং হাই স্কুল কর্তৃপক্ষ আশ্বাস দিলে বিকালে বিক্ষোভ ওঠে।
|
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফ্লাড লাইট লাগানোর কাজ শুরু হতে চলেছে। সোমবার শিলিগুড়িতে এ কথা জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “ফ্লাড লাইট বসাতে প্রাথমিক ভাবে সাড়ে ৩ কোটি টাকা খরচ হবে বলে ধরা হয়েছে। ইতিমধ্যেই কাজ শুরু করতে ৭৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ম্যাকিনটোস বার্ন সংস্থাকে ওই কাজ শুরু করতে ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়েছে। রাজ্য ক্রীড়া দফতর থেকে এই স্টেডিয়ামে ফ্লাড লাইট বসানোর খরচ দেওয়া হচ্ছে।” কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফ্লাড লাইট বসাতে বছর দুয়েক আগে উদ্যোগী হন তৎকালীন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। ৪ কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়। বরাদ্দ না মেলায় কাজ শুরু হয়নি। পরে জেনারেটর-সহ কিছু খরচ নিয়ে বাজেট বেড়ে দাঁড়ায় ৬ কোটি টাকা। সরকারের পক্ষে তা বরাদ্দ সম্ভব না হওয়ায় আটকে পড়ে ফ্লাড লাইট বসানোর কাজ।
|
স্টার থিয়েটারের পরে বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে এ বার শিলিগুড়িতে দেখা যাবে ‘ভারতের সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ’ নাটক। ১৪ জানুয়ারি দীনবন্ধু মঞ্চে ওই নাটক পরিবেশন করবে কলকাতার ‘সংবেদ সাংস্কৃতিক সংস্থা’। অনুষ্ঠানের আয়োজক স্বামী বিবেকানন্দ সার্ধশতবর্ষ জন্মোৎসব উদ্যাপন কমিটি। সংস্থার সভাপতি তথা প্রবীণ চিকিৎসক কে সি মিত্র বলেন, “নাটকটি প্রথম অভিনীত হয় স্টার থিয়েটারে। উদ্বোধন করেন স্বামী দিব্যানন্দ মহারাজ।” নাটক নির্দেশক সমীর মজুমদার জানান, নাটকের নেপথ্য কন্ঠশিল্পীদের মধ্যে আছেন মনোময় ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র। স্তোত্র পাঠে শিবাজী চট্টোপাধ্যায় ও সুপ্রতীক দাস। কমিটির সম্পাদক ববিতা দত্ত বলেন, “বিভিন্ন অনুষ্ঠানে বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষ পালন হচ্ছে। ১২ জানুয়ারি শোভাযাত্রা হবে। ১৩ জানুয়ারি কলেজ হলে অনুষ্ঠিত হবে আলোচনাসভা।”
|
ডুয়ার্সের সলসলাবাড়িতে দশম ডুয়ার্স উৎসব শেষ হল। সোমবার গত ২৪ ডিসেম্বর এই উৎসব শুরু হয়। এই বছর মেলার দশ দিন ধরে উত্তরবঙ্গের লোকসস্কৃতিকে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠান মঞ্চে ভাওয়াইয়া, মেচ, রাভা, নেপালি, আদিবাসী, স্থানীয় শিল্পীদের নানান অনুষ্ঠান ছিল। এই উৎসব ঘিরে বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
|
মহানন্দা অ্যাকশন প্ল্যান -এ শিলিগুড়ির ৩৭ এবং ৩৮ নম্বর ওয়ার্ডে জোড়াপানি নদীর ২ কিলোমিটার অংশের পাড় বাঁধানোর কাজ দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে বলে অভিযোগ তুলল স্থানীয় বিজেপি নেতৃত্ব। সোমবার এই অভিযোগে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষকে স্মারকলিপি দেয় বিজেপি’র ৩৭ নম্বর ওয়ার্ড কমিটি। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হয়। এসজেডিএ’র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, “এ দিন স্মারকলিপি দিয়ে বিজেপি নেতৃত্ব ওই সমস্যার কথা জানিয়েছেন। দফতরের আধিকারিকেরা এলাকায় গিয়ে শীঘ্রই পরিস্থিতি খতিয়ে দেখবেন। তার পরই প্রয়োজনীয় ব্যবস্থা হবে।” বিজেপি’র ৩৭ নম্বর ওয়ার্ডের সভাপতি শ্যামল সরকার জানান, ওই কাজের জন্য পুরনো বোর্ডকে বারবার বলেও কাজ হয়নি। নতুন কর্তৃপক্ষ সমস্যা মেটাতে ব্যবস্থা নেবেন বলে তাঁরা আশাবাদী।
|
দুর্ঘটনায় মৃত এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার হল। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের মিলপাড়ার কাছে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। খবর পেয়েও সময়মতো ঘটনাস্থলে পুলিশ না পৌঁছনোর অভিযোগে বাসিন্দারা দেড় ঘণ্টা পথ অবরোধ করেন।
|
নববর্ষ উপলক্ষে দোকানের ভিতরে পিকনিক করতে গিয়ে পুড়ে ছাই হয়ে একটি মুরগির দোকান। মারা গিয়েছে শতাধিক মুরগি। রবিবার গভীর রাতে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির ফুলবাড়ি ক্যানাল মোড়ে ঘটনাটি ঘটে। খবর পেয়ে শিলিগুড়ি থেকে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাখানেক সময় ধরে চেষ্টা চালানোর পরে আগুন আয়ত্বে আনতে সক্ষম হয়।
|
একটি বেসরকারি বিএড কলেজের শিলান্যাস হল ফুলবাড়িতে। সোমবার ফুলবাড়ির রূপচন্দ্রগছ এলাকায় প্রস্তাবিত ওই কলেজের আনুষ্ঠানিক শিলান্যাস করে ওই কলেজের দিল্লি বোর্ডের ডাইরেক্টর স্বপন মাহাতো। তিন বিঘা জমির উপর ওই কলেজ গড়ে তোলা হবে। |